Stay With Foyjonnesa Eti

Stay With Foyjonnesa Eti The distance between dreams and reality is called action.

29/07/2025

আমি নারী সৃষ্টির সূচনা,
শেষেরও ঊর্ধ্বে..!
তুমি পুরুষ শক্তির প্রতীক,
আর আমি সেই শক্তির জন্মদাত্রী..!
তুমি যদি হও দিগন্ত,
আমি সেই দিগন্ত ছোঁয়ায় তৃষ্ণা..!
তুমি যদি হও রাজা,
আমি সেই সিংহাসনের অভিভাবকী..!
তুমি যুদ্ধের নায়ক হলে,
আমি যুদ্ধের কারনও হতে পারি..!
তুমি যদি Gamer হও তাহলে আমি Game Creator..!
আমি নারী সৃষ্টি, ধ্বংস, রহস্য, প্রেম,প্রতিশোধ সব আমার ভেতরে-ই বাস করে।
আমি নারী আমার মৌনতা থেকেও বিদ্রোহ জন্মায়...
আমি নারী,আমি নিজেই এক অমীমাংসিত
অধ্যায়...।🙂

কথা গুলো মারাত্মক ভয়ংকর সুন্দর। যা হৃদয়ের অন্তস্থল পর্যন্ত স্পর্শ করে গেছে।🙂

🖤🦋🍁
03/11/2024

🖤🦋🍁

03/11/2024

👉🏻You Don't always have to tell your side of the story.
Time Will✌🏻💯

🖤🦋🖤🦋
03/11/2024

🖤🦋🖤🦋

30/10/2024

Look back and thank God.
Look forward and Trust God.❤️

27/10/2024

যখন তোমার খারাপ সময় চলবে তখন দেখবে চামচিকি ও এসে লাথি মারবে।😔

27/10/2024

নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন। তবুও অন্যের পা ধরে চলার চেষ্টা করবেন না।

27/10/2024

এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় স্বার্থপর আর দুটো নেই।

23/10/2024

মানুষের সময় সর্বদা একরকম থাকে না।
সময় পরিবর্তনশীল, খারাপ সময়ের পরে অবশ্যই ভালো সময় আসবে।
শুধু একটু ধর্য্য ধরে অপেক্ষা করতে হবে এবং আল্লাহ তাআ'লা এর উপর বিশ্বাস রাখতে হবে।🤲❤️

18/12/2023

অপু বিশ্বাস এবং বুবলির ঝামেলার কারণে ফেসবুকে যেতেই পারছি না। যে দিকেই যাই না কেনো শুধু অপু আর বুবলি, অপু আর বুবলি।
এদের কারণে ফেসবুকটাও শান্তিতে চালাইতে পারি না। কবে যে এই ঝামেলা শেষ হবে একমাত্র আল্লাহ তাআ'লা ই ভালো জানেন।
এখন তো আবার এই ঝামেলার মধ্যে নতুন নাম যোগ হয়েছে। সেটা হলো মুন্নী এবং তাপস।🙄😩

01/01/2023

❤️ইনশাআল্লাহ্ নতুন বছরটা সকলের জন্য কল্যাণকর হবে🤲🤲

01/01/2023

"Happy New Year Everyone"

Address

Rupganj
Narayanganj
1464

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay With Foyjonnesa Eti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share