Qawmi It - কওমী আইটি

Qawmi It - কওমী আইটি আইটি সহায়তায় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান Qawmi IT
Best Digital Marketing and SEO Service Provider Qawmi IT is a trusted company for marketing and IT support.

You can undoubtedly choose Qawmi IT for the promotion of your services or products. Contact Qawmi IT if necessary

হ্যালো, উদ্যোক্তা..আপনার ফেসবুক বিসনেস পেইজ বুস্ট করতে চান?তাহলে আর দেড়ি কেনো?আপনার পেইজ, প্রডাক্ট, সার্ভিস, প্রতিষ্ঠান ...
24/04/2024

হ্যালো, উদ্যোক্তা..
আপনার ফেসবুক বিসনেস পেইজ বুস্ট করতে চান?
তাহলে আর দেড়ি কেনো?

আপনার পেইজ, প্রডাক্ট, সার্ভিস, প্রতিষ্ঠান সঠিক কাস্টমারকে টার্গেট করে বুস্ট অথবা প্রমোট করুন কওমি আইটির মাধ্যমে।

বিঃদ্রঃ রিয়েল ডলার বুস্টিং এ কখনো নট ডেলিভারি আসেনা ইনশাআল্লাহ।
01710-420595
WhatsApp/contract

23/04/2024
আপনার পেইজ প্রোডাক্ট বা সার্ভিস বোস্টিং করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
21/03/2024

আপনার পেইজ প্রোডাক্ট বা সার্ভিস বোস্টিং করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।

এক ভাইয়ের নতুন পেইজে ১০০০ বাংলাদেশী ফলোয়ার দিলাম। কারো লাগলে নক করতে পারেন।
26/11/2023

এক ভাইয়ের নতুন পেইজে ১০০০ বাংলাদেশী ফলোয়ার দিলাম। কারো লাগলে নক করতে পারেন।

আপনার প্রোডাক্ট বা বিজনেসের যথাযথ বোস্টিং করুন এবং সেলস বাড়ান দ্রুত।
02/09/2023

আপনার প্রোডাক্ট বা বিজনেসের যথাযথ বোস্টিং করুন এবং সেলস বাড়ান দ্রুত।

আপনি কি আপনার বিজনেস অথবা পেজের বুষ্টিং নিয়ে চিন্তিত তাহলে আমাদেরকে মেসেজ করুন। আমরা আপনাদের পেইজ এবং প্রোডাক্টের যথাযথ...
02/09/2023

আপনি কি আপনার বিজনেস অথবা পেজের বুষ্টিং নিয়ে চিন্তিত তাহলে আমাদেরকে মেসেজ করুন। আমরা আপনাদের পেইজ এবং প্রোডাক্টের যথাযথ বুস্টিং সার্ভিস দিয়ে থাকি।

মাল্টিপল লেয়ার ফেসবুক এডস এর একটি সুবিধা রয়েছে। ধরুন আমি চারটি একসাথে রান করলাম। এখন ফেসবুক তার নিজ দায়িত্বে যেই অ্যা...
12/08/2023

মাল্টিপল লেয়ার ফেসবুক এডস এর একটি সুবিধা রয়েছে। ধরুন আমি চারটি একসাথে রান করলাম। এখন ফেসবুক তার নিজ দায়িত্বে যেই অ্যাড বেশি টাকা খরচ করছে সেটাকে বন্ধ করে দিবে। তারপর যেটা একটু টাকা খরচ কম করছে এটাকে দুই এক দিন দেখে সেটা কেও বন্ধ করে দেবে। তারপর যে এড আরেকটু কম খরচ করেছে তাকেও একটু দেখে অটোমেটিক বন্ধ করে দিবে। সর্বশেষ যেই অ্যাড সবচাইতে কম টাকা খরচ করছে এবং রেজাল্ট ভালো করছে, তাকে পুরো বাজেট দিয়ে লাইভ করে রাখবে।

আমরা যারা ফেসবুকে এডভারটাইজমেন্ট করি আমরা একটা ভুল ম্যাক্সিমাম এডভারটাইজার রাই করে থাকি। আর তা হলো "লেজার টারগেটেড অডিয়...
10/08/2023

আমরা যারা ফেসবুকে এডভারটাইজমেন্ট করি আমরা একটা ভুল ম্যাক্সিমাম এডভারটাইজার রাই করে থাকি। আর তা হলো "লেজার টারগেটেড অডিয়েন্স" তৈরি না করা।

ইমাজিন করুন আপনি কাওরান বাজার মোড়ে দাঁড়িয়ে আছেন এবং কাওরান বাজার মোড়ের একেবারে কমন একটা দৃশ্য কি? একজন ট্রাফিক সার্জেন্ট একটা বাস ড্রাইভারের মুখে চিকন একটা লেজার লাইটের আলো মেরে তাকে সতর্ক করছে। আশা করি এই দৃশ্যটা কম বেশি সবারই পরিচিত

মজার কথা হলো এই গল্পটা দিয়ে কিন্তু মার্কেটিং ও শিখার আছে। আমরা মার্কেটিং এ করি কি? বায়ার পারসোনা অনুযায়ী এক্সাক্ট একটা পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে রিচ করার ট্রাই করি। এখন ভাবুন তো, ওই ট্রাফিক আংকেলের কাছে যদি একটা লেজার লাইট না থেকে একটা টর্চলাইট থাকতো তবে কি তিনি আদৌ ওই এক্সাক্ট বাস ড্রাইভারের কাছে পৌঁছাতে পারতেন? কখনোই না।

সো উপরের গল্প থেকে এটা আমরা শিখতে পারলাম যে আপনাকে বস অডিয়েন্স সেট করতে হবে একেবারে লেজার টার্গেটের উপায়ে। আর ডিজিটালে এটা সম্ভব আপনার অডিয়েন্স কে ফিল্টার করার মাধ্যমে।

চলেন একেবারে প্র‍্যাক্টিকাল একটা এক্সাম্পল দেখি।

ধরুন আমরা ফেসবুকে ক্যাম্পেইন করবো একটা। সো চলুন বিজনেস স্যুটস থেকে আমরা Ads Manager ওপেন করি। তারপর Ad Set এ যাই। আমাদের এড সেট স্টেজে শুরু তে আমরা লোকেশান সেট করি তারপর আমরা বয়স সিলেক্ট করি এটার পর আমরা জেন্ডার নির্ধারণ করি এবং সব শেষে আমরা ডিটেইল টার্গেটিং করি। মানে আমাদের অডিয়েন্স এর Interest, Demography এবং Behavior অনুযায়ী আমরা কিছু কী ওয়ার্ড সেট করি।

এবং এখানেই আমরা ভুল টা করি। এখনো কি অনুমান করতে পারছেন না ভুল টা কি?

ভুলটা হলো detail targeting এ অডিয়েন্স বানানোর কাজটা কিছু কি ওয়ার্ডের ব্যাবহার করে শেষ করে দেয়া। আপনার যেটা করা উচিত ছিলো আপনার অডিয়েন্স কে আরো ডিপ ডাউন করা উচিত ছিলো। মনে এবং মাথায় দুই জায়গায় ই রাখবেন যে, আপনি আপনার অডিয়েন্স যত বেশি ফিল্টার করবেন আপনার অডিয়েন্সের মধ্য থেকে তত বেশি রিয়েল কাস্টমার বের হয়ে আসার সম্ভাবনা বাড়বে।

ধরুন আপনি ফেসবুক এডের মাধ্যমে কাস্টমাইজ মোবাইল ব্যাক কাভার সেল করতে চাচ্ছেন। চলেন একটা এড সেট স্ট্রাকচার দেখি:

Location- Dhaka, Chittagong, Sylhet (যেহেতু কাস্টমাইজ ব্যাক কাভার একটু শহুরে ছেলে মেয়েরাই ব্যাবহার করে)

Age- 18-35 (এ ধরনের ব্যাক কাভার একটু তরুণদের ই ব্যাবহার করতে দেখা যায়)

Gender- Both (যদিও মেয়েদের ই বেশি ব্যাবহার করতে দেখা যায়, তবে ছেলেরা ও কম বেশি ব্যাবহার করে বটে)

Detail Targeting:

Mobile phone accessories (interest)

Gadget (interests)

Screen protector (interests)

Smartphone (interests)

Online Shopping (interest)

আমরা সাধারণত এইখানে এসেই আমাদের অডিয়েন্স বানানো শেষ করে দেই। এবং নিজের কফিনে নিজেই শেষ পেড়েক মেরে দেই।

আমাদের অডিয়েন্স সেকশনে আরো ও কিন্তু দুইটা অপশন রয়েছে যেটা দিয়ে চাইলে আমাদের এই টর্চলাইট অডিয়েন্সকে লেজার লাইট অডিয়েন্স বানানো সম্ভব। কিন্তু কেন যেন সেই অপশন দুইটা আমরা ব্যাবহার করি না বা করতে চাই না বা কিভাবে করে সেটাই বুঝি না।

Option 1: Define further

Option 2: Exclude

এই Define Further এর প্রিভিয়াস নাম ছিলো Include. অর্থ্যাৎ ফেসবুক আমাদের কাছ থেকে জানতে চাই আপনি আর কোন কিওয়ার্ড ইনক্লুড করতে চান কিনা? এখন প্রশ্ন হলো এই কিওয়ার্ড ইনক্লুডিং তো আমরা চাইলে Detail Targeting এই করতে পারতাম। এখানে করে কাজ টা কি?

এইখানে একটা দারুণ খেলা আছে ভাই। আপনি যখন এই Define Further বাটনে চাপ দিবেন আপনি দেখবেন একটা কিওয়ার্ড সার্চ বক্স আসবে এবং তার উপরে লেখা থাকবে must also match. এর মানে হলো আপনি এই বাক্সে যাই লিখবেন সেটা মাস্ট ম্যাচ করতে হবে আমাদের ডিটেইল টার্গেটিং এর কিওয়ার্ডের সাথে।

উদাহরণ সহ আরেকবার বুঝি।

Detail Targeting:

Mobile phone accessories (interest)

Gadget (interests)

Screen protector (interests)

Smartphone (interests)

Online Shopping (interest)

আমাদের ডিটেইল টার্গেটিংকে আমরা যদি Define Further দিয়ে Dip Down করে তবে জিনিসটা কেমন হয় দেখুন।

Further More:

North South University (School)

এর মানে কি দাঁড়ালো? আমরা ফেসবুককে ডিরেকশন দিলাম এই বলে যে ভাই আমাকে তুমি ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে অডিয়েন্স এনে দাও যারা গেজেট পছন্দ করে এবং মাস্ট মাস্ট তাদের দিবা যাদের প্রোফাইলে ভার্সিটি হিসেবে NSU যুক্ত করা আছে।

হয়ে গেলো না অনেক বেশি লেজার টার্গেটেড?

আরেকটা উদাহরণ দেখি চলেন

Detail Targeting:

Head of Marketing

CEO

Founder

page owner

আর Further More এ রাখলাম Digital Marketing.

এর মানে আমি ফেসবুককে বললাম ভাই আমাকে তুমি বিভিন্ন পেশাজীবি মানুষ গুলোকে খুঁজে বের করে দাও তবে তাদের মধ্যে এমন মানুষ গুলোকে দিবা যারা Digital Marketing এ আগ্রহ রাখে।

আমাদের কিন্তু Option 2 রয়েই গেছে যেটা আমরা এখনো ব্যাবহার করি নি।

Option2: Exclude

এই ধরুন আপনি গ্যাজেট সেল করবেন এখন এটাই স্বাভাবিক না যে আপনার যারা কম্পিটিটর আছে তাদের সবার কাছে ও আপনার গ্যাজেটের এড যাবেই। কারণ তারা ও রোজ গ্যাজেট নিয়ে খোঁজ খবর রাখে যেটা ফেসবুকের কাছে ইন্টারেস্টেড অডিয়েন্স বলে বিবেচিত হয়। কিন্তু সমস্যা হচ্ছে তারা তো আমাদের কাস্টমার না। তাহলে তাদের কাছে এড পাঠিয়ে টাকা নষ্ট করার তো কোন কারণ ই হতেই পারে না।

ব্যাস এভাবে আরো অনেক অনেক অডিয়েন্স ডিপডাউন করে কিন্তু আপনি আপনার একচুয়াল অডিয়েন্সের কাছে যেভাবে পৌঁছে যেতে পারেন একই ভাবে যাদের আমার দরকার নাই তাদের কাছে না পৌঁছে আপনার পয়সা ও সেভ করতে পারেন।

#বুস্টিং


ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ...
08/06/2023

ক্যাম্পেইনের মেইন ফিচার ও এর গুরুত্ব (বিজনেস ম্যানেজারের ভুমিকা)

প্রথম কথা হচ্ছে এটার গুরুত্ব ও সুবিধা এক পোস্টে লিখে শেষ করা যাবে না । তবে যেটা বলতে পারি আপনার বিজনেসের সঠিক মার্কেটিং করতে হলে বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে । আর এডভান্স মার্কেটিং করতে হলে ক্যাম্পেইন করতে হবে । উদাহরণ স্বরূপ বলি, আপনি মনে করুন একটা এড একই ব্যক্তিকে সর্বোচ্চ সংখ্যকবার দেখাতে চাচ্ছেন । এখন এটা কন্ট্রোল করা এবং ডেটা এনালাইসিস করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে কিন্তু ক্যাম্পেইন করেই করতে হবে । মার্কেটিং করে যদি আপনার কোন রিটার্ন না আসে তাহলে সমসত অর্থই পানিতে যাবে ।

মৌলিক পার্থক্য
নিম্নোক্ত কাজ গুলো যদি আপনার ব্যবসার জন্য করতে চান তাহলে অবশ্যই ফেসবুক এড কে বেছে নিতে হবে আপনাকে ।

ম্যাসেজ ক্যাম্পেইনঃ আপনার যদি এফ কমার্স ব্যবসা থেকে থাকে । এবং আপনি ম্যাসেজ ক্যাম্পেইন, ম্যাসেঞ্জার মার্কেটিং করতে চান ।
অ্যাপ ইন্সটলঃ আপনার কোন অ্যাপ থাকলে এবং সেটার প্রোমোট করতে চাইলে ।
ওয়েবসাইট ট্রাফিকঃ আপনার কোন বিজনেস ওয়েবসাইট অথবা সার্ভিস ওয়েবসাইট থাকলে সেটার প্রোমোশনের জন্যেও এড ক্যাম্পেইন করতে হবে ।
শপ অর্ডারঃ ফেসবুক শপে আপনার কোন বিজনেস থাকলে সেটার প্রোমোশনের জন্য ।
ভিডিও ভিউ ও রিটার্গেটঃ আপনার কোন ভিডিও প্রোমোট করতে চাইলে এবং সেটার মাধ্যমে পরবর্তীতে রিটার্গেট করতে চাইলে ।
ওয়েবসাইট রিটার্গেটঃ১ ওয়েব সাইটে ভিজিটর নিয়ে এবং ওই ভিজিটরদেরকে আবার রিটার্গেট করার জন্য ।
ব্র্যান্ডিংঃ আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার ব্যবসাকে বড় করতে চান, প্রোপার ব্র্যান্ডিং করতে চান তাহলে ফেসবুক এড ক্যাম্পেইন অবশ্যই করতে হবে ।

কোন একটা পণ্যের মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টোমারকে যথাযথ ভাবে প্রস্তুত করে নিতে হবে অর্থাৎ উক্ত প্রোডাক্ট এর ভালোমন্দ জানাতে হবে । এভাবে একটি ফানেল তৈরী করে মার্কেটিং করলে ভাল রেজাল্ট আসবে । কিন্তু এসমস্ত কার্যক্রম কোনভাবেই পোস্ট বুস্ট ফিচার থেকে করা সম্ভব হয় না । এভাবে পরিপূর্ণ মার্কেটিং এর সুবিধা পেতে আপনাকে ফেসবুক এড ক্যাম্পেন বেছে নেওয়ার পরামর্শ দিব আমি ।

01/06/2023

মদীনায় একেবারে খালি হাতে গিয়েছিলেন একজন সাহাবী। তাঁকে ফ্রি-তে অফার দেয়া হয়েছিলো একটি বাগান, কোটি টাকার প্রপার্টি।

কিন্তু, তিনি ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, "মদীনার বাজারটি কোথায়? আমাকে বাজারের রাস্তাটি দেখাও।"

মদীনার বাজারে গিয়ে তিনি ঘি ও পনিরের ব্যবসা শুরু করেন। পরবর্তী ঘোড়ার ব্যবসা করেন।

কোটি টাকার প্রপার্টি ফ্রি-তে পেয়েও গ্রহণ না করা সেই সাহাবী যখন ইন্তেকাল করেন, তখন তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭০ কোটি টাকা!

তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী।

কিভাবে উদ্যোক্তা হওয়া যায়, ব্যবসা করতে হয় সেটার উদাহরণ খুঁজতে গেলে আপনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পাবেন৷

যারা রেগুলার  বুস্টিং (Ad Campaign) করেও আশানুরূপ সেলস পাচ্ছেন না তাদের জন্য এই লেখাটি! আমরা আজকে একটা গল্পের মাধ্যমে জা...
31/05/2023

যারা রেগুলার বুস্টিং (Ad Campaign) করেও আশানুরূপ সেলস পাচ্ছেন না তাদের জন্য এই লেখাটি!

আমরা আজকে একটা গল্পের মাধ্যমে জানবো কাস্টমার টেম্পারেচার টা আসলে কি?

এবং কাস্টমার টেম্পারেচার জানাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ!

চলুন গল্পে গল্পে জেনে নেই 🤗

৫ বন্ধু মিলে টিএসসির একটা চা দোকানে বসে আড্ডা দিচ্ছে এর মধ্যে ২ বন্ধু চা খাচ্ছে (পান করা) বাকী তিন বন্ধু বসে গল্প করছে।

দোকানের পাশে দিয়ে কেউ যাচ্ছে নীলক্ষেতের দিকে, কেউ বা যাচ্ছে শাহবাগের দিকে। কেউ বাসে যাচ্ছে কেউ সিএনজি কেউ আবার হেটেই যাচ্ছে। প্রায় ৪/৫ হাজার মানুষ। (জাস্ট বুঝার জন্য সংখ্যা ধরা)।

এখানে আমরা দোকান টা কেন্দ্র করে তিন প্রকার মানুষ পেলাম।

১. ২ জনে বসে চা খাচ্ছে।
২. ৩ জনে বসে আড্ডা দিচ্ছে।
৩. হাজার খানেক মানুষ যাতায়াত করছে দোকানের আশপাশ দিয়ে।

⛔ আসুন এবার আরো ক্লিয়ার করে বুঝি ☺️

✅ ১ নাম্বারে যারা চা খাচ্ছে তারা দোকানদারের "হট কাস্টমার" কারণ তারা অলরেডি চা পারচেজ করেছে।

✅ ২ নাম্বারে যারা আছেন তারা চা পারচেস করেনি, কিন্তু চাইলেই তাদের কাছে চা বিক্রি করতে পারবে। কারণ তারা দোকানে বসা এবং তাদের ২ বন্ধু অলরেডি চা খাচ্ছে। তারা যদি বলে চা টা দারুণ তাহলে তারাও খাওয়ার চান্স থাকে অনেক। কিংবা দোকানদার বিভিন্ন কৌশলে চা বিক্রি করতে পারবে।তার মানে হলো তারা দোকানদারের জন্য "ওয়ার্ম কাস্টমার"।

✅ ৩ নাম্বারে যারা আছেন তারা কেউ-ই দোকানের দিকে তাকালো না। কারণ কেউই এখন চা খাওয়ার মুডে নেই। কেউ হয়তো হসপিটালে যাচ্ছে রুগী দেখতে , কেউ হয়তো অফিসে বসের ধমক খেয়ে দ্রুত কাজে বের হয়েছে। আবার কেউ হয়তো ক্লাসে এডেন্ট করার জন্য দৌড়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তার মানে, তাদের কে এখন ফ্রিতে চা অফার করলেও খাবে না।সো তারা হলো দোকানদারের জন্য "কোল্ড কাস্টমার"

এখন বলতে পারেন এই গল্প শুনে লাভ টা কি?🤔

আসুন এবার বাস্তবতায় ফিরে লাভ টা খুঁজে দেখি😌

আমরা যখন এ্যাড ক্যাম্পেইন রান করি (বুস্টিং) তখন আমরা দেখি ১০/১৫ হাজার রীচ হয়েছে, রাইট?

তার মধ্যে এনগেজমেন্ট হয়েছে হয়তো ১৫০০।

এবং প্রোডাক্ট পারচেজ করেছে মাত্র ১৫ জন।😜

তাহলে আমরা এখানে কি চিত্র দেখতে পেলাম?🧐

মনে করুন আমরা ৫ দিনের ক্যাম্পেইন করেছি ১০ ডলার দিয়ে।

তাহলে আমাদের খরচ বেশী হয়েছে কোথায় ১৫ টা সেলে নাকি ১৫ হাজার রীচে?? অবশ্যই ১৫ হাজার রীচে!!

আমরা ধরতেই পারি ৯০% টাকা খরচ হয়েছে রীচে।তারা আমার সাথে কোন ভাবেই এনগেজড হয়নি, তারা আমার পোস্টে ক্লিক ও করেনি, তার মানে তারা আমার পণ্যের প্রতি কোন ইন্টারেস্টেড না। তাহলে এরাই হলো আমার জন্য "কোল্ড কাস্টমার"।

যে ১৫ শ মানুষ আমার পোস্টে ক্লিক করেছে, কমেন্ট করেছে কিংবা কেউ কেউ শেয়ার করেছে কিন্তু প্রোডাক্ট পারচেজ করেনি। আমরা ধরেই নিলাম তাদের আমার পণ্য পছন্দ হয়েছে।আমার পণ্যের প্রতি তাদের ইন্টারেস্টেড আছে। হয়তো টাকার জন্য এখন কিনতে পারেনি। অথবা অন্য কোন সমস্যা থাকতে পারে। আর এরাই হলো আমার "ওয়ার্ম কাস্টমার"

তাদেরকে আমি পরবর্তীতে রি-টার্গেট করলে অথবা কোন প্রকার ডিস্কাউন্ট দিলে সহজ কথায় একটু ঘষামাজা করলেই তারা আমার কাস্টমার হয়ে যাবে।

যে ১৫ জন পারচেস করেছে তারাই হলো আমার "হট কাস্টমার"।

এখন কিন্তু আপনার কাছে একটা স্ট্রং ডাটা আছে। আপনি এবার ১৫০০ জন + ১৫ জনকে নিয়ে পরবর্তীতে রি-টার্গেটিং কেম্পেইং রান করতে পারবেন এবং ফেসবুককে বলে দিবেন এই ১৫১৫ জনের মতো (বিহেভিয়ার, ইন্টারেস্টিং মিলে) করে আমাকে তুমি আরো ১৫ হাজার কাস্টমার এনে দাও।

তাহলে হবে কি?

আমরা রি-টার্গেটিং করতে যাওয়ার সময় আমাদের পুরনো কোল্ড কাস্টমারকে বাদ দিয়ে দিবো। কারণ তারা আমার পণ্যের প্রতি কোন ইন্টারেস্টেড ই রাখেনা। তাদের পিছনে আমার যে টাকা খরচ হতো, সেই টাকা আমরা এই পনেরশজনের মধ্যে ইনভেস্ট করে আরো ১৫ হাজার সলিড কাস্টমার ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। এবং এটা "রিটার্গেটিং" মাধ্যমে যেটা হবে "লুক এ লাইক কাস্টমার "।

এভাবে আমরা যদি কাস্টমারের টেম্পারেচার বুঝে "Ad ক্যাম্পেইন করতে পারি তাহলে অবশ্যই আমরা অনেক ভালো রেজাল্ট পাবো। আর এই পুরো জার্নিকেই বলে কাস্টমার টেমপারেচার। 🤗

Address

Fatulla
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi It - কওমী আইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawmi It - কওমী আইটি:

Share