13/02/2024
ঝগড়া হলে আমার স্ত্রী অন্য ছেলের সাথে প্রেম করে।বিষয়টা বুঝতে পারি বিয়ের একসপ্তাহ পর।
সেদিন সকালে স্ত্রী স্নান করার পর আয়নার সামনে দাড়িয়ে রংঢং করে আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো।যেমন ইচ্ছে করেই আঁচল ফেলে দেওয়া,সেই আঁচল মেঝে থেকে তুলতে গিয়ে আমার দিকে নেশালো দৃষ্টি নিক্ষেপ করা,এসব আমি বুঝতে পেরেও না বোঝার ভান করে ছিলাম।
সমস্যাটা হলো এই যায়গাতেই।স্ত্রী আমার উপর সেইরকম ক্ষেপে গেলো।ঠিক মতো কথা বলে না,কাছে আসতে চাইলে ফোরন কে'টে অন্যদিক চলে যায়।
অফিসে গিয়ে ভাবলাম একবার কল করে সরি বলবো।কল করতে গিয়ে দেখি নাম্বার ব্লক! সোসাল মিডিয়ার সব যায়গা থেকেই আমি ব্লকড!
নতুন আইডি খুললাম,আইডির নাম দিলাম " রাগ করেনা সোনা বউ "।
স্ত্রী রিকুয়েস্ট এক্সেপ্ট করলো।ধুমছে সুরের কথাবার্তা চলতে লাগলো।এদিকে আমার বু" কের অর্ধেকটা খসে পড়ে যাচ্ছে।রাতের ঘুম হারাম হয়ে গেলো।সামান্য আদর করিনি জন্য ফেসবুকে যার তার সাথে সে প্রেমালাপ শুরু করে দিবে!
দীর্ঘ দুইদিন পর দুইটা আইসক্রিম,একটা লাইটিং বেলুন,আর এক প্যাকেট হাওয়াই মিঠাই দিয়ে স্ত্রীর রাগ ভাঙ্গালাম।অবিশ্বাস্য ঘটনা ঘটলো তখন।স্ত্রী আমার ফেক আইডিতে মেসেজে লিখলো
" এতোদিন গাধা স্বামীটা আমার রাগ ভাঙ্গায়নি জন্য আপনার সাথে কথা বলছি।এখন আমার রাগ শেষ।সো গুড বাই "
এটা লিখে ব্লক করে দিছে।এমন ঘটনায় আমি হতভম্ব।এ কেমন মেয়ে! স্বামীর সাথে রাগ করে থাকলে অন্য কারো সাথে কথা বলে সেই রাগ প্রশমন করে!
কিছুদিন বাদে আমার কলিগ রুপম বড্ড মিল দিতে শুরু করলো।বারবার আমার স্ত্রীর সম্পর্কে জিগ্যেস করে।মনে খটকা বাড়তে লাগলো।স্ত্রী আবার আমার উপর রাগ করে কলিগের সাথে কথা বলতেছে নাকি!
অফিসের কাজ শেষে বাড়ি ফিরে গভীর ভাবে চিন্তা করতে লাগলাম যে স্ত্রীর সাথে লাস্ট কবে কথাকাটি হয়েছে কিংবা ও আমার উপর রেগে আছে কিনা।
অনেক ভেবে মনে পড়লো, তিনদিন আগের রাতে ও আমার হাতে মাথা রেখে ঘুমাচ্ছিলো।হাত ঝিমঝিম শুরু হয়েছিলো জন্য ওকে বালিশে মাথা রাখতে বলেছিলাম।অভিমানের সূত্রপাত বোধহয় এখান থেকেই শুরু!
সেই রাতেই রাস্তায় দীর্ঘক্ষন খুঁজে ঝালমুড়ি,ফুসকা,আচার আর লাল রঙ্গের লিপস্টিক কিনে দিয়ে স্ত্রীর অভিমান ভাঙ্গালাম।
রাগ ভাঙ্গিয়ে শুয়ে ঘুমের ভান করে চোখ বন্ধ করে রইলাম।স্ত্রী আমার বু'কে মাথা রেখে আচার খাচ্ছে।খাওয়া শেষে মেসেঞ্জারে ঢুকে সেই কলিগকে ব্লক করে দিলো।
ওর কর্মকান্ড দেখে হাসিও পাচ্ছে রাগও হচ্ছে।আমার সাথে অভিমান হলে অন্য ছেলের সাথে কথা বলে,অভিমান ভাঙ্গালেই তাকে ব্লক! মেয়েটা নিতান্তই বাচ্চা।তবে রাগ হলেও উপায় নেই।১৫ বয়সী মেয়েকে বিয়ে করেছি।পাগলামি তো সহ্য করতেই হবে!
তবে চালাক আমিও কম না।একজনের থেকে ২৫০ টাকা দিয়ে ১০০ টা আইডি কিনে নিলাম।সবগুলো আইডি দিয়েই স্ত্রীকে রিকুয়েষ্ট পাঠিয়ে রাখলাম।
এখন অভিমান হলে ও আমার যেকোনো একটা ফেক আইডির রিকুয়েষ্ট এক্সেপ্ট করে।আমি কাজের ফাঁকে ওর সাথে ফেক আইডিতে কথা বলি।মজাই লাগে বিষয়টা।দুই তিনদিন পর চকলেট,ঝালমুড়ি, ফুল এসব দিয়ে রাগ ভাঙ্গাই।রাগ ভাঙ্গার সঙ্গে সঙ্গে ও ফেক আইডি ব্লক করে দেয়।
এই কয়দিনে ৫০ টা আইডি ও ব্লক করে দিয়েছে।আবার আইডি কিনতে হবে।ঘরের অভিমান ঘরের লোকের সাথেই মেটাচ্ছে মেয়েটা।অপেক্ষায় আছি কবে ও বড় হবে।
গল্প ুঝপোনা
লেখক জয়ন্ত_কুমার_জয়
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 👉👉 🖤🌺 আড্ডাতে আমরাই সেরা!🌺🖤