Off The Post

Off The Post . Football Never Stops ⚽

- Absolutely hyped for the match. ভারতের মাটিতে ওই লেভেলের পারফরম্যান্স দেয়ার পর, সিংগাপুর ম্যাচটা হারবো চিন্তাই করি নাই...
08/10/2025

- Absolutely hyped for the match. ভারতের মাটিতে ওই লেভেলের পারফরম্যান্স দেয়ার পর, সিংগাপুর ম্যাচটা হারবো চিন্তাই করি নাই। কালকে হংকংয়ের সাথে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। দেশের মাটিতে নয়া বাংলাদেশি ফুটবল যাত্রার সেলিব্রেশনের জন্যে হইলেও ম্যাচে ভালো রেজাল্ট আসা জরুরি।

হংকং ভালো টিম। সামনে দুই স্ট্রাইকার নিয়ে ৩-৫-২ ফর্মেটে খেলে। দুই পাশের উইং খতরনাক লেভেলের। হেভি মিডফিল্ডে হামজার জন্য দায়দায়িত্ব আজকে আরো বেশি। আমাদের ফিনিশিংটা বারে বারে হতাশ করে। ফুটবলের ক্রেজ নেক্সট লেভেলে যাওয়ার জন্য একটা জয় দরকার। বেস্ট অফ লাক বাংলাদেশ ❤️

আজকে মহা গুরুত্বপূর্ণ এ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।যেখানে ইনজুরি জর্জরিত একটা স্কোয়াড নিয়েই  মাঠে নামতে হবে আমাদের । ...
05/10/2025

আজকে মহা গুরুত্বপূর্ণ এ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি আমরা।
যেখানে ইনজুরি জর্জরিত একটা স্কোয়াড নিয়েই মাঠে নামতে হবে আমাদের । লামিন আর রাফিনহা বিহীন এই দলে তরুন রুনির কাধেই দায়িত্ব পরবে। সেক্ষেত্রে কুন্দের আজকে ভালো ভাবে পজিশন কাভার করতে হবে।
অন্যদিকে পেদ্রি বা ফ্রেংকির একজনকে রেস্ট দেওয়ার কথা, তবে মিডের কন্ট্রোল নিতে হলে শুরু থেকেই তাদের থাকা উচিত। ওলমোর অফ ফ্রমটাও চিন্তার বিষয় কারণ ফার্মিন ইমজুরিতে দলের বাহিরে। আজকে রাশফোর্ড থেকে ভালো কিছু আশা করছি।
সব মিলিয়ে খুব কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য, দেখা যাক হেন্সি ফ্লিক কি গেম প্ল্যান নিয়ে আজকে হাজির হয় সেভিয়ার সাথে।
হোপ ফর দ্যা বেস্ট, ভিস্কা বার্সা🔵🔴

- ম্যান ইউনাইটেড যদি আজকেও হারে তবুও এই লোকটা সেকড হচ্ছে না। তাকে পুরো সিজন রাখার চিন্তা করেছে ম্যান ইউনাইটেড। এই লোকটার...
04/10/2025

- ম্যান ইউনাইটেড যদি আজকেও হারে তবুও এই লোকটা সেকড হচ্ছে না। তাকে পুরো সিজন রাখার চিন্তা করেছে ম্যান ইউনাইটেড।

এই লোকটার থেকে টেন হেগ যথেষ্ট ভালো ছিল। তার থেকে টেন হেগের পরিসংখ্যান ভালো ছিলো। এই লোকটার খেলায় কোন ট্যাকটিক্স ই নাই। আছে শুধু অযথা লং বল, নাই কোন পাসিং ফুটবল। মাঝ মাঠ থেকে যদি একটা ফ্রি কিক পায় সেটাও নিবে লং বল সেট পিস। সেসকো, কুনহা, ম্বুমোর মতো টপ পারফর্ম করা প্লেয়ার এই লোকটার ট্যাকটিসে খেলে তাদের খেলাও নষ্ট হয়ে যাচ্ছে। তার মতো এমন জঘন্য কোচ ইউনাইটেড ডিজার্ব করে না। সে যদি পুরো সিজন থাকে তাহলে নেক্সট সিজনেও ইউনাইটেড কোনো ইউরোপীয়ান টুর্নামেন্ট খেলতে পারবে না। রিলিগেটও হয়ে যেতে পারে বলা যায় না।

01/10/2025

- আজকে কিছু বলার নাই 🙏

ভিস্কা বার্সা 💙❤️

- দীর্ঘ ১৫ বছর পর বার্সা স্টেডিয়ামে আসছে লুইদ ফিগো। তাকে সংবর্ধনা জানাতে জুতার মালা নিয়ে স্টেডিয়ামে রেডি কুলারসরা।বলে রা...
01/10/2025

- দীর্ঘ ১৫ বছর পর বার্সা স্টেডিয়ামে আসছে লুইদ ফিগো। তাকে সংবর্ধনা জানাতে জুতার মালা নিয়ে স্টেডিয়ামে রেডি কুলারসরা।

বলে রাখা ভালো তিনি একটি কাল সাপ ছিলেন 🐍

- লিভারপুল ব্যাক টু ব্যাক দুই ম্যাচ হারলো। ফ্লোরিয়ান ভার্টজকে লিভারপুলে হয়ে যতগুলো ম্যাচ খেলতে দেখলাম এক ম্যাচেও মনে হ...
01/10/2025

- লিভারপুল ব্যাক টু ব্যাক দুই ম্যাচ হারলো। ফ্লোরিয়ান ভার্টজকে লিভারপুলে হয়ে যতগুলো ম্যাচ খেলতে দেখলাম এক ম্যাচেও মনে হয় নি তিনি লিভারপুলের সিস্টেমের আদর্শ প্লেয়ার। উল্টো তাকে খেলাতে গিয়ে সোবোসেলাই-ম্যাক অ্যালিস্টার-গ্রাভেনবার্গের সমন্বয়ে গঠিত পুরো ব্যালান্সড মিডফিল্ড নষ্ট করছে।

- আজকে বার্সেলোনার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রিয়াল মাদ্রিদ এই সিজনে সহজে পয়েন্ট ড্রপ করবে না। তাই আজকের ম্যাচে ৩ পয়ে...
28/09/2025

- আজকে বার্সেলোনার জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রিয়াল মাদ্রিদ এই সিজনে সহজে পয়েন্ট ড্রপ করবে না। তাই আজকের ম্যাচে ৩ পয়েন্ট মাস্ট দরকার। দল পুরোটা ইঞ্জুরি তে ভুগছে সামনের খেলা গুলো কঠিন হবে। ইয়ামাল ফিরেছে কিন্তু মনে হয় না সে স্টার্ট করবে। রুনির সাবস্টিটিউট এ খেলবে ইয়ামাল। পেদ্রির রেস্ট দরকার সামনে পিএসজি ম্যাচ। আরলি লিড নিয়ে পেদ্রি কে রেস্ট দেওয়া দরকার। ড্রো কে এখনই ট্রাই করার সময়। এটাকিং মিডে অলমো একা পারবে না। সব মিলিয়ে আজকের ম্যাচ বার্সাকে জিততে হবে।

- জাবি অলোনসো কে আমি এখনই জাজ করবো না। সামনে আরো বড় ম্যাচ আছে তখন বুঝা যাবে। জাবি রিয়ালে আসার পর তাদের খেলা অনেকটাই পরিব...
27/09/2025

- জাবি অলোনসো কে আমি এখনই জাজ করবো না। সামনে আরো বড় ম্যাচ আছে তখন বুঝা যাবে। জাবি রিয়ালে আসার পর তাদের খেলা অনেকটাই পরিবর্তন হয়েছে এটা সত্য। কিন্তু বড় টিমের সাথে জাবি ফ্লপ হচ্ছে। আজকে ৫ টা খেলো। ক্লাব ওয়ার্ল্ড কাপেও পিএসজির কাছে ৪ টা খাইছে। সামনে আরো বিগ ম্যাচ আছে তখন বুঝা যাবে জাবির ইমপ্যাক্ট। ছোট টিমের সাথে আনচেলত্তির রেজাল্টও খারাপ ছিলো না।

- রাফিনহা আউট ৩ সপ্তাহের জন্য। গার্সিয়া ট্রেনিং এর সময় ইঞ্জুরড। ২ জনেই পিএসজির ম্যাচ মিস করবেন। এই সিজনে আমাদের অনেক কিছ...
26/09/2025

- রাফিনহা আউট ৩ সপ্তাহের জন্য। গার্সিয়া ট্রেনিং এর সময় ইঞ্জুরড। ২ জনেই পিএসজির ম্যাচ মিস করবেন। এই সিজনে আমাদের অনেক কিছু সহ্য করতে হবে 💔

- সাবেক বার্সা কিংবদন্তি সার্জিও বুস্কেটস অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। MLS এর এই সিজন শেষে প্রফেশনাল ফুটবল কে বিদায় জানাবেন...
26/09/2025

- সাবেক বার্সা কিংবদন্তি সার্জিও বুস্কেটস অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। MLS এর এই সিজন শেষে প্রফেশনাল ফুটবল কে বিদায় জানাবেন এই গ্রেটেস্ট মিডফিল্ডার। মিডফিল্ডে আমরা তার যাদু মিস করবো। ফিজিকাল স্ট্রেন্থ ছাড়া কিভাবে টেকনিক দিয়ে মিডফিল্ড সামলানো যায় তা আমাদের তিনিই করে দেখিয়েছেন। মেসির মতো বুস্কেটস এর মতো মিডফিল্ডারও পৃথিবীতে একটাই আসে। বিদায় লিজেন্ড ❤️‍🩹

- পেদ্রির ব্যালন ডি'অর এ ১১তম এবং রাফিনহার ৫ম হওয়া নিয়ে অবাক হয়েছি। ব্যক্তিগতভাবে পেদ্রি অন্ততপক্ষে সেরা পাঁচে এবং রা...
23/09/2025

- পেদ্রির ব্যালন ডি'অর এ ১১তম এবং রাফিনহার ৫ম হওয়া নিয়ে অবাক হয়েছি। ব্যক্তিগতভাবে পেদ্রি অন্ততপক্ষে সেরা পাঁচে এবং রাফিনহা দ্বিতীয় কিংবা তৃতীয় নম্বর পজিশন ডিজার্ভ করে। ব্যালন ডি'অর বিজয়ী মূলত ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হওয়ায় এখানে প্লেয়ারের পারফরম্যান্সের পাশাপাশি প্রচার প্রচারণা অনেক বড় ভূমিকা পালন করে। বার্সেলোনা থেকে একাধিক দাবিদার থাকায় সেই অর্থে তারা কাউকে নিয়ে প্রচারণা চালায় নাই। আর রাফিনহাকে নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনও অনেকটা নিশ্চুপ ছিলেন। অন্যদিকে ব্যালন ডি'অর বিজয়ী উসমান ডেম্বেলেকে নিয়ে পিএসজি ও ফ্রান্স ফুটবল ফেডারেশন অনেক আগে থেকেই ইতিবাচক প্রচারণা চালিয়েছে। এটা ব্যালন ডি'অর এর ভোটাভুটিতে অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনাদের কি মনে হয় ব্যালন ডি'অর এ পেদ্রি ও রাফিনহার পজিশন ফেয়ার ছিল..?

- ম্যাচ ডে! আজকের ম্যাচটা সহজ না কোনভাবেই। হেতাফে বার্সার মতোই প্রথম চার ম্যাচের ৩ টাতে জিতছে। এর সাথে দলের ইঞ্জুরি ক্রা...
21/09/2025

- ম্যাচ ডে! আজকের ম্যাচটা সহজ না কোনভাবেই। হেতাফে বার্সার মতোই প্রথম চার ম্যাচের ৩ টাতে জিতছে। এর সাথে দলের ইঞ্জুরি ক্রাইসিস আর মিডউইকে চ্যাম্পিয়নস লীগ খেলার ক্লান্তি আছে।মাদ্রিদের ফর্ম বার্সাকে এক ফোটাও স্বস্তি দিতেছে না, পয়েন্ট হারানোর কোন লাক্সারি নাই।এরমধ্যে হেতাফে গোল খায় খুবই কম।

আজকে বিগ স্কোর আশা করতেছি না।কোনমতে তিন পয়েন্ট আসলেই হয়। বার্সার বড় কনসার্নের জায়গা হইলো নাম্বার টেন। ফার্মিন বা অলমো কেউই নিজেকে অপ্রতিদ্বন্দ্বী স্টার্টার বানাইতে পারতেছে না। এই টাইপের প্রতিপক্ষের বিপক্ষে গত সিজনে অলমো খুব ভালো রোল প্লে করছিলো। এই সিজনে খুজেই পাওয়া যাইতেছে না। র‍্যাশফোর্ড যদি আজকেউ একটু জ্বলে উঠতো...

Address

Narayanganj

Telephone

+8801799867940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Off The Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share