
08/10/2025
- Absolutely hyped for the match. ভারতের মাটিতে ওই লেভেলের পারফরম্যান্স দেয়ার পর, সিংগাপুর ম্যাচটা হারবো চিন্তাই করি নাই। কালকে হংকংয়ের সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। দেশের মাটিতে নয়া বাংলাদেশি ফুটবল যাত্রার সেলিব্রেশনের জন্যে হইলেও ম্যাচে ভালো রেজাল্ট আসা জরুরি।
হংকং ভালো টিম। সামনে দুই স্ট্রাইকার নিয়ে ৩-৫-২ ফর্মেটে খেলে। দুই পাশের উইং খতরনাক লেভেলের। হেভি মিডফিল্ডে হামজার জন্য দায়দায়িত্ব আজকে আরো বেশি। আমাদের ফিনিশিংটা বারে বারে হতাশ করে। ফুটবলের ক্রেজ নেক্সট লেভেলে যাওয়ার জন্য একটা জয় দরকার। বেস্ট অফ লাক বাংলাদেশ ❤️