29/07/2025
আমি নারী সৃষ্টির সূচনা,
শেষেরও ঊর্ধ্বে..!
তুমি পুরুষ শক্তির প্রতীক,
আর আমি সেই শক্তির জন্মদাত্রী..!
তুমি যদি হও দিগন্ত,
আমি সেই দিগন্ত ছোঁয়ায় তৃষ্ণা..!
তুমি যদি হও রাজা,
আমি সেই সিংহাসনের অভিভাবকী..!
তুমি যুদ্ধের নায়ক হলে,
আমি যুদ্ধের কারনও হতে পারি..!
তুমি যদি Gamer হও তাহলে আমি Game Creator..!
আমি নারী সৃষ্টি, ধ্বংস, রহস্য, প্রেম,প্রতিশোধ সব আমার ভেতরে-ই বাস করে।
আমি নারী আমার মৌনতা থেকেও বিদ্রোহ জন্মায়...
আমি নারী,আমি নিজেই এক অমীমাংসিত
অধ্যায়...।🙂
কথা গুলো মারাত্মক ভয়ংকর সুন্দর। যা হৃদয়ের অন্তস্থল পর্যন্ত স্পর্শ করে গেছে।🙂