13/07/2025
📢 সাপ্তাহিক সরকারি ছুটি উপলক্ষে চলুন পরিবার,পরিজন বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষকে নিয়ে,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার,
"নয়া বন্ধন ট্যুর বিডি"র সাথে,,
🥁 বৃহস্পতিবার রাতে রওনা(এই ইভেন্ট টি আমাদের প্রতি বৃহস্পতিবার রাতে থাকছে, তাই যেকোনো সপ্তাহের বুকিং করতে পারেন,)
🎏 মাত্র ১৪৯৯/- টাকায়,
♻️ ইভেন্টর যা যা থাকবে
👉 ঢাকা টু কক্সবাজার আপডাউন বাস ভাড়া,
👉 ২ বেলা মানসম্মত খাবার,
♻️ যা যা দেখবো,
👉 কলাতলী সী বিচ,
👉 শৈবাল বীচ
👉 সুগন্ধা সী বিচ,
👉 লাবনী সী বিচ,
👉 হিমছড়ি পাহাড় ঝর্ণা,
👉 কাকড়া বিচ
♻️ যা যা থাকছে না
❌ হাইওয়ে যাত্রা বিরতিতে খাবার খরচ,
❌ ব্যক্তিগত খরচ,
❌ হিমছড়ি ও কাকড়া বিচ যাতায়াত খরচ,(১০০৳)
ফুড মেন্যুঃ
★সকালের নাস্তাঃ পরটা, ডাল/সবজি,ডিম অথবা ডিম খিচুড়ি।
★দুপুরের খাবারঃ ভাত, সবজি,ভর্তা, ডাল, মুরগীর মাংস অথবা মোরগ পোলাও।
#যা_যা_সাথে_নিতে_হবে ---
১ . পানিতে ভিজানো যায় এমন স্যান্ডেল বা জুতা
২ . সানগ্লাস, হ্যাট
৩ .পানির বোতল
৪ .গামছা৷
৫. হালকা ব্যাগ
৬. প্রয়োজনীয় ওষুধ
৭. ক্যামেরা (আপন মনে অন্যের ছবি তোলার জন্য )
৮.পাওয়ার ব্যাংক।
ভ্রমণ বিস্তারিতঃ
★ ১৭ জুলাই বৃহস্পতিবার রাতে বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে যাত্রা শুরু সায়দাবাদ থেকে।
★ ১৮ জুলাই শুক্রবার কক্সবাজার নেমে যত দ্রুত সম্ভব নাস্তা করে চলে যাবো সমুদ্রের জলরাশিতে নিজেকে ভিজাতে, সকালে সমুদ্রে গোসল করে লাফালাফি করে ফটোসেশন করে সেখান থেকে চলে যাবো নিজ নিজ মতো ড্রেস চেঞ্জ করতে এরপর দুপুরের খাবার খেয়ে নিবো। "যার যার নিজ খরচে " নয়া বন্ধনের ফুল টিমের সাথে চলে যাবো হিমছড়ি ও কাকড়া বিচ " তারপর সেখানে ঘুরাঘুরি করে কাকড়া বিচে সূর্য ডোবা দেখে আবার চলে আসবো কলাতলী তারপর যে যার মতো ঘুরাঘুরি করে কেনাকাটা করে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
★১৯ জুন শনিবার খুব সকালে আমরা সবাই ঢাকা থাকবো।
✅ ইভেন্ট ফিঃ
জনপ্রতি ১৫০০/- টাকা
❑বুকিং মানিঃ ৫০০ টাকা।
✅ আসন বুকিং করতে ৫০০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ১০ বিকাশ খরচসহ ৫১০ টাকা।বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে।
➡️ আমাদের অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারেন -
আমাদের অফিস ঠিকানা
সায়দাবাদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ১১৮ নম্বর শপ