Rahat lifestyle

Rahat lifestyle মানুষের জন্য মায়া

16/02/2025

1. মোট নদ-নদী- প্রায় ৭০০টি।
2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি।
3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি।
4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা) যার ভারতীয় নাম গঙ্গা।
5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি।
6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)।
7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)।
8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই।
9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ (৫৬ কিমি)।
10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা।
11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)।
12. প্রধান নদী- পদ্মা।
13. দীর্ঘতম নদী-মেঘনা।
14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ)।
15. প্রশস্ততম নদী- যমুনা।
16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী।
17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা।
18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই।
19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে
20. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী
21. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
22. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
23. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
24. বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
25. যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে
২৬. কুমিল্লার দু:খ বলা হয়-গোমতীকে (জোয়ার-ভাটা হয় না)।

#বিভিন্ন নদীর পূর্বনাম
1. যমুনা> জোনাই নদী
1. বুড়িগঙ্গা> দোলাই নদী (দোলাই খাল)
1. ব্রহ্মপুত্র> লৌহিত্য
26. নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত
27. নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে
28. ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
29. বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
30. টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)
31. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)
32. চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে
33. মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে
34. মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে
35. প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ
36. নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর
37. নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়।

#বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-
1. পদ্মা> হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ
1. ব্রহ্মপুত্র> তিব্বতের মানস সরোবর
1. যমুনা> তিব্বতের মানস সরোবার
1. মেঘনা> আসামের লুসাই পাহাড়
1. কর্ণফুলী> মিজোরামের লুসাই পাহাড়।

#নদী তীরবর্তী শহর:
* ঢাকা = বুড়িগঙ্গা
* চট্টগ্রাম= কর্ণফুলী
*কুমিল্লা= গোমতী ডাকাতিয়া
*রাজশাহী= পদ্মা
* মহাস্থানগড়= করতোয়া
* বরিশাল= কীর্তনখোলা
*খুলনা= রূপসা
* টঙ্গী=তুরাগ
* চাঁদপুর= মেঘনা
* গাজীপুর= তুরাগ
*সুনামগঞ্জ= সুরমা
* মংলা= পশুর
* ভৈরব=মেঘনা
* রংপুর= তিস্তা
* টাঙ্গাইল= যমুনা
* পঞ্চগড়= করতোয়া
*. কক্সবাজার=নাফ
* নাটোর=আত্রাই
*দৌলতদিয়া= পদ্মা
*কুষ্টিয়া= গড়াই।

#দ্বীপ
1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ------ বাংলাদেশ
2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ----- সুন্দরবন
3. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-----ভোলা (৩৪০৩ বর্গকিমি)
4. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা----- ভোলা, (দ্বীপের রাণী)
5. সর্ব দক্ষিণের দ্বীপ-----ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)
[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ। তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]
6. একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ----- সেন্ট মার্টিন দ্বীপ
7. নিঝুম দ্বীপ অবস্থিত----- মেঘনা নদীর মোহনায়
8. নিঝুম দ্বীপের পুরোনো নাম----বাউলার চর
9. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন---- ৮ বর্গকিমি)
10. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়
11. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)
12. দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ----- বাংলাদেশ ও ভারতের
13. ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়------ ১৯৮১ সালে
14. একমাত্র পাহাড়ি দ্বীপ----- মহেশখালি
15.আদিনাথ মন্দির আছে---মহেশখালিতে
16. মনপুরা দ্বীপ অবস্থিত---ভোলা জেলায়
17. হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট---- সুন্দরবনে অবস্থিত
18. বাতিঘরের জন্য বিখ্যাত----কুতুবদিয়া
19. প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল-----সন্দ্বীপ
20.বৃহত্তম দ্বীপ একমাত্র দ্বীপ জেলা--ভোলা।
22. সর্ব দক্ষিণের দ্বীপ------ছেঁড়া দ্বীপ
23. সামুদ্রিক প্রবাল দ্বীপ পূর্বনাম/ অপর নাম- নারিকেল জিঞ্জিরা------সেন্ট মার্টিন, ৮ কিমি।
24. পাহাড়ি দ্বীপ আদিনাথ মন্দির অবস্থিত-------মহেশখালি
55. বাতিঘরের জন্য বিখ্যাত----- -কুতুবদিয়া
26. মনপুরা দ্বীপ অবস্থিত-----ভোলা জেলায়।
27. সুন্দরবনে অবস্থিত-----হিরণ পয়েন্ট
28. সুন্দরবনে অবস্থিত----টাইগার পয়েন্ট
29. সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপ থেকে------কুয়াকাটা, পটুয়াখালী, ১৮ কিমি।

#বিল
1. সর্ববৃহৎ বিল- চলনবিল
2. চলনবিল- পাবনা ও নাটোরে অবস্থিত
3. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী- আত্রাই
4. মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল
5. তামাবিল- সিলেটে
6. বিল ডাকাতিয়া- খুলনায়
7. আড়িয়াল বিল- শ্রীনগর (মুন্সীগঞ্জ)

#হাওড়
1. সবচেয়ে বড় হাওড়- টাঙ্গুয়ার হাওড়
2. টাঙ্গুয়ার হাওড়- ‍সুনামগঞ্জে
3. টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত)
4. টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে
5. হাকালুকি হাওড়- মৌলভীবাজার।

[বিল ও হাওড়ের পার্থক্য মূলত- বিলে সারা বছর পানি থাকে, কিন্তু হাওড়ে সারা বছর পানি থাকে না । শীতকালে হাওড় শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায়। বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বিলে সারা বছর পানি থাকে। আর হাওড়ের পানির স্তর থাকে মাটির স্তরের উপরে; মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওড়ে এসে জড়ো হয়। শীতকালে নদীর পানি কমে গেলে হাওড়-ও শুকিয়ে যায় ।]

#ঝরনা
1. শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
2. গরম পানির ঝরনা- সীতাকুণ্ডে।

তথ্য সংগৃহীত

02/02/2025

I love you

I must be crazy now
Maybe I dream too much
But when I think of you
I long to feel your touch

To whisper in your ear
Words that are old as time
Words only you would hear
If only you were mine

I wish I could go back to the very first day I saw you
Should've made my move when you looked in my eyes
'Cause by now I know that you'd feel the way that I do
And I'd whisper these words as you'd lie here by my side

I love you
Please say you love me too
These three words
They could change our lives forever
And I promise you that we will always be together
'Til the end of time

So today I finally find
The courage deep inside
Just to walk right up to your door
But my body can't move
When I finally get to it
Just like a thousand times before

Then without a word he handed me this letter
Read, "I hope this finds the way into your heart"
It said

I love you
Please say you love me too
These three words
They could change our lives forever
And I promise you that we will always be together
'Til the end of time

I need a little love
(And maybe I) I need a little care
And maybe I (maybe you), maybe you (maybe you)
Oh, you need somebody just to hold you
If you do, just reach out, and I'll be there

say you love me too
(Please say you love me too) 'til the end of time
These three words
They could change our lives forever
And I promise you that we will always be together, oh

say you love me
Please, please, you love me too
('Til the end of time) 'til the end of time
My baby love, together, together, forever
('Til the end of time)
I love you
I will be your light, shining bright
Shining through your eyes
My baby, say it

01/02/2025

টাইমলাইনে রেখে দিন কাজে লাগবে।
সিলেট জেলার ৪০টি দর্শনীয় স্থানঃ
১. জাফলং
২. রাতারগুল
৩. ভোলাগঞ্জ
৪. বিছনাকান্দি
৫. হযরত শাহজালাল (র) মাজার
৬. হজরত শাহপারান (র) মাজার
৭. মালনীছড়া চা বাগান
৮. লালাখাল
৯. জাফলং চা বাগান
১০. তামাবিল
১১. ডিবির হাওর
১২. সংগ্রামপুঞ্জি ঝর্ণা
১৩. পান্থুমাই ঝর্ণা
১৪. লক্ষনছড়া
১৫. লাক্কাতুরা চা বাগান
১৬. লোভাছড়া
১৭. আগুন পাহাড়
১৮. রায়ের গাঁও হাওর
১৯. সোনাতলা পুরাতন জামে মসজিদ
২০. ক্বীন ব্রীজ
২১. জিতু মিয়ার বাড়ী
২২. আলী আমজদের ঘড়ি
২৩. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
২৪. শ্রী শ্রী দুর্গা বাড়ী মন্দির ও ইকো পার্ক
২৫. মণিপুরী রাজবাড়ি ও মিউজিয়াম
২৬. মিউজিয়াম অব রাজাস
২৭. জৈন্তা হিল রিসোর্ট
২৮. ড্রিমল্যান্ড পার্ক
২৯. হাকালুকি হাওর
৩০. সিলেট শাহী ঈদগাহ
৩১. মদন মোহন জিউর আশ্রম, বালাগঞ্জ
৩২. সুতারকান্দি স্থল বন্দর
৩৩. হাছন রাজার বাড়ী, বিশ্বনাথ
৩৪. ফেঞ্চুগঞ্জ চা বাগান
৩৫. আলভিনা গার্ডেন, গোলাপগঞ্জ
৩৬. কৈলাশটিলা, গোলাপগঞ্জ
৩৭. চাঁন মিয়া পাইনাপেল গার্ডেন, গোলাপগঞ্জ
৩৮. নাজিমগড় রিসোর্ট, লালাখাল
৩৯. ত্রি নদীর মোহনা, জকিগঞ্জ
৪০. সুরমা নদী
৪১.চন্দ্র ডিঙ্গা রিসোর্ট পাঁচগাও
কলমাকান্দা, নেত্রকোনা।
৪২. স্বর্গৈর সিঁড়ি খাগড়াছড়ি

#বান্দরবান জেলার ৪৬টি দর্শনীয় স্থানঃ

১। নীলগিরি
২। কেওক্রাডং
৩। বগালেক
৪। নাফাখুম
৫। কুমারি ঝর্ণা
৬। নীল দিগন্ত
৭। নীলাচল
৮। প্রান্তিক লেক
৯। মিরিঞ্জা ভ্যালি
১০। লামা
১১। দেবতাখুম
১২। জাদিপাই ঝর্ণা
১৩। সাতভাইখুম
১৪। মাথাভরাখুম
১৫। ঋজুক ঝর্ণা
১৬। আমিয়াখুম জলপ্রপাত
১৭। ভেলাখুম
১৮। মিলনছড়ি
১৯। পিক ৬৯
২০। ডিম পাহাড়
২১। মারায়ন তং
২২। চিম্বুক
২৩। আশারতলী চা বাগান
২৪। উপবন পর্যটন কেন্দ্র
২৫। চাকঢালা সীমান্ত ঝর্ণা
২৬। তাইরাং ঝর্ণা
২৭। প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র
২৮। বরইতলী ফাত্রাঝিরি ঝর্ণা
২৯। সোনাইছড়ি সানসেট পয়েন্ট
৩০। তিন্দু
৩১। রেমাক্রি
৩২। আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ
৩৩। দামতুয়া ঝর্ণা
৩৪। রামজাদী মন্দির
৩৫। রনিন পাড়া
৩৬। তিনাপ সাইতার
৩৭। সিপ্পি পাহাড়
৩৮। কচ্ছপতলী শিলবান্ধা ঝর্ণা
৩৯। চিংড়ি ঝর্ণা
৪০। দার্জিলিং পাড়া
৪১। টেবিল পাহাড়
৪২। ডাবল ফলস
৪৩। মেঘলা পর্যটন কেন্দ্র
৪৪। শৈলপ্রপাত ঝর্ণা
৪৫। স্বর্ণ মন্দির
৪৬। সাইরু হিল রিসোর্ট

আপনি কয়টি যায়গা ঘুরে দেখেছেন?

14/12/2024

ঘনকুয়াশার কারণে নদী পার হতে সমস্যা নারায়ণগঞ্জে থেকে বন্দর।

31/10/2024

স্বপ্ন টানে দিলাম পাড়ি।
অচিন পথে আপন ছাড়ি।
স্বপ্ন টানে দিলাম পাড়ি।
অচিন পথে আপন ছাড়ি।
পেছন ফেলে উঠান বাড়ি।
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি।
মন বলে চল ফিরে আবার।
স্বপ্ন যাবে বাড়ি আমার।
মন বলে চল ফিরে আবার।
স্বপ্ন যাবে বাড়ি আমার।
আসছে সিঁড়ি, বছর ঘুরে।
দিচ্ছেরে ডাক, আপন সুরে।
আসছে সিঁড়ি, বছর ঘুরে,দিচ্ছেরে ডাক, আপন সুরে।
যাচ্ছি আমার স্বপ্নপুরে,চেনা পথের বহুদূরে।
এইতো সময় ফিরে আসারস্বপ্ন যাবে বাড়ি আমার।
এইতো সময় ফিরে আসারস্বপ্ন যাবে বাড়ি আমার।

20/11/2023

The bright land of the newly decorated world

14/09/2023
California USA
28/08/2023

California USA

Place : Winona Minnesota USA
28/08/2023

Place : Winona Minnesota USA

25/08/2023

Night City Singapore

Address

Narayanganj

Telephone

+8801818439914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahat lifestyle:

Share