Traveller fun Hridoy

Traveller fun Hridoy fun

♥️🩵
15/08/2025

♥️🩵

15/08/2025
📣 সাপ্তাহিক সরকারি ছুটি  উপলক্ষে আমরা যাচ্ছি আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একদিনের ...
13/07/2025

📣 সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে আমরা যাচ্ছি আগামী ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে একদিনের ভ্রমণে,এ যাত্রায় আপনি আপনার পরিবার পরিজন অথবা নিজের প্রিয় মানুষটি নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন,

📣যাত্রা তারিখ : ১৭ জুলাই বৃহস্পতিবার , ঢাকা থেকে
ফেরার তারিখ : ১৮ জুলাই টাঙ্গুয়ার হাওর থেকে

ইভেন্ট ফি মাত্র ১৬০০/-

📣প্যাকেজের অন্তর্ভুক্ত
আপডাউন বাস ভাড়া,
আপডাউন টলার ভাড়া,
দু'বেলা মানসম্মত খাবার

❌যা যা থাকছে না
ব্যক্তিগত কেনাকাটা
প্যাকেজে উল্লেখ নাই এমন কোন খরচ
লোকাল ট্রান্সপোর্ট খরচ

খাবার মেনু,
সকাল: ডিম ভুনা খিচুড়ি,
দুপুর : মুরগির মাংস ভাত ডাল ভর্তা,

📣 এই ভ্রমণে আমরা যা যা দেখবো,
টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার
জাদু কাঠা নদী,
নীলাদ্রি লেক
শিমুল বাগান,
বারাক্কা টিলা,
টেকেরঘাট,
লাকমা ছাড়া

📣ট্যুর প্ল্যান : বৃহস্পতিবার রাত ১০:০০ ঢাকা থেকে রওনা দিব
শুক্রবার সকালে কলমাকান্দা পৌঁছে বোটে করে হাওরের যাত্রা শুরু করবো সকালের নাস্তা বোটেই সেরে ফেলবো দুপুর ১২:০০ টায় টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার পৌঁছে লাফালাফি ধাপাদাপি করে গোসল করে , ফ্রেশ হয়ে দুপুরে খাবার, তারপর যার যার নিজ খরচে বারাক্কাটিলা শিমুল বাগান লাকমা ছাড়া এই স্পট গুলো ঘুরে আসতে পারেন,
বিকেল ৫ টায় আমাদের বোট টেকেরঘাট থেকে ছেড়ে যাবে,
এবং রাত দশটায় কলমাকান্দা থেকে আমাদের রিজার্ভকৃত বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব শনিবার ইনশাল্লাহ ঢাকায় থাকবো

🔖বিশেষ দ্রষ্টব্য : আমাদের এই যাত্রাপথ সায়দাবাদ-মালিবাগ-রামপুরা-নতুন বাজার- কুড়িল -খিলক্ষেত- এয়ারপোর্টে - উত্তরা - টংগী- গাজীপুর চৌরাস্তা - মাওনা- ভালুকা - ময়মনসিংহ - নেত্রকোনা- মোহনগঞ্জ - ধর্মপাশা-বাদশাগঞ্জ ঘাট পর্যন্ত, সুতরাং যাদের লোকেশন এই সকল স্থানে, হাইওয়ে রোড থেকেই উঠতে পারবেন ,

📣আমাদের অফিস ঠিকানা
সায়দাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ১১৮ নম্বর শপ

📣বুকিং পলিসি :
মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় :
বুকিং মানি জনপ্রতি ৫০০/- অফিসে এসে বুকিং করতে হবে
যদি অফিসে এসে বুকিং করতে না পারেন তাহলে বিকাশ অথবা নগদের মাধ্যমে বুকিং করতে পারেন সেক্ষেত্রে বিকাশ অথবা নগদের খরচ সহ পাঠাতে হবে,

বিকাশ নগদ পার্সোনাল : 0186-33-64989 (ফাউন্ডার এডমিন নয়া বন্ধন ট্যুর বিডি )

কন্টাক্ট নাম্বার : : 0186-33-64989 (ফাউন্ডার এডমিন নয়া বন্ধন ট্যুর বিডি ) মোহাম্মদ মাসুদ হাসান

সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে চলুন পরিবার-পরিজন ও প্রিয় মানুষ ও বন্ধুবান্ধব নিয়ে "নয়া বন্ধন ট্যুর বিডি" এর সাথে সীতাকু...
13/07/2025

সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে চলুন পরিবার-পরিজন ও প্রিয় মানুষ ও বন্ধুবান্ধব নিয়ে "নয়া বন্ধন ট্যুর বিডি" এর সাথে
সীতাকুণ্ড
ইভেন্ট তারিখ ১৭জুলাই বৃহস্পতিবার রাতে রওনা
ফেরার তারিখ:- ১৮জুলাই শুক্রবার রাতে সীতাকুণ্ড থেকে

জন প্রতি মাত্র ১০৯৯/- টাকা

এক ঢিলে তিন পাখি ( পাহাড় সমুদ্র ঝর্ণা)

#যা_যা_দেখবোঃ 🌍🌍
> চন্দ্রনাথ মন্দির।
> চন্দ্রনাথ পাহাড়।
> রুপসী ঝর্ণা
> গুলিয়াখালি সমুদ্র সৈকত।

#প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
> ঢাকা - সীতাকুন্ড - ঢাকা চেয়ারকোচ বাস।
> সকালের নাস্তা ও দুপুরের খাবার।
> অভিজ্ঞ হোস্ট।
> অভ্যন্তরীণ সিএনজি বা লেগুনা খরচ।
> ঝর্নার এন্টি ফি।
> লোকাল গাইড খরচ ও সার্ভিস চার্জ।

যা_সাথে_নেওয়া_উচিতঃ
★যেহেতু এটা ট্র‍্যাকিং ইভেন্ট, তাই সাথে এংলেট এবং ১ জোরা মুজা সাথে নিবেন
★ট্র্যাকিং/হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।

#খাবারে_যা_যা_থাকবে
#সকালের_নাস্তা : পরোটা(২টা), ডাল/ভাজি,

#দুপুরের_খাবার : ভাত, মুরগী, সবজি, ডাল, সালাদ।

ছেলে, মেয়ে, কাপল, ফেমিলি সহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুর।
___________________🌍🌎___________________

*** বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।

#বুকিং_প্রসিডিউরঃ
বুকিংয়ের উপর ভিত্তিকরে সিট প্লানিং করা হবে। যে আগে বুকিং দিবে তার সিট সামনে হবে।

➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
📲01863364989 ( মাকসুদ হাসান )

সরাসরি আমাদের অফিসে এসেও বুকিং দিতে পারেন।

অফিস:- সায়দাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ১১৮ নাম্বার শপ

বুকিং মানি: ৫০০/- টাকা
মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে খরচ বাবদ অতিরিক্ত ১০/- টাকা সহ ৫১০/- টাকা পাঠাতে হবে। ( মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )

🏷️বিকাশঃ ( personal)
01863364989
🏷️নগদ পার্সোনাল
01863364989

⛔ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।

(বিঃ দ্রঃ যেকোনো পরিস্থিতিতে পরিবেশ ও সময়োপযোগী সিদ্ধান্ত নয়া বন্ধন ট্যুর কর্তৃপক্ষ কর্তৃক সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে)

📢 সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে চলুন পরিবার,পরিজন বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষকে নিয়ে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সব...
13/07/2025

📢 সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে চলুন পরিবার,পরিজন বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষকে নিয়ে,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার,
"নয়া বন্ধন ট্যুর বিডি"র সাথে,,

🥁 বৃহস্পতিবার রাতে রওনা(এই ইভেন্ট টি আমাদের প্রতি বৃহস্পতিবার রাতে থাকছে, তাই যেকোনো সপ্তাহের বুকিং করতে পারেন,)

🎏 মাত্র ১৪৯৯/- টাকায়,

♻️ ইভেন্টর যা যা থাকবে
👉 ঢাকা টু কক্সবাজার আপডাউন বাস ভাড়া,
👉 ২ বেলা মানসম্মত খাবার,

♻️ যা যা দেখবো,
👉 কলাতলী সী বিচ,
👉 শৈবাল বীচ
👉 সুগন্ধা সী বিচ,
👉 লাবনী সী বিচ,
👉 হিমছড়ি পাহাড় ঝর্ণা,
👉 কাকড়া বিচ

♻️ যা যা থাকছে না
❌ হাইওয়ে যাত্রা বিরতিতে খাবার খরচ,
❌ ব্যক্তিগত খরচ,
❌ হিমছড়ি ও কাকড়া বিচ যাতায়াত খরচ,(১০০৳)

ফুড মেন্যুঃ

★সকালের নাস্তাঃ পরটা, ডাল/সবজি,ডিম অথবা ডিম খিচুড়ি।

★দুপুরের খাবারঃ ভাত, সবজি,ভর্তা, ডাল, মুরগীর মাংস অথবা মোরগ পোলাও।

#যা_যা_সাথে_নিতে_হবে ---
১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা৷
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।

ভ্রমণ বিস্তারিতঃ

★ ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু সায়দাবাদ থেকে।

★ ১৮ জুলাই শুক্রবার কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো নিজ নিজ মতো ড্রেস চেঞ্জ করতে এরপর দুপুরের খাবার খেয়ে নিবো। "যার যার নিজ খরচে " নয়া বন্ধনের ফুল টিমের সাথে চলে যাবো হিমছড়ি ও কাকড়া বিচ " তারপর সেখানে ঘুরাঘুরি করে কাকড়া বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।

★১৯ জুন শনিবার খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো।

✅ ইভেন্ট ফিঃ
জনপ্রতি ১৫০০/- টাকা

❑বুকিং মানিঃ ৫০০ টাকা।

✅ আসন বুকিং করতে ৫০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ১০ বিকাশ খরচসহ ৫১০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে।

➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারেন -
আমাদের অফিস ঠিকানা
সায়দাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ১১৮ নম্বর শপ

Address

Narayanganj

Telephone

+8801409009728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Traveller fun Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share