
17/07/2025
"পুলিশের বৈধ কাজে বাধা প্রদানকারী মামলার আসামি গ্রেফতার।"
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় বাধা প্রদানের ঘটনায় অভিযুক্ত ১। মোঃ মিঠু ভূঁইয়া (৪৫), পিতা-মৃত বরজাহান ভূঁইয়া, মাতা মৃত পরীবানু সাং-৪৪৪ শাহ সুজা রোড, ভূইয়াপাড়া, থানা- সদর নারায়ণগঞ্জ (আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর ডিস বাবুর ক্যাডার), ২। সোহেল (৫০),পিতা মৃত ইমান আলী, মাতা মৃত শানু বিবি,
৩। মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০), পিতা-মৃত শাহীন, মাতা-মোসাঃ শিল্পী বেগম, ৪।মেহেদী হাসান তুহিন (২৭),পিতা- মৃত মোঃ সোলমান, মাতা -মাহফুজা বেগম, সর্বসাং-৫৩/১ পশ্চিম দেওভোগ এল এন রোড, থানা- সদর, নারায়ণগঞ্জদের নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।