Murad Biplob

Murad Biplob Professional Digital Marketer

06/11/2024

আমেরিকানরা কমলা খায় না। আপেল খায়। এজন্যই নিউটনের মাথায় কমলা না পড়ে আপেল পড়েছিল।

যেভাবে কমলার হালুয়া বানাবেন।🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊উপকরণ : ৪টা কমলালেবু, আধা কাপ চিনি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ ঘি, পর...
06/11/2024

যেভাবে কমলার হালুয়া বানাবেন।
🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
উপকরণ : ৪টা কমলালেবু, আধা কাপ চিনি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ ঘি, পরিমাণমতো বাদাম (কাঠবাদাম, কাজুবাদাম ও অন্যান্য), ১ চা চামচ লেবুর রস, আধা কাপ পানি

পদ্ধতি : প্রথমে চারটা বড় সাইজের কমলালেবু নিয়ে রস করতে হবে। সেই রসের মধ্যে কর্নফ্লাওয়ার ভালভাবে মিশিয়ে রেখে দিতে হবে। তারপর চুলায় একটা ননস্টিক প্যান দিয়ে তাতে সমপরিমাণ চিনি ও পানি দিয়ে জাল দিতে হবে। চিনি-পানির মিশ্রণটা যখন একটু আঠালো হয়ে আসবে, তখন তাতে লেবুর রস দিয়ে দিতে হবে যাতে ক্যারামেল না হয়ে যায়।

গরম খাবারে লেবুর রস আসলেও কী উপকারী?

এরপর মিশিয়ে রাখা কমলালেবু ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালভাবে নাড়তে হবে। ৮-১০ মিনিট জাল করার পরে যখন ঘন হয়ে আসবে তখন ২ টেবিল চামচ ঘি দিতে হবে।

এরপর আরও ৩-৪ মিনিট নেড়ে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে। তারপর কাঠবাদাম কুচি ছিটিয়ে এক ঘণ্টা রুমের তাপমাত্রায় রেখে দিলে তৈরি হয়ে যাবে কমলার মজার হালুয়া। কমলার হালুয়া ঠাণ্ডা হওয়ার পর পছন্দমতো আকৃতিতে টুকরা করে কেটে নিন।

05/11/2024

১২ কেজির এলপিজি গ্যাসের দাম ১ টাকা কমিয়ে এক হাজার ৪৫৫ টাকা করা হয়েছে।
-মারহাবা -

03/11/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।

02/11/2024

বৈষম্য শব্দের অর্থ কি কেউ জানলে জানাবেন?

31/10/2024

বাংলাদেশ ক্রিকেট টিমকে টাইগার উপাধি দেয়া লোকটাকে খুজতেছি।

31/10/2024

বাংলাদেশের ক্রিকেট উপভোগ করছি।
😄😄

আমাদের দেশের একমাত্র খনিজ সম্পদ স্যার তামিম ইকবাল খান😄
30/10/2024

আমাদের দেশের একমাত্র খনিজ সম্পদ

স্যার তামিম ইকবাল খান😄

ভাইয়ে বাংলাদেশে বেমানান ,, ভাইয়ে জাতিসংঘের মহা সচিব হওয়ার যোগ্যতা রাখে।
29/10/2024

ভাইয়ে বাংলাদেশে বেমানান ,, ভাইয়ে জাতিসংঘের মহা সচিব হওয়ার যোগ্যতা রাখে।

25/10/2024

যিনি আমাকে সৃষ্টি করেছেন
তার কাছেই আমি সাহায্য চাইবো কারন তিনি সব সমস্যা সমাধান করতে সক্ষম, কোন পীর বা মাজারে নয়।

দমনের সেকাল-একাল
25/10/2024

দমনের সেকাল-একাল

📢 সু-খবর: Luminous IT Institute-এর নতুন সাপোর্ট ক্লাসের ঘোষণা 🎓আমাদের সকল শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ! এখন থেকে Lum...
24/10/2024

📢 সু-খবর: Luminous IT Institute-এর নতুন সাপোর্ট ক্লাসের ঘোষণা 🎓
আমাদের সকল শিক্ষার্থীদের জন্য আনন্দের সংবাদ! এখন থেকে Luminous IT Institute প্রতি সপ্তাহে দুটি লাইভ সাপোর্ট ক্লাস আয়োজন করতে যাচ্ছে, যা অনুষ্ঠিত হবে প্রতি শুক্রবার এবং শনিবার। সাপোর্ট ক্লাসের মাধ্যমে আপনি আপনার যেকোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের সুযোগ পাবেন এবং আপনার শেখার পথ আরও সহজ ও সাবলীল হবে।

🕒 ক্লাসের সময়সূচি:
ক্লাস শুরু: 🕤 রাত ৯:৩০
ক্লাস লিংক শেয়ার করা হবে: 📌 রাত ৯:১৫
🔍 কেন এই সাপোর্ট ক্লাস আপনার জন্য গুরুত্বপূর্ণ?
তাত্ক্ষণিক সমাধান: লাইভ সাপোর্ট ক্লাসের মাধ্যমে আপনি সরাসরি প্রশিক্ষকের কাছ থেকে তাত্ক্ষণিক সমাধান পেতে পারেন। এর ফলে আপনার শেখার গতিতে কোনো প্রকার বাঁধা আসবে না।
প্রশিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগ: 💬 ক্লাসের সময় আপনি আপনার যেকোনো প্রশ্ন বা বিভ্রান্তি সম্পর্কে সরাসরি প্রশিক্ষকদের সাথে কথা বলতে পারবেন, যা নিয়মিত ক্লাসে কখনো কখনো সম্ভব হয় না।
নতুন কৌশল শেখার সুযোগ: 🧩 ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে নতুন কৌশল, টিপস ও ট্রিকস শিখতে পারবেন, যা আপনার ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে সহায়ক হবে।
✅ অংশগ্রহণের জন্য কীভাবে প্রস্তুতি নিবেন?
ক্লাসের লিংক শেয়ার করা হবে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে 💻 রাত ৯:১৫-এ। তাই সময়মতো গ্রুপ চেক করে ক্লাসে যুক্ত হতে ভুলবেন না।
আপনার যেকোনো প্রশ্ন বা সমস্যাগুলি আগে থেকে ✍️ নোট করে রাখুন, যাতে লাইভ ক্লাসের সময় এগুলো সহজেই উপস্থাপন করতে পারেন।
📒 ক্লাস চলাকালীন মনোযোগ সহকারে শোনা এবং প্রয়োজনে নোট নেয়ার জন্য প্রস্তুত থাকুন।
📣 আপনার প্রতিক্রিয়া:
এই নতুন উদ্যোগ সম্পর্কে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্লাসের পর আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না, যাতে আমরা আমাদের সেবার মান আরও উন্নত করতে পারি।

আশা করি, এই লাইভ সাপোর্ট ক্লাসগুলো আপনার শেখার যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।

📚 শেখার আনন্দে থাকুন, Luminous IT Institute-এর সাথে!

Address

Dhaka
Narayanganj
1421

Telephone

+8801999920929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murad Biplob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share