01/01/2025
এ সমাজের বর্তমান,,,,🍀💐🌿
#কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন। মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে,,
মাঝে মাঝে কেউ মিথ্যা বললে ,তুমি তা বুঝতে পারো কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিশ্চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচিউর করে তোলার শিক্ষাটা ভালো ভাবে দিয়ে দিয়েছে।
👤 অন্যের মনের মত হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না, জীবন একটাই, নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন। কারন খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নাই। Take Care of Yourself! Be Happy, you Deserve it!
কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিন ড্রপ সাইলেন্সে চলে যায়। তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রুপ আর না আছে শব্দ। যারা বোঝতে দেয়না, কেউ জানতেও পারে না। এমনকি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পাবেনা!🌿💐🍀