দৈনিক নাগরিক বাণী

দৈনিক নাগরিক বাণী সর্বক্ষন সত্যের পথে

মাদারীপুরের দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে কলা গাছের ভেলা বাইচ ২০২৫ অনুষ্ঠিত। মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুর জেল...
10/10/2025

মাদারীপুরের দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে কলা গাছের ভেলা বাইচ ২০২৫ অনুষ্ঠিত।

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলার, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া এলাকাবাসীর উদ্যেগে, কলা গাছের ভেলা বাইচ, ২০২৫ অনুষ্ঠিত হয়, আয়োজনে ছিলেন, কুনিয়া ইউনিয়নের, দিয়াপাড়া, রাজধরদী ও ত্রিভাগদী।

আয়োজন ও পরিচালনা কমিটিতে ছিলেন, হুমায়ন কাজী, গিয়াস উদ্দীন কবিরাজ, অহিদুল আকন, আজিবুল আকন, আক্কাস বেপারী, জমির ফকির, এ্যাডঃ মুকুল মুন্সি, রাজাক, আজিজুল শরীফ, সহিদুল মাতুব্বর, অ্যাডঃ জালালউদ্দিন, ইকবাল বেপারী, আফজাল বেপারী, জাফর নক্তী, জামিল মাতুব্বর, সানোয়ার মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, প্রমুখ, এই বাইচটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।

প্রথম পুরস্কার, একটি ঘোড়া, বিজয়ী হয়েছেন, ফোরহাদ বেপারী,
দ্বিতীয় পুরস্কার একটি ২১ ইঞ্চি টেলিভিশন, বিজয় হয়েছেন, রবিউল কোটালীপাড়া,
তৃতীয় পুরস্কার, একটি রাইসকুকার, বিজয় হয়েছেন, আকরাম দিয়াপাড়া।

মণিরামপুরের চাকলা ফাজিল মাদরাসায় অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুরে চাকলা ফাজিল মা...
10/10/2025

মণিরামপুরের চাকলা ফাজিল মাদরাসায় অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
যশোরের মণিরামপুরে চাকলা ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ২০২৩ সালে চাকলা মাদরাসায় উপাধ্যক্ষ, এবতেদায়ী প্রধান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও আয়া পদে নিয়োগ চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও নানা অনিয়ম আর দুর্নীতির কারণে যথাসময়ে নিয়োগ সম্পন্ন করতে পারেননি মাদরাসা কর্তৃপক্ষ। তিনধাপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শুক্রবার মাদরাসা মাঠে নিয়োগ বোর্ড বসে। এসময় নিয়োগ বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের আট জন পরীক্ষার্থী মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের প্রতিনিধি বরাবর লিখিত অভিযোগ দিয়ে পরীক্ষা বর্জন করেছেন। তাদের আবেদনের পর কাঙ্খিত পরীক্ষার্থী না থাকায় ওই পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে যায়। এছাড়া কাঙ্খিত পরীক্ষার্থী হাজির না হওয়ায় নিয়োগ বোর্ড সম্পন্ন হয়নি আয়া পদেও। পরীক্ষায় না বসা ৮ নিয়োগ প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন- পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আমরা ১২ জন আবেদন করেছিলাম ২০২৩ সালে। মাদরাসা কর্তৃপক্ষ একাধিকবার নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণারপরও যথাসময়ে পরীক্ষা নিতে পারেননি। আজ (শুক্রবার) আমরা ৯ জন নিয়োগ পরীক্ষা দিতে আসি। কেন্দ্রে এসে শুনি ১২ লাখ টাকায় আগে থেকে গোপনে একজনকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের সব সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মাদরাসা কর্তৃপক্ষ। এ কারণে আমরা আট জন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের প্রতিনিধি বরাবর লিখিত অভিযোগ দিয়ে পরীক্ষা বর্জন করেছি। পরীক্ষায় না বসাদের অভিযোগ, আজ নামমাত্র নিয়োগ বোর্ড বসেছে। মাদরাসা কর্তৃপক্ষ আগে থেকে উপাধ্যক্ষ পদে এক লাখ টাকা নিয়ে নিজেদের শিক্ষক হাবিবুর রহমানকে, দুই লাখ টাকায় এবতেদায়ী প্রধান আব্দুর রহমানকে, ১২ লাখ টাকায় অফিস সহকারী পদে একজনকে মনোনীত করে রেখেছিলেন। আর আয়া পদে যাকে মনোনীত করে রেখেছিলেন তিনি মাদরাসা কর্তৃপক্ষের চাহিদামত টাকা দিতে চেয়েছেন।
চাকলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও নিয়োগ বোর্ডের সদস্য মতিউর রহমান বলেন, নিয়োগ বোর্ডে আবেদনকারীদের মধ্যে কমপক্ষে তিনজন আবেদনকারীকে উপস্থিত থাকতে হয়। শর্তপূরোণ হওয়ায় আমরা উপাধ্যক্ষ পদে হাবিবুর রহমান ও এবতেদায়ী প্রধান পদে আব্দুর রহমানের নিয়োগ চুড়ান্ত করতে পেরেছি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে উপস্থিত নয় জনের মধ্যে আট জন পরীক্ষা দিতে রাজি হননি। তারা বিভিন্ন অভিযোগ তুলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে ওই অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) সামিউল ইসলামের বরাবর লিখিত দিয়ে পরীক্ষা দিতে রাজি হয়নি। আর আয়া পদে ৬জন আবেদনকারীর মধ্যে একজন উপস্থিত হয়েছেন। এজন্য এই দুই পদে নিয়োগ সম্পন্ন হয়নি।

10/10/2025

খেদাপাড়া বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

উত্তম চক্রবর্তী,যশোর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খেদাপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কার্যক্রম করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক। এসময় তিনি বলেন- আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত, বৈষম্য হীন একটা সমাজ উপহার দেওয়া হবে। এসময় মণিরামপুরের বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের দায়িত্বশীল শত শত কর্মীগণ উপস্থিত ছিলেন।

পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা এম জাফরান হারুন:: পটুয়াখালীর গলাচিপা উপজ...
10/10/2025

পানপট্টি-বোয়ালিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, দুর্ভোগে হাজারো বাসিন্দা

এম জাফরান হারুন:: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতুটি ঠিক মাঝ বরাবর ভেঙে গিয়ে বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটির মাঝ বরাবর ধসে গিয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যায়নি। দৈনিক অপরাধ তালাশ পেজে ভিডিও নিউজ প্রকাশিত হলেও যেন দেখার ভান করে বসেছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। বর্ষার সময় সেতুটি ধসে পড়ার মতো ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষজন যাতায়াত করছেন।

পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান নানান চড়াই-উতরাই পেরিয়ে গলাচিপা উপজেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এ সেতু নির্মাণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন পথচারীসহ হাসপাতালগামী রোগীদের চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।”

স্থানীয় দোকানি হালিম পাহলান ও মামুন বলেন, “এই সেতু দিয়েই প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। এখন ভাঙাচোরা অবস্থার কারণে হেঁটে পার হতেও ভয় লাগে। এটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা জরুরি। নাহয় দুর্ভোগ ভোগান্তির সীমা থাকবেনা।

গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত হয়েছি। সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং আপাতত সংস্কারের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। (১০/১০/২০২৫)

মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীনদী বাজার  বণিক সমিতি পরিচিতি সভা অনুষ্ঠিত। মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুর...
09/10/2025

মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীনদী বাজার বণিক সমিতি পরিচিতি সভা অনুষ্ঠিত।

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীনদী বাজার বণিক সমতির ২০২৫ এর ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

সদর উপজেলার শ্রীনদী বন্দরে বুধবার বেলা এক ঘটিকার সময় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তুষার ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন বিএনপি'র নেতা বাবলু শেখ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক খোকন হাওলাদার, রাজ্জাক হাওলাদার, মান্নান শিকদার, মিলন বেপারি, কাবিল বেপারী, এসময় শ্রীনদী বাজার ব্যবসায়ীরা নবগঠিত কমিটিকে বরণ করে নেন এসময় ব্যবসায়ীদের প্রত্যাশা নবগঠিত কমিটি বাজার উন্নয়নের এবং ব্যবসায়ীদের যে কোন বিপদে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে

সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার ও ফারুকুল ইসলাম সন্নামাত সাধারণ সম্পাদক করে ।৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
সিনিয়র সহ-সভাপতি মোঃ এমারাত বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির মোল্লা, সহ-সভাপতি মোঃ সাহেবআলী মুন্সী, সহ-সভাপতি মোঃ জিটু মোল্লা, সহ-সভাপতি মোঃ দেলোয়ার বেপারী, সহ-সভাপতি মোঃ তোতা মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোকন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল খালাসী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিন্নাত আলী হাওলদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ টিটু খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খালাসী, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র দাস, কোষাধক্ষ্য মোঃ লিয়াকত আলী খান, সহকারী কোষাধক মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, সহকারি কোষাধক্ষ মোঃ বেলাল হোসেন (নয়ন), প্রচার সম্পাদক তুহিন হাওলাদার, সহকারি প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম শেখ, সহকারী প্রচার সম্পাদক মোঃ পানু ফকির, সহকারি প্রচার সম্পাদক সঞ্জিত সরকার (সুজন), দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার মুফতী, সহকারি দপ্তর সম্পাদক মোঃ রাজিব বেপারী, সহকারি দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন বেপারী, সহকারি দপ্তর সম্পাদক মোঃ কামাল মোল্লা, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুকিম হোসাইন, সহকারি ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাকিব বেপারী, সহকারি ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তুষার বেপারী, সহকারি ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম (বাবু), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আঃ হালিম, সহকারি ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ ফজলুল হক বেপারী, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক গোকুল চন্দ্র দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বেল্লাল বেপারী, সহকারি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল সিকদার, সহকারি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব হাওলাদার, সহকারি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোতা মাতুব্বর, পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক মোঃ গোলাম ফারুক, সহকারি পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক ডাঃ আনোয়ার হাওলাদার, সহকারি পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক মোঃ রুবেল মাতুব্বর, সহকারি পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক, আসাদ মিয়া, উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল মুন্সি, সহকারি উন্নয়ন বিষয়ক সম্পাদক আয়নাল খান, সহকারি উন্নয়ন বিষয়ক সম্পাদক সাইফুল হাওলাদার (থাই), সহকারি উন্নয়ন বিষয়ক সম্পাদক টুটুল খালাসী, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, সহকারি মহিলা বিষয়ক সম্পাদিকা ডাঃ তৃণা আফরোজ, কার্যকরী সদস্য নাসিম মাতুব্বর, কার্যকারী সদস্য হাফেজ মোঃ মোদ্দাসসের, কার্যকরী সদস্য মোঃ কামাল (মেম্বার), কার্যকারী সদস্য মোঃ কামাল হোসেন, কার্যকারী সদস্য সোহেল ফকির, কার্যকারী সদস্য মোঃ রাসেল ফরাজী (ঘুনসী), কার্যকারী সদস্য দিলীপ সরকার, কার্যকরী সদস্য মোঃ হাফিজুল, কার্যকারী সদস্য মোঃ জিসান, কার্যকারী সদস্য আলহাজ্ব সিকদার (পঃমাঠ), কার্যকরী সদস্য পলাশ শিকদার, কার্যকারী সদস্য অন্তর মন্ডল সহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা এবং বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাটের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; পাঁচ পুলিশ সহ আহত ৮ এম জাফরান হারুন:: পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন...
09/10/2025

হাটের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ; পাঁচ পুলিশ সহ আহত ৮

এম জাফরান হারুন:: পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাটের ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘের্ষর ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য সহ অন্তত আট জন আহত হয়েছেন।

বুধবার (০৮ অক্টোবর) দিবাগত রাতে লোহালিয়া ইউনিয়নের কবির মৃধা ও সোহাগ মাঝি গ্রুপের মধ্যে পালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ৫ পুলিশ সদস্যের মধ্য এএসআই জহির, এসআই আবদুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মোঃ রানা ও সাইফুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় মফিজুল নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে আমিনুল হক চৌধুরী (৪৫), পলাশ হাওলাদার(২৫) ও রমজান আলী (৬৫) নামের তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্বক জখম করে। এঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আর পুলিশ সদস্যরা মোটামুটি সুস্থ রয়েছে। (০৯/১০/২০২৫)

দুর্ভাগ্য বাংলাদেশের ৩-৪ গোলে হারলো বাংলাদেশ, হতাশ হয়ে মাঠ ছাড়ছেন দর্শকরা
09/10/2025

দুর্ভাগ্য বাংলাদেশের ৩-৪ গোলে হারলো বাংলাদেশ, হতাশ হয়ে মাঠ ছাড়ছেন দর্শকরা

টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে প্রকল্প ভরাটের অভিযোগটঙ্গীবাড়ী প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়...
09/10/2025

টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে প্রকল্প ভরাটের অভিযোগ
টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের বেহেরপাড়া এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের পাশের খাস জমি থেকে একটি ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি কেটে প্রকল্প এলাকায় ভরাট করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় আশ্রয়ণ প্রকলের কাজ চলমান রয়েছে। পাশের একটি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কেটে আশ্রয়ণ প্রকল্প ভরাট করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ— উপজেলা প্রশাসন ড্রেজার বন্ধে কঠোর অবস্থান নিলেও সরকারি খাস জমিতেই প্রভাবশালী একটি চক্র মাটি কেটে বিক্রি করছে। তারা বলেন, “সরকারি টেন্ডারের মাধ্যমে বরাদ্দ অর্থে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা, সেখানে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা কেন?” দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।

এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের সুপারভাইজার মো. ওবায়দুল্লাহ বলেন, “এটি আগে মুজিব কেল্লা নামে পরিচিত ছিল। বর্তমানে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। মাটি ভরাটের বিষয়টি অফিস জানে, আমি জানি না। মাটি ভরাটের দায়িত্ব মিজান খানকে দেয়া হয়েছে।”

ঠিকাদারি প্রতিষ্ঠান এ টু জেড কনস্ট্রাকশন এর মালিক শাহীন হোসেন বলেন, “মাটি ভরাটের কাজ অন্য একটি টিমকে দেয়া হয়েছে। তারা কোথা থেকে মাটি আনছে, সেটি তাদের দায়িত্ব।”

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর বলেন, “টঙ্গীবাড়ীতে একটি আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। আমরা কাজের মান নিয়মিত তদারকি করছি। তবে মাটি কোথা থেকে আনা হচ্ছে, সেটি আমাদের আওতাধীন বিষয় নয়।”

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি রক্ষায় অবিলম্বে প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন...
09/10/2025

বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম জাফরান হারুন:: পটুয়াখালীর বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ নুর নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বক্তব্যে বলেন, “জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে"। মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধির বিষয়ে আমরা আইনানুগভাবে মোকাবিলা করবো। সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য আমরা একসাথে কাজ করছি।”

জেলা প্রশাসক আরও বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে। প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন করে সেবা প্রদান। সমাজের প্রতিটি অসঙ্গতির বিরুদ্ধে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্বা কমান্ড সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান খান ফিরোজ প্রমূখ।

সভায় বাউফল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ২৪ জুলাই আহত যোদ্ধা মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণের টিন বিতরণ করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। (০৯/১০/২০২৫)

09/10/2025

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ....

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতাশ্রীনগর  প্রতিনিধিঃ-মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়...
09/10/2025

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা

শ্রীনগর প্রতিনিধিঃ-

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে নিউ বুলেট দয়হাটা চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর সেলামতি পল্টন আড়িয়াল বিলে শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে এবং ছাত্রনেতা সুমন হোসেন ও ফয়সাল হোসেনর পরিচালনায় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ সময় শত শত মাঝি-মাল্লার বৈঠার টানে টানে হৈ-হুল্লোর আর বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়ে তোলে ঐতিহ্যবাহী আড়িয়াল বিল এলাকা।

এতে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এক্সপ্রেস-,নিউজ বুলেট, বাগবাড়ী, লস্করপুর একতাসহ বেশকিছু বিশালাকার ছিপ নৌকা ও কোষা নৌকা এই বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী নৌকার মাঝি-মাল্লাদের হাতে পুরস্কার হিসেবে একাধিক টিভি তুলে দেন আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিরা। এদিন নৌকা বাইচ উপভোগ করতে আড়িয়াল বিল এলাকায় প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিন, ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক ফিরোজ আলম প্রধান। এছাড়াও ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আলম দেওয়ান, সাঃ সম্পাদক আঃ রহিমসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জে নতুনগাঁও ৬০ পিস ইয়াবাসহ মামুন ও সালাম জনি কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ চৌকস বাহিনী।
09/10/2025

মুন্সিগঞ্জে নতুনগাঁও ৬০ পিস ইয়াবাসহ মামুন ও সালাম জনি কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ চৌকস বাহিনী।

Address

Al-Amin Road, Shohid Nagar
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নাগরিক বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক নাগরিক বাণী:

Share