09/04/2023
পবিত্র মাহে রমজানের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
—————————————-
পবিত্র মাহে রমজানের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত স্থান ও তারিখ: বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তন, ঢাকা। ৯ এপ্রিল ২০২৩, রবিবার, বিকাল ৩ টায়। প্রধান অতিথিঃ বিচারপতি জনাব নিজামুল হক নাসিম চেয়ারম্যান-বাংলাদেশ প্রেস কাউন্সিল ।
প্রধান আলোচনায় জনাব আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা-২ (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য), প্রধান উপদেষ্টা-জাতীয় সাংবাদিক সংস্থা বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী অপতৎপরতা চলছে। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ভূমিকা কমবেশি সবার জানা। তাই গণমাধ্যমের স্বাধীনতার নামে দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতি বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়ন করতে না পারে তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি জনাব এম. জি. কিবরিয়া চৌধুরী সদস্য-বাংলাদেশ প্রেস কাউন্সিলার বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাধারণ জনগণের জানার কথা নয় একটি নিউজ কত জনের হাত বা টেবিল হয়ে আলোর মুখ দেখে মফস্বলের সংবাদ প্রতিনিধির পাঠানো প্ৰতিবেদন মফস্বল ডেস্ক, নিউজ ডেস্ক, নিউজ এডিটর হয়ে প্রয়োজনে সম্পাদকের অনুমতি সাপেক্ষে সংশোধন- পরিমার্জন-পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশযোগ্য হয়। স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতিনিধি বা প্রতিবেদকের পাঠানো প্রতিবেদনটির জন্য শুধু প্রতিনিধি বা প্রতিবেদকই একমাত্র দায়ী নন। বিষয়টি আরো গভীরে, যা অনুসন্ধানের দাবি রাখে।
স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার সংবাদটি কেন তারা প্রকাশ করল, বিষয়টি বোধগম্য নয়। প্রথম আলোর নেপথ্যে কারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে দেশের স্বার্থে তা জানা জরুরি। পাঠকদের সুবিধার জন্য আবারো নিউজটি সামনে নিয়ে আসলাম।জনাব মোঃ নূর হাকীম প্রকাশক ও সম্পাদক-দৈনিক সকালের সময় এবং উপদেষ্টা-জাতীয় সাংবাদিক সংস্থা তিনি বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন । ষড়যন্ত্র করতে গিয়ে স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় আর যাই হোক তাদের উদ্দেশ্য যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এ কথা বলার অপেক্ষা রাখে না।
সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের পরিবর্তন ঘটে। প্ৰথম আলোর মতো একটি প্রথম শ্রেণির পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সরকারের সমালোচনা করতে গিয়ে স্বাধীনতাকে প্রশ্ন বিদ্ধ করার বিষয়টি না ভুল। না মেনে নেয়ার মতো। ঐ পত্রিকাটির এডিটোরিয়াল পলিসি, তাদের এজেন্ডা এখন আর বুঝতে কারো কষ্ট হচ্ছে না। দিবালোকের মতো সব স্পষ্ট হয়ে উঠছে সবার কাছে।প্রথম আলোতে স্বাধীনতা দিবসে এক শিশুকে দিয়ে একজন সংবাদকর্মী বলিয়েছেন, এই স্বাধীনতা দিয়ে আমরা কী করুম! প্রথমত শিশুটির বয়স মাত্র সাত। সাত বছরের শিশু স্বাধীনতা কি তা বোঝার কথা নয়। ঐ শিশুর পক্ষে বাজারের খোঁজখবর রাখা শুধু অসম্ভবই নয়, অবাস্তবও।
মানিক লাল ঘোষ,সহ-সভাপতি,ঢাকা সাংবাদিক ইউনিয়ন তিনি বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন প্রথম আলোর প্রশ্নবিদ্ধ করার ঘটনাটি কিসের ইংগিত ? দেশের মানুষ ভালো নেই, অনাহার, অভাবের এধরনের মিথ্যা চিত্র প্রকাশ করে দেশ বিদেশে শুধু দেশকে খাটো করা নয়, স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করা নয়- এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো প্রেক্ষাপট তৈরির পূর্বাভাস।
এমব ঘটনা নতুন করে বাসন্তীর কথাই মনে করিয়ে দেয়। ১৯৭৪ সালে বাসন্তীকে জাল পরাতে লেগেছিল ৫০ টাকা। ২০২৩ সালে শিশুটিকে দেয়া হয়েছে মাত্র ১০ টাকা। শিশুকে টাকা দিয়ে ছবি ওঠানো ও একটি অপরাধ। শিশুটিকে বিতর্কিত করার ফলে শিশুর ভবিষ্যৎ জীবনে নানা জটিলতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাধারণ জনগণের জানার কথা নয় একটি নিউজ কত জনের হাত বা টেবিল হয়ে আলোর মুখ দেখে।
সভাপতিত্ব করেন লায়ন মোঃ নূর ইসলাম চেয়ারম্যান-জাতীয় সাংবাদিক সংস্থা তিনি বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন বাঙালির অত্যন্ত স্পর্শকাতর দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিনটির সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, ভালেবাসা, ও স্বজন হারানোর স্মৃতি। জড়িয়ে আছে আমাদের অহংকার ও আত্মমর্যাদাবোধ। সেই বিশেষ দিনে মুক্তিযুদ্ধের পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলশামস, আলবদর বাহিনীর নৃশংসতা নিয়ে প্রকাশিত গণমাধ্যমের সংবাদ থেকে পাঠকদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে স্বাধীনতা শব্দটিকে প্রশ্নবিদ্ধ করতে প্রথম আলোর এমন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে।
কার স্বার্থে কোন এজেন্ডা বাস্তবায়নে পাঠে নেমেছে প্রথম আলো? স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের অধিকাংশ মানুষ মনে করছেন প্রথম আলো এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাপিয়েছেন। দেশকে অস্থিতিশীল করতে কাদের প্রেসক্রিপশন বাস্তবায়নে মাঠে নেমেছে প্রথম আলো? কেন তারা চাল-ডালের রাজনীতি করতে চায়।
বক্তৃতা শেষে লায়ন মোঃ নূর ইসলাম চেয়ারম্যান-জাতীয় সাংবাদিক সংস্থা ১০১ জনের কমিটি ঘোষনা করেন।
আবুল বাসার মজুমদার কার্যকরী সভাপতি-জাতীয় সাংবাদিক সংস্থা তিনি বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন হাজার বছরের বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। বাঙালি জাতির আত্মমর্যাদার নাম স্বাধীনতা। ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করে, অমর্যাদা করে, অসম্মান করে তারা কখনো স্বাধীনতার সপক্ষের হতে পারে না। হয় তারা বিদেশি কোন অপশক্তির পেইড এজেন্ট, ৭১ সালে ও তারা আমাদের বিপক্ষে ছিল। না হয় তারা স্বাধীনতা বিরোধী পাকিদের দোসর এখনো যারা বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার স্বপ্ন দেখে । অথবা তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারছে না।
উপস্থাপনায় খন্দকার মাসুদুর রহমান দিপু মহাসচিব-জাতীয় সাংবাদিক সংস্থা তিনি বক্তৃতায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায়। কিন্তু স্বাধীনতা আওয়ামীলীগের একার অর্জন নয়। সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় আর যাই হোক তাদের উদ্দেশ্য যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এ কথা বলার অপেক্ষা রাখে না অনুষ্ঠান শেষে সবাই ইফতার এর জন্য দোয়া করেন আর সেই অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভিন্ন জেলা থেকে আগত পিংনট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ বিভিন্ন বক্তব্য পেশ করেন এবং সাংবাদিকদের উন্নয়নে ভাবমূর্তি তুলে ধরেন সাংবাদিকদের হয়নি সম্পর্কে বিভিন্ন হয়রানি মূলক প্রশ্ন প্রেস কাউন্সিলর সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে কতটুকু সাংবাদিকরা সুবিধা পাবে সেই সম্পর্কে আলোচনা করেন।