21/07/2025
প্রতিদিন সকালে বাচ্চাদের অনেক আশা নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু শান্তির নিঃশ্বাস নেই আমরা মায়েরা । মনে হয় যেন চোখের আড়ালে থাকলেও গেছে তো স্কুলে সবচেয়ে নিরাপদ জায়গাতেই আছে, লেখাপড়া করছে নতুন কত কিছু শিখছে । আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ বার্ন ইউনিটে কাতরাচ্ছে। আগুনে পোড়ার কী তীব্র যন্ত্রণা সেটা একমাত্র ভুক্তভোগীরাই বোঝে। কতগুলো বাবা মায়ের স্বপ্ন এক মুহূর্তে সব শেষ। এমন একটা হৃদয়বিদারক ঘটনা মেনে নেওয়া যায় না। । এই মরার দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার দিন শেষ হবে কবে?