Apply Point

Apply Point Quality first

>>যারা কানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার বানিয়ে নিতে চাচ্ছেন অথবা জব ব্যাংকের ওয়ার্কপারমিট সার্কোলার গুলোতে কানাডিয়া...
08/03/2024

>>যারা কানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার বানিয়ে নিতে চাচ্ছেন অথবা জব ব্যাংকের ওয়ার্কপারমিট সার্কোলার গুলোতে কানাডিয়ান নিয়োগকর্তা বরাবর সরাসরি আবেদন করতে চান শুধু মাত্র তারাই মেসেজ করতে পারেন। দয়া করে ভিসা চেয়ে অথবা অফিসের ঠিকানা চেয়ে কেউ মেসেজ করবেন না, কেননা আমি কোন এজেন্সি বা দালাল নই আমার কোথাও কোন অফিস নেই। শুধু মাত্র রিজিউমি, কভার লেটার এবং প্রোফেশনাল ইমেইল লিখে দেই অথবা আপনি চাইলে জব ব্যাংকের সার্কোলার অনুযায়ী আবেদন করিয়ে দিতে পারি এতটুকুই আমার এখতিয়ারে আছে, এর আগে পরে কোন কাজ আমার সামর্থ্যে নেই।

🇨🇦 Alberta, British Colombia, Ontario, Saskachewan Province গুলোতে বিভিন্ন পেশায় প্রচুর সংখ্যক জব সার্কোলার রয়েছে। এক নজরে দেখে নিতে পারেন আপনার সাথে ম্যাচ করে এমন কাজ কোনটি...

১. কিচেন হেলপার
২. ডিসওয়াসার
৩. সেফ
৪. কুক
৫. কনস্ট্রাকশন ওয়ার্কার
৬. ডেলিভারি ড্রাইভার
৭. সেলসপার্সন/সেলসএ্যাসোসিয়েট
৮. ওয়েটার / ফুড সার্ভার
৯. টেইলর অপারেটর
১০. অটোমোবাইল মেকানিক
১১. রিসিভশনিষ্ট /ক্লার্ক
১২. ট্রাক ড্রাইভার
১৩. ফার্ম ওয়ার্কার/ডেইরি/কৃষি
১৪. ওয়েল্ডার
১৫. প্লাম্বার
১৬. ইলেকট্রিশিয়ান
১৭. এলুমিনিয়াম ওয়ার্কার
১৮. কন্সট্রাকশন সুপারভাইজার
১৯. ফার্ম সুপারভাইজার
২০. কেয়ারগিভার
২১. ক্লিনার
২২. হাউজকিপার
২৩. ক্লিনার সুপারভাইজার
২৪. গ্রীনহাউজ ওয়ার্কার
২৫. বুককিপার

এবং আরও বিভিন্ন পজিশনে কর্মীর অনেক বেশি চাহিদা রয়েছে।

📄💻📧আবেদন করতে যা যা লাগবেঃ

১। একটি কানাডিয়ান স্টাইল রিজিউমি
২। পারফেক্ট কভার লেটার
৩। পেশাদার ইমেইল রাইটিং
৪। NOC অনুযায়ী LMIA সহ সঠিক জব লিংক খুঁজে বের করা

>>শিক্ষাগত যোগ্যতা এবং IELTS + কাজের অভিজ্ঞতা থাকলে সহজে জব লিংক খুঁজে পাওয়া যায় এবং কানাডায় নির্দিষ্ঠ সময় পর PR এর জন্য আবেদন করা যায়। তবে IELTS না থাকলে ইংরেজিতে দক্ষতা থাকলে পজিশন অনুযায়ী আবেদন করা যাবে।

>>কানাডার সরকারি ওয়েবসাইট
জব ব্যাংক থেকে নিজে নিজে আবেদন করুন, ভাগ্য সহায় হলে আপনিও পেতে পারেন ইন্টারভিউ কল এবং পাশ করলেই আপনিও পেতে পারেন স্বপ্নের দেশ কানাডার অফার লেটার। অফার লেটার পেয়ে গেলে ভিসা পাওয়া সহজ। এক্ষেত্রে কোন টাকা খরচ হয় না, ভিসার সকল খরচ নিয়োগকর্তা বহন করে থাকে। জেনে রাখা ভালো, কানাডার জব সার্কোলার গুলোতে শুধু বাংলাদেশ থেকে লোকজন আবেদন করছে তা কিন্তু নয়, সারা বিশ্ব থেকে মানুষ হুমড়ি খেয়ে আবেদন করছে। সুতরাং বলাই যায় এটা একটা কমপিটিশন, এখানে টিকে থাকতে ভাগ্য সহায়তার বিষয়টি জড়িত।

>>নিজে নিজে সকল ডকুমেন্টস তৈরি করে আবেদন করতে অপারগ হলে আমাকে নক করুন, আপনার জন্য পারফেক্ট কানাডিয়ান স্টাইল রিজিউমি এবং কভার লেটার বানিয়ে দিব এমনকি আপনি চাইলে আপনার পক্ষে সরাসরি নিয়োগকর্তা বরাবর আবেদন সাবমিট করে দিব। এক্ষেত্রে প্রতিটি ইমেইল করার সময় CC তে আপনার ইমেইল আইডি দেয়া থাকবে এবং To তে নিয়োগকর্তার ইমেইল আইডি দেয়া থাকবে। এর ফলে নিয়োগকর্তা আপনার আবেদনে সারা দিলে আপনার ইমেইলেও নোটিফিকেশন পেয়ে যাবেন। সকল ডকুমেন্টস Pdf আকারে এবং আবেদন করার পূর্ণাঙ্গ প্রসেস স্ক্রিন রেকর্ড করে আপনাকে দিয়ে দেয়া হবে। এর ফলে আপনি নিজে নিজে আবেদন করা শিখতে পারবেন খুব সহজে। পারিশ্রমিক প্রযোজ্য।

>>মনে রাখবেন কানাডা যাওয়া আরব দেশের মত সহজ বিষয় নয়। আবেদন করে যেতে হবে তারপর যদি নিয়োগকারীর পক্ষ থেকে ইন্টারভিউ কল বা ইমেইল আসে তাহলেই আপনার জন্য টার্নিং পয়েন্ট। ভিডিও কলে ইন্টারভিউতে পাশ করলে অফার লেটার পাওয়া যায়। অফার লেটার ছাড়া ওয়ার্কপারমিট ভিসা পাওয়া যায় না। দালাল দিয়ে ওয়ার্কপারমিট ভিসা পাওয়া অসম্ভব। শুধু হাজার হাজার টাকা লোকসান হবে তাতে কোন সন্দেহ নাই।

>>আমাকে দালাল বা রিক্রুটিং এজেন্সি ভাববেন না। এটা কোন ট্রাভেল, রিক্রুটিং এজেন্সি, কনসালট্যান্ট বা দালালের পেইজ নয়, এটা ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত মডিভেশনাল একটি পেইজ। সুতরাং দয়া করে কেউ আমার কাছে ভিসা, ওয়ার্কপারমিট বা বিদেশে যাওয়ার বিষয়ে আবেগ নিয়ে মেসেজ বা কল করবেন না। আবেদন করা আর বিদেশে লোক পাঠানো বা ভিসা দেয়া এক বিষয় নয়, দুটি ভিন্ন বিষয় এটা জেনে রাখা উচিৎ। মনে রাখবেন ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্টারভিউ ব্যতিত কোন প্রকার ভিসা দেয়া বা কানাডায় লোক পাঠানোর কোন ক্ষমতা কারও নেই। বৈধ সিস্টেম একটাই সেটা হলো এ্যাপ্লাই করে ভাগ্যের সহায়তা নেয়া।

>>আমি শুধু মাত্র কানাডিয়ান স্টাইল রিজিউমি, কভার লেটার, ইমেইল লিখে দেই এবং জব লিংক খুঁজে বের করে আবেদন সাবমিট করে দিয়ে থাকি, ব্যাস আমার কাজ এখানেই শেষ। এরপর ভাগ্য সহায় হলে ইন্টারভিউ কল পেয়ে গেলে আপনাকে নিজে নিজে সামলাতে হবে। ডকুমেন্টস বানিয়ে নিতে অথবা আবেদন করিয়ে নিতে চাইলেই কেবল কল করতে পারেন।আমার সার্ভিসটি পারিশ্রমিক ফ্রি নয়। আগ্রহী হলে নাম্বারে টাচ করুনঃ WhatsApp +880 01646-455631

>>আমার কাছে অফার লেটার বা ভিসা চাওয়া চিরতরে নিষিদ্ধ। আমি কোন দালাল বা রিক্রটিং এজেন্সি নই, আমার কোথাও কোন অফিস নেই। ঘরে বসে অবসরে অনলাইনে কাজ করি। সিভি কভার লেটার তৈরি করে আবেদন করতে চাইলে WhatsApp করে তথ্য নিতে পারেন। বাংলা লেখার পরও যদি না বুঝতে পারেন তাহলে এই পেইজ সম্ভবত আপনার জন্য উপযোগী নয়, সুতরাং কল বা মেসেজ না করার অনুরোধ রইল।

>>পরিশেষে বলতে চাই, যদি আমার লেখা তথ্যগুলো আপনার কাছে অথেনটিক এবং সঠিক মনে হয়, দয়া করে পেইজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিবেন, প্লিজ

15/08/2023

মেয়েটি হঠাৎ এমন কেন করলো!!!

31/07/2023

Song

26/07/2023

স্যার আপনার ঘরে কি মা বোন নাই?

26/07/2023

ঘুম্তত মেয়েটির সাথে কি ঘটলো দেখুন

25/07/2023
25/07/2023

Address

Rupshi
Narayanganj
1207

Telephone

+8801646455631

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apply Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apply Point:

Share