GrihoKotha-গৃহকথা

GrihoKotha-গৃহকথা Sound of home.

08/11/2023

এই দেশে একটা আজব নিয়ম আছে

বাচ্চা যা করবে তার সব দোষ তার মায়ের,মা শিখায় নাই

সেই বাচ্চা বড় হয়ে যেই না বিয়ে করে,হুট করে তার সব দোষ এর দায় হয় তার বউ এর। বউ কানপড়া দিছে,বউ শিখাইছে,বউ এর কথায় চলতেছে।আমাদের ছেলেকে আমরা এটা শিখাইনাই।আমার ছেলে কোনদিন এমন ছিলোনা।

তখন আবার হুট করে মা নির্দোষ হয়ে যায়

courtesy : ইসরাত মঞ্জুর প্রিমা

দারুণ না?
24/07/2023

দারুণ না?

22/07/2023

জামাইয়ের আইডিতে ঢুকে তার এক্স এর সাথে কথা বলতাম। কিছুদিন হলো রিলেশন শুরু করে দিছি। বু'ব'লি ক্যারেকটারের বেডি, তার বউ আছে জেনেও লু'*চ্চা'র মতো কথা বলে।

বলে কি আমি তোমাকে খুব মিস করি। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ আমি তোমার বউ এর থেকেও বেশি ভালোবাসবো।

তারপর বললাম যে আচ্ছা শোনো তুমি আমাকে ১০০ টাকা রিচার্জ করে দাও, আমার ফোনে টাকা নাই। ১০০ টাকা রিচার্জ করে নিলাম জামাই এর এক্স এর কাছ থেকে!

এদিকে জামাই বেচারা হাসতে হাসতে শেষ, বলছে ওরে ছ্যা'কা দিতে পারলে তোমাকে সাজেক ঘুরতে নিয়ে যাবো। সবাই আমাকে শুভ কামনা জানান।
©

ক্যাপশন দিন।
22/07/2023

ক্যাপশন দিন।

22/07/2023

তবু হায় ভুলে যাই বারে বারে,
দূরে এসে ঘর চাই বাঁধিবারে,
আপনার বাঁধা ঘরেতে কি পারে
ঘরের বাসনা মিটাতে।

Living room makeover Credit: Rekha Mishra
21/07/2023

Living room makeover

Credit: Rekha Mishra

19/07/2023

বল্টুকে এক কথায় প্রকাশ পড়াচ্ছে‌.😏😎

মাস্টার: বল দেখি বল্টু...যে গান গায় তাকে কি বলে?🙆

বল্টু :গীতিকার😶

মাস্টার: যে সুর বাঁধে তাকে কি বলে ?😵

বল্টু : সুরকার🙌

মাস্টার: আচ্ছা বলতো যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে ?

বল্টু : প্রাইভেট কার

(সংগৃহীত)

যেথায় মেলে শান্তি, সেটাকে আমি ঘর বলি। #গৃহকথা
19/07/2023

যেথায় মেলে শান্তি, সেটাকে আমি ঘর বলি।

#গৃহকথা


Sunflower based chair❤️❤️❤️ #গৃহকথা
19/07/2023

Sunflower based chair❤️❤️❤️

#গৃহকথা




19/07/2023

- আমার বউয়ের ডেলিভারির সময় আমি একটা নার্সের সাথে কথা বলছিলাম, সাধারণ জিনিসগুলা জানার জন্যে। যেহেতু একটাই বউ, প্রথম বাচ্চা
আমার অভিজ্ঞতা ছিলো শূন্য। স্বাভাবিকভাবেই জানতে চাইবো।
আমার বউকে OT থেকে বের করার পর জিজ্ঞাসা করলাম, "কেমন লাগছে এখন?" বউ তার উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো নার্সটার সাথে কি কি গল্প করছো? পছন্দ হইছে? আগামি ৪০ দিনের জন্যে ম্যানেজ করতেছো নাকি!
আমি ভাই সেইদিন বুঝছিলাম ভাই,, সত্যি কারের ভালোবাসার মানুষ তার নিজের মানুষকে অন্য কারো সাথে সহ্য করতে পারেনা। অপারেশনের পেইন ভুলে যেতে পারে তবে নিজের ভালোবাসা কে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার পেইন ভুলতে পারেনা।

(সংগৃহীত)

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার নিদর্শন গোবরের লাঠি।গ্রামবাংলার গৃহিণী দের রান্নার জ্বালানি হিসেবে গোবরের ঘুটি বা লাঠি বেশ জনপ...
16/07/2023

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার নিদর্শন গোবরের লাঠি।

গ্রামবাংলার গৃহিণী দের রান্নার জ্বালানি হিসেবে গোবরের ঘুটি বা লাঠি বেশ জনপ্রিয়।

জ্বালানি হিসেবে প্রথমে কাঠ খরপাত ইত্যাদিই ছিল প্রধান। কিন্তু কাঠের দাম বৃদ্ধি এবং গাছপালা হ্রাসের কারনে আস্তে আস্তে গোবরের দিকে ঝুকেছে অনেক গ্রাম বাসী।

গোবর হাতে মুঠি করে বা লাঠিতে আটকিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় এই গোবর জ্বালানি।
গোবর ঘুটি বানিয়ে গ্রামের গৃহিনীরা যেমন নিজেদের রান্নার জ্বালানি চাহিদা মেটাচ্ছে, তেমননি বাড়তি ঘুটি বিক্রি করে আয় করছে মাসে ৪-৬ হাজার টাকা।

তবে বর্তমান সময়ে এসে মানুষ অনেক টা সৌখিন হয়ে গিয়েছে। গ্রামে এখন শহরের ছোয়া লেগে গিয়েছে। এখন আর আগের মত গোবর দিয়ে রান্না করা হয় না তেমন। গ্রামে গ্রামে গ্যাস ঢুকে গিয়েছে। সবাই এখন আরাম প্রিয় তাই গ্যাস দিয়ে সেরে নেয় রান্না বান্না।
যার ফলে হারাতে বসেছে গ্রাম বাংলার আরেকটি নিদর্শন।

#গ্রাম
#গোবরঘুটি
#জ্বালানি
#গ্রামবাংলা
#ঐতিহ্য

Address

Narayanganj

Telephone

+8801626754631

Website

Alerts

Be the first to know and let us send you an email when GrihoKotha-গৃহকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GrihoKotha-গৃহকথা:

Share