11/08/2023
ফ্রিল্যান্সিং বর্তমান বাংলাদেশের বহুল আলোচিত একটি বিষয়! বিশেষ করে যারা নিজেদের certificate কে কাজে লাগিয়ে কোনো চাকরিতে যোগদান করতে পারছে না,তারা এই সেক্টরকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে! আর #ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে ধৈর্য্যের সাথে লেগে থাকলে সফলতা শব্দটি আপনার জন্যই!😃
এই #ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে, marketing, যার চাহিদা বর্তমান সময়ে সবার তুঙ্গে, স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এর মাধ্যমে ইনকাম করার চেষ্টা করে যাচ্ছে এবং সফল ও হচ্ছে!🌟 কেননা এখানে এমন ছোট ছোট কাজ ও রয়েছে যা একটু চেষ্টা করলে সবাই নিজেদের যোগ্যতাকে কাজে লাগিয়ে কাজ গুলো করতে পারে।তবে এই ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে সর্বপ্রথম আমাদের জানতে হবে আসলে narketing কি??
✨What's the digital marketing?
এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে, মার্কেটিং এর ডিজিটালাইজেশন! অর্থাৎ, এতদিন আপনি আমি আমাদের পণ্যের প্রচার করেছি মাইকিং এর মাধ্যমে, মানুষের কাছে যেয়ে.. আর এই ডিজিটালাইজেশন হওয়ার কারনে আপনি ঘরে বসেই নিজের পণ্যের প্রচার করতে পারবেন তাও টার্গেটেড অডিয়েন্স এর কাছে! অর্থাৎ আপনার আগে টার্গেটেড অডিয়েন্স খুঁজতে অনেক পরিশ্রম করতে হতো! যেটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম এ আসার কারণে আর হচ্ছে না! আপনি সহজেই আপনার পণ্যের প্রচার, প্রমোট করতে পারবেন এই প্ল্যাটফর্ম এ, পাশাপাশি নিজের ব্যাবসার হিসাব নিকাশ অর্থাৎ আপনার performance tracking করতে পারবেন খুব সহজেই!🌟
✨The classification of digital marketing-
Digital marketing এর ক্ষেত্রকে 2ভাগে বিভক্ত করা যায়, তা হচ্ছেঃ
১-online মার্কেটিং (যেটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয়)অর্থাৎ কোন কোন ক্ষেত্র এর মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করে আপনি অনলাইনে মার্কেটিং করতে পারবেন সেগুলো হচ্ছে -
🔴serch engine optimisation (SEO)
🔴pay-per-click advertising
🔴 affiliate marketing
🔴 social media marketing
🔴 Email marketing
🔴 content marketing
🔴Web analytics
🔴 influencer marketing
🔴 marketing automation
২-offline marketing (যেটা এত জনপ্রিয় নয়) আর এটার মধ্যে ইন্টারনেট ব্যাবহার প্রয়োজনীয় নয়;এদিকের ক্ষেত্র গুলো হচ্ছেঃ
🔴Radio marketing
🔴 Television advertising
🔴 mobile advertising
🔴 Electronic billboard marketing
এই ক্ষেত্র গুলো সব ই গুরুত্বপূর্ণ, শুধূ আপনাকে খুঁজে নিতে হবে কোন ক্ষেত্রে আপনি আপনার দক্ষতাকে কাজে লাগাতে পারবেন, এবং নিজের ক্যারিয়ার এর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবেন ✨
#ফ্রিল্যান্সিং