Talent BD Bangla

  • Home
  • Talent BD Bangla

Talent BD Bangla Cultural Diffusion of Bangladesh

15/07/2025

দিন দুপুরে প্রকাশ্য চুরি.....

15/07/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ
মহাসমাবেশ

15/07/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ

03/07/2025
অদ্য ২২.০৬.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর লালবাগ থানায় অভিযা...
22/06/2025

অদ্য ২২.০৬.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর লালবাগ থানায় অভিযান চালানো হয়। অভিযানে জান্নাত জুয়েলারী, এম.কে জুয়েলারী, শান্তী জুয়েলারী, সানজিদা জুয়েলার্স, নিউ মমতা জুয়েলার্স ও অর্চনা জুয়েলারী ওয়ার্কসপ নতুন পল্টন লাইন, আজিমপুর, ঢাকা এর ডিজিটাল ওজন যন্ত্র যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন এবং তাদেরকে নির্দেশনা প্রদান করেন।

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে সুবহানা নওশীন, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।

হাফেজ আবু আব্দুল্লাহ সহ-সভাপতি, মুসলিম নগর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনআজ দুপুর ২টায় একজন বোনকে রক্ত দিয়ে ফেরার পথে মা...
19/06/2025

হাফেজ আবু আব্দুল্লাহ
সহ-সভাপতি, মুসলিম নগর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

আজ দুপুর ২টায় একজন বোনকে রক্ত দিয়ে ফেরার পথে মাথা চক্কর খেয়ে পড়ে যায়। সকল সদস্যদের প্রতি আবেদন সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে দেন।

দেশের সর্বত্র সুস্থ ধারার রাজনীতির প্রচলন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ - মুহাম্মাদ বেলাল হোসাইন অদ্য ১৪ জুন রোজ শনিবার ইস...
14/06/2025

দেশের সর্বত্র সুস্থ ধারার রাজনীতির প্রচলন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ - মুহাম্মাদ বেলাল হোসাইন

অদ্য ১৪ জুন রোজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের আওতাধীন ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী আব্দুর রহমান এবং সেক্রেটারি মুহাম্মাদ আতিকুর রহমান এর সঞ্চালনায় শাখা কার্যালয়ে ওয়ার্ড শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি মুহাম্মাদ বেলাল হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলামিন আল আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে দীর্ঘদিন যাবত ক্ষমতার কোন্দলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অসীম বিরোধিতা বিরাজমান। পরস্পরের লড়াইয়ে খুন,মারামারি এসব নিত্যকার ঘটনা। তাদের মধ্যে ব্যতিক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রচলিত দ্বন্দ্ব এবং সংকটের রাজনীতি এড়িয়ে শিষ্টাচারের রাজনীতির উদাহরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার তৈরি করে জাতিকে দেখিয়ে দিয়েছে। তাই দেশের সর্বত্র সুস্থ ধারার রাজনীতির প্রচলন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্য শেষে শপথ গ্রহণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

07/06/2025

শুয়ারেজ লাইন সহ রাস্তা নির্মাণ জন্য আর কত কাল অপেক্ষা করব।

যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন-পালন করেছেন, সেই গর্ভধারিণী মায়ের আশ্রয় হয়েছে মুরগী রাখার খোপে!বৃষ্টির পানিতে ...
01/06/2025

যে মা বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্তানদের লালন-পালন করেছেন, সেই গর্ভধারিণী মায়ের আশ্রয় হয়েছে মুরগী রাখার খোপে!

বৃষ্টির পানিতে ভিজে যাওয়া স্যাতস্যাতে পরিবেশে দীর্ঘ বছর যাবত বসবাস করছেন জনমদুঃখিনী মা। মুরগী রাখার এই খোপটিতে নেই কোনো কাঁথা, বালিশ, এমনকি হাওয়া-বাতাসও ঠিকঠাক চলতে পারে না। দেখা যায়, এমন একটি ঘরেই কোনোমতে খুটুমুটু করে বসে আছেন অসহায় মা, একটু পর পর খাবারের জন্য করছেন ডাকচিৎকার। কিন্তু কে শোনে তার চিৎকার?

স্থানীয়রা জানান, ঝড়-বাদল যাই হোক না কেন, সকাল হলেই বৃদ্ধা মাকে মুরগীর খোপে রেখে কাজে চলে যান সন্তান ও পুত্রবধূরা! এসময় তাদের থাকার ঘরটিও তালাবদ্ধ করে রেখে যান। নিরূপায় হয়ে খাবারের আশায় নড়বড়ে শরীর নিয়ে বাড়ি-ঘর ছুটে বেড়ান জনমদুঃখিনী মা।

সম্প্রতি আছাড় খেয়ে মাথা ফেটে যাওয়াসহ হাত ভেঙে গেছে বৃদ্ধা মা নুরজাহান বেগমের। সারাদিনের যন্ত্রণায় ছটফট করছেন তিনি। এছাড়াও একটু পানি খাওয়ার জন্য করছেন তীব্র আহাজারি। কিন্তু একাকী বাড়িতে তার করুণ আহাজারী শোনার যেন কেউ নেই। কারণ আদরের ছেলেরা ঘর তালাবদ্ধ করে রেখে সকাল বেলাই চলে যান এদিক-সেদিক, ফেরেন আবার সন্ধ্যায়!

সম্প্রতি বন্যার কারণে জোয়ারের পানিতে থই থই করছে নুরজাহানের থাকার খোপটির চারপাশ, এতে যেন তার মধ্যে কাজ করছে এক অজানা আতঙ্ক।

দুঃখজনক এই ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিন লাউকাঠী গ্রামে।

অবহেলিত বৃদ্ধা মায়ের দুই সন্তানের কাছে জানতে চাইলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি!

দশ মাস দশ দিনের তীব্র কষ্ট, প্রসব বেদনা, নিজে না খেয়েও সন্তানকে খাওয়ানো, ছোট থেকেই আদর যত্ন, সন্তানদের শখ-আহ্লাদ পূরণ করে বড় করা – এত ত্যাগ স্বীকার করেও মা নামক এই জান্নাতের টিকিট কি শেষ বয়সে এসেও একটু যত্নের ভাগিদার হতে পারেন না? অবশ্যই মানুষ হিসেবে আজীবন মায়ের প্রতি আদর, যত্ন ও ভালোবাসা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এজন্য প্রয়োজন আমাদের মানবিকতাবোধ, শিক্ষিত হওয়ার আগে প্রয়োজন মানুষ হওয়া। তবেই পৃথিবী হবে আরও সুন্দর।

Address

Dhaka

1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talent BD Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share