Shohag Emtiaz Official

Shohag Emtiaz  Official গল্পটা থাকনা অপ্রকাশিত....... 🎬
(4)

13/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

এই সপ্তাহে শাকিব খান দেশে এসেই আগামী সপ্তাহের শুরু থেকেই "সোলজার" ছবির শুটিংয়ে অংশ নিবেন।সুত্র বলছে, শাকিব খান প্রতিদিন ...
12/09/2025

এই সপ্তাহে শাকিব খান দেশে এসেই আগামী সপ্তাহের শুরু থেকেই "সোলজার" ছবির শুটিংয়ে অংশ নিবেন।

সুত্র বলছে, শাকিব খান প্রতিদিন ভিডিও মাধ্যমে সোলজার টিমের সাথে প্রি প্রোডাকশনে অংশ নিচ্ছেন।বাংলাদেশের অংশ আগে শুট হবে প্রথমে বিএফডিসিতে ফ্লোর এর কাজগুলো শেষ করা হবে, তারপর আউটডোর চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনী ক্যাম্পে, সিলেট, যশোর ও রাঙ্গামাটিতে পরে বিদেশের অংশ থাইল্যান্ডের শুটিং করা হবে বলে জানা গেছে।

আবার এমনও হতে পারে প্রথমে থাইল্যান্ডের অংশ শুটিং করা হবে পরে বাংলাদেশের বিভিন্ন সেনাবাহিনীর ক্যাম্পে শুট করা হবে তারপর বিএফ ডি সি ফ্লোরে।

এখন কোন অংশের শুটিং আগে করা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি কারণ সেনাবাহিনীর অনেক কিছু প্রদর্শনী করতে হবে যার পারমিশন এখনো পুরোপুরি ভাবে মিলেনি যার কারনে শুটিং স্কেচুল টা সঠিকভাবে বলা যাচ্ছে না।

#শাকিব_খান

এই ছেলেটিকে চিনতে পারছেন.....? সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছে এবং কলেজ ভর্তি হয়েছে মাসুদ রানা ওরফে শাকিব খান এই ছবিট...
11/09/2025

এই ছেলেটিকে চিনতে পারছেন.....? সবেমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছে এবং কলেজ ভর্তি হয়েছে মাসুদ রানা ওরফে শাকিব খান এই ছবিটি সম্ভবত ১৯৯৮ সালে তোলা

#শাকিব_খান
#বাংলা_সিনেমা

দেরিতে হলেও‌ চমক কিন্তুু দিলাম শাকিবিয়ানদেAnimal, Sarkar, Deva, Dunki-সহ একাধিক আলোচিত সিনেমাগুলো পর্দায় জীবন্ত করে তোলা...
10/09/2025

দেরিতে হলেও‌ চমক কিন্তুু দিলাম শাকিবিয়ানদে

Animal, Sarkar, Deva, Dunki-সহ একাধিক আলোচিত সিনেমাগুলো পর্দায় জীবন্ত করে তোলা বলিউডের বিখ্যাত ক্যামেরাম্যান- DOP (Director Of Photography) অমিত রায় (Amit Roy) এবার যুক্ত হলেন প্রিন্স সিনেমাতে,

মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাও যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে সেটার প্রমাণ হয়তো শীঘ্রই পাবো আমরা। কারণ ধারণা করা হচ্ছে এযাবতকালের সবচাইতে ব্যয়বহুল বাংলা সিনেমা হতে যাচ্ছে প্রিন্স।

#শাকিব_খান #বাংলা_সিনেমা

অমর নায়ক সালমান শাহ্ এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ.....!বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় এক মহানায়ক সালমান শাহ। অল্প সময়ের ক...
06/09/2025

অমর নায়ক সালমান শাহ্ এর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ.....!

বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় এক মহানায়ক সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি নিজের প্রতিভার এতখানি বিস্তৃতি ঘটিয়েছিলেন যে, তার মৃত্যুর ২৯ বছর পরেও ভক্তদের মনে সমান উন্মাদনা কাজ করে। ১৯৯৬ সালে মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক।

আজ শনিবার ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই অমর নায়কের ২৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমা উপহার দিয়েছিলেন। হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক মহানায়ক।

যার মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহ খুন হয়েছেন নাকি আত্মাহত্যা করেছেন........? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো জানা যায়নি

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত (কেয়ামত থেকে কেয়ামত) সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন সালমান শাহ। এই সিনেমার আকাশচুম্বী সাফল্য তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।

পরবর্তী ৩ বছরে তিনি মোট ২৭টি সিনেমায় কাজ করেন যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো-অন্তরে অন্তরে, সুজন সখি, বিক্ষোভ, প্রেমযুদ্ধ, স্বপ্নের ঠিকানা, আশা ভালোবাসা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক ইত্যাদি।

#বাংলা_সিনেমা
#সালমান_শাহ

চিত্রনায়ক জসিম এবং সোহেল রানার ঝগড়া........  এই দুই প্রভাবশালী নায়কের মধ্যে বাস্তবে লড়াই হয়েছিল। ঘটনাটি ঘটে সম্ভবত ১৯৯...
04/09/2025

চিত্রনায়ক জসিম এবং সোহেল রানার ঝগড়া........

এই দুই প্রভাবশালী নায়কের মধ্যে বাস্তবে লড়াই হয়েছিল।
ঘটনাটি ঘটে সম্ভবত ১৯৯১ কিংবা ১৯৯২ সালের দিকে সেই সময় ড্যাসিং হিরো সোহেল রানা এবং এ্যাকশন কিং হিরো জসিম এর মধ্য ছোট্ট একটি কথা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।

এর পর (বি এফ ডি সি) এর চত্বরের ভিতরে
তখন এমন একটি পরিস্হিতি হয়ে গিয়েছিল যে ঢাকা শহরের যতো গুন্ডা মাস্তান আছে সবাই সেই দিন বি এফ ডি সিতে এসেছিলো কেউ নায়ক সোহেল রানার পক্ষে হয়ে আবার কেউ বা নায়ক জসিম এর পক্ষে হয়ে।

পুরো বি এফ ডি সিতে শুরু হলো মহা তুলকালাম কান্ড। দুই গ্রুপের মহড়া দেখে বি এফ ডি সি ত্যাগ করা শুরু করলো সাধারন নায়ক নায়িকা এবং সহ শিল্পীরা।

নায়ক রুবেল তখন ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের ছাত্র ছিলো,সে তার ভাই সোহেল রানার পক্ষে প্রায় ৩০০ জনের মতো বন্ধুদের ডেকে এনেছিলো তার ক্যাম্পাস থেকে।

তখন এমন পরিস্হিতিতে সিনিয়র পরিচালক এবং সিনিয়র শিল্পীরা আলোচনায় বসেন এবং সমাধান বের করলেন,

বহিরাগত সবাইকে তারা বলেন যে এটা আমাদের বি এফ ডি সি পরিবারের ব্যাপার এটা আমরা আমরাই সমাধান করবো।

তারপর দুই হিরো সোহেল রানা এবং জসিম কে ডেকে এনে বিষয়টি জানিয়ে দেন এবং রিকোয়েস্ট করে বলেন আপনারা আপনাদের লোকদের বি এফ ডি সি ত্যাগ করতে বলুন।

বিষয়টি আমরা এক জায়গায় বসে সমাধান করবো
দুই পক্ষের মোটামুটি প্রায় ৪-৫ হাজার লোক সেই দিন বি এফ ডি সি তে এসেছিল। যাই হোক কোন প্রকার সংঘর্ষ ছাড়াই বিষয়টি নিষ্পত্তি হয়েছিল।

#বাংলা_সিনেমা

জোড়া অ্যাওয়ার্ড জিতে নিলেন মেগাস্টার শাকিব খান।শাকিব খান এমন একজন মহা তারকা, যে তাকে জোড়া  অ্যাওয়ার্ডস দেয় অথচ উনি কোনো ...
04/09/2025

জোড়া অ্যাওয়ার্ড জিতে নিলেন মেগাস্টার শাকিব খান।
শাকিব খান এমন একজন মহা তারকা, যে তাকে জোড়া অ্যাওয়ার্ডস দেয় অথচ উনি কোনো খোঁজ রাখে না,অন্যরা যেখানে
অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অর্গানাইজারদের পিছনে পিছনে দৌড়ায়।

বিশেষ করে নাটক থেকে আসা অভিনেতারা অ্যাওয়ার্ড পেলে ফেসবুকে এমন ভাবে পোস্ট করে মনে হয় অস্কার পেয়েছে....!

শাকিব খান মনে করেন মানুষের ভালবাসা তার সব থেকে বড় পুরস্কার ❤️🤍

#শাকিব_খান

ঢাকা শহরের অলি থেকে গলি যার নামে চলে। যার এক ইশারায় মন্ত্রী মিনিস্টারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যার নাম শুনে গুলিস্...
03/09/2025

ঢাকা শহরের অলি থেকে গলি যার নামে চলে। যার এক ইশারায় মন্ত্রী মিনিস্টারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যার নাম শুনে গুলিস্তান থেকে গুলশান সবাই ভয়ে কাপে সে আর কেউ নয় ঢাকার অন্ধকার জগতের প্রিন্স....☠️

প্রিন্স কিন্তু রেডি আপনি রেডি তো.......?

#শাকিব_খান

প্রিয় শাকিবিয়ানরা পারলে বলতো মেগাস্টার শাকিব খানের কোন সিনেমার ছবি এটি....?  আমি জানি এই প্রশ্নের উত্তর একমাত্র শাকিব খ...
02/09/2025

প্রিয় শাকিবিয়ানরা পারলে বলতো মেগাস্টার শাকিব খানের কোন সিনেমার ছবি এটি....?
আমি জানি এই প্রশ্নের উত্তর একমাত্র শাকিব খানের অরজিনাল ভক্ত রাই দিতে পারবে

প্রথম সঠিক উত্তরদাতা কে একটি উপহার দেওয়া হবে!

#শাকিব_খান

বাংলার মেগাস্টার শাকিব খান প্রচন্ড গরমে যখন শুটিং করেন তখন সে তার নিজের প্রতিটা শট পারফেক্ট হয়েছে কিনা সেটা নিজে দেখে চ...
01/09/2025

বাংলার মেগাস্টার শাকিব খান প্রচন্ড গরমে যখন শুটিং করেন তখন সে তার নিজের প্রতিটা শট পারফেক্ট হয়েছে কিনা সেটা নিজে দেখে চেক করে নেন। যদি কোন ত্রুটি থাকে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট শট না হয় ঠিক ততক্ষণ পর্যন্তই শট দিতে থাকেন শাকিব খান। বাহিরের প্রচণ্ড গরম এবং শুটিং স্পটের স্পট লাইটের উত্তাপে যতই অতিষ্ঠ হয়ে যাক না কেন তারপরও শুটিং করবেন শাকিব শাকিব খান। তান্ডব সিনেমার শুটিং চলাকালীন সময়ে তোলা হয় এই ছবিটি

#শাকিব_খান

Address

Jalkuri Taltola
Narayanganj
1420

Alerts

Be the first to know and let us send you an email when Shohag Emtiaz Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohag Emtiaz Official:

Share