
11/06/2025
সোনারগাঁয়ের সানাউল্লাহ: জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার মূলহোতা!
সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১০ জুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের বাসিন্দা সানাউল্লাহ (৩৫) একাধিক মামলার আসামি হিসেবে এলাকায় পরিচিত একটি আতঙ্কের নাম। জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। সর্বশেষ, গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় তার নেতৃত্বে সংঘটিত ভয়াবহ হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য ফাহমিদ তুহিন সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সানাউল্লাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিতভাবে আব্দুল কাদেরের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছিলেন শাকিল, মোশারফ হোসেন, আলী নুর, জয়নাল, খোরশেদ আলম, আল-আমিন ও তোফাজ্জেল হোসেনসহ আরও কয়েকজন।
হামলার সময় তাদের হাতে ছিল রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপ। তারা গালিগালাজ, ভাঙচুর ও শারীরিক নির্যাতনের মাধ্যমে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। এতে বাড়ির অন্তত ছয়জন সদস্য গুরুতর আহত হন, যাদের মধ্যে রয়েছে তুহিন, তার ভাই জুয়েল, বোনজামাই নুরুল হক, আত্মীয় গাজী সেলিম, সৈকত মোল্লা, মা মোসাঃ খুকি বেগম এবং ভাবি শারমিন বেগম।
অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা শুধু মারধরেই থেমে থাকেনি; তুহিনের মায়ের গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারীদের শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধও সংঘটিত হয়। এসব ঘটনার নেতৃত্বে ছিলেন সানাউল্লাহ নিজে।
সানাউল্লাহর বিরুদ্ধে আগের অভিযোগপত্র ও মামলার ইতিহাস
স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউল্লাহ এর আগেও চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একাধিকবার মামলার আসামি হয়েছেন। কিন্তু রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তিনি প্রতিবারই আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যান।
মামরকপুর গ্রামের বহু পরিবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও বিচার পায়নি বলে দাবি করেন স্থানীয়রা। একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সানাউল্লাহ এলাকায় সিন্ডিকেট তৈরি করে যার জমি পছন্দ হয়, তা জোর করে দখলে নেয়। কেউ প্রতিবাদ করলে তাকে ভয় দেখায়, হামলা করে।”
স্থানীয় প্রশাসনের নিরবতা ও জনমনে ক্ষোভ
সানাউল্লাহর বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। হামলার শিকার পরিবার বলছে, “আমরা থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু গ্রেফতার হয়নি কেউ। আমরা চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
সোনারগাঁ থানার একজন কর্মকর্তার ভাষ্যমতে, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রমাণ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”