Mt Islamic Tv

Mt Islamic Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mt Islamic Tv, TV Channel, Narajanganj.

"If anyone calls to guidance, he will have equal reward for all who follow him, but there will be no shortage of reward for those who follow him." [Sahih Muslim: 28]

29/08/2023

পরকীয়া" আর "অশ্লীলতার,যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুই নেই,
সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভাবি!

আল্লামা মুফতি মুস্তাকুন্নবি কাসেমি

26/08/2023

আপনার স্ত্রী আপনাকে যদি বলে যে সে তিন দিনের জন্যে বাপের বাড়ি যেতে চায় অথবা সব ছেড়েছুড়ে কয়েকদিনের জন্য একা কোথাও চলে যেতে চায় তবে―

🔘রাজি হয়ে "ঠিক আছে" বলবেন না। কারণ সে ভাববে আপনি তাকে দূর করার চেষ্টা করছেন।
🔘দ্বিমত করে "না যেতে দেব না" বলবেন না। কারণ সে ভাববে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, সংসারের কাজকর্ম থেকে একটুও পরিত্রান দিচ্ছেন না।
🔘আর চুপ করে থাকা থেকেও সাবধান! কারণ সে এটাকে আপনার তার প্রতি ভালোবাসা আর আগ্রহের অভাব মনে করবে।
🔘"যা ইচ্ছে করো" বলা থেকে আরও সাবধান! কারণ এটাকে সে তার প্রতি উদাসীনতা মনে করবে, যে তার থাকা না থাকাতে আপনার কিছুই আসে যায় না!

অতএব, কিছু করা থেকে সতর্ক থাকুন। সতর্ক থাকুন কিছু না করা থেকেও!

[সংগ্রহীত - الأدبُ العالمِي]

▪️আমার প্রিয়তমাও তিন কন্যা এবং সংসারের সব জিম্মাদারি কয়েকদিন আমাকে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন! কথাটা শুনেইতো আমার বুক ধড়ফড় করছে! এখন উপরের ভাষ্যানুযায়ী আমার কি বলা উচিৎ অভিজ্ঞদের মতামত আশা করছি!

24/08/2023

আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা'আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।

[ড. বিলাল ফিলিপ্স]

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দিরহাম (এক টা...
11/04/2023

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)
আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আমিন।

হাজার হাজার ব্যবসায়ীদের স্বপ্ন নিমিশে মাটিতে মিশে গেল.!আল্লাহ তুমি  ক্ষতিগ্রস্ত সকল ব্যাবসায়ীদের ধৈর্য ধরার তাওফিক দিও…...
05/04/2023

হাজার হাজার ব্যবসায়ীদের স্বপ্ন নিমিশে মাটিতে মিশে গেল.!

আল্লাহ তুমি ক্ষতিগ্রস্ত সকল ব্যাবসায়ীদের ধৈর্য ধরার তাওফিক দিও…!

[বঙ্গবাজার, ঢাকা]

19/10/2022

শুধু পেয়ে নয় কিছু হারিয়েও 'আলহামদুলিল্লাহ' বলা উচিৎ কারণ আল্লাহর সব ফয়সালা আমার জীবনের জন্য উত্তম ফয়সালা!

MTHG Islamic Tv

হসপিটালের বেডে পড়ে থাকা নিথর দেহটি পাকিস্তানের সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতির। তিনি একজন বিলিয়নার ছিলেন ...
19/10/2022

হসপিটালের বেডে পড়ে থাকা নিথর দেহটি পাকিস্তানের সোহরাব সাইকেলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতির। তিনি একজন বিলিয়নার ছিলেন মৃত্যুর আগের চার দিন তিনি হসপিটালের বেডে শুয়ে ডাক্তারদের কাছে তার বাচ্চাদের দেখার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছিলেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে এটা বলার সাহস পাননি যে, তারা তার পরিবারকে তার শেষ ইচ্ছা সম্পর্কে বহুবার অবহিত করেছেন। তবে তাদের কারও কাছেই বাবাকে শেষ বারের মতো দেখার সময় নেই।
অবশেষে, তিনি 'উত্তরাধিকার সূত্রে বিলিয়নার' সন্তানদের সাথে দেখা না করেই চলে গেছেন। এটাই বাস্তবতা। এটাই আমাদের শেষ পরিণতি হে প্রিয় ভাইয়েরা।
এই পোস্টটা দেখার পর চিন্তায় পড়ে গেলাম!! কিসের পিছে দৌড়াচ্ছি এর শেষ কোথায়!! আল্টিমেট রেজাল্ট কিন্তু 0!! তারপরও দৌড়াতে হচ্ছে জীবনের প্রয়োজনে!!অতএব সন্তানের জন্য বেশি টাকা-পয়সা না রেখে সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা একজন বাবার দায়িত্ব! আর বাবা যদি সন্তানকে ডিজিটাল বানায় সেক্ষেত্রে বার্ধক্যের পরে বাবার স্থান হবে বৃদ্ধাশ্রমে!!

Today Best photo 🕋
14/10/2022

Today Best photo 🕋

হতাশ হওয়ার কিছু নেই! আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা দেরিতে হলেও আসবে!
14/10/2022

হতাশ হওয়ার কিছু নেই! আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা দেরিতে হলেও আসবে!

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Mt Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mt Islamic Tv:

Share

Category