27/06/2025
সবাই শুধু পাখি শো করে… কিন্তু আমি এসেছি আপনাদের জেনেটিক বোঝাতে।
অনেকেই তাদের পাখি দেখায়, ছবি দেয়, শো করে — যেন আপনার চোখ ধাঁধিয়ে যায় বুঝছেন না।কিন্তু আমি এখানে এসেছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে:
শুধু সুন্দর পাখি দেখলেই হবে না,
দরকার জেনেটিক বুঝে ব্রিডিং করা।
আজকের টপিক: পাখির সাইজ কীভাবে বড় করবেন???
এর আগে একটা কথা আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে —
পাখির সাইজ শুধু তার খাবার বা খাঁচা দিয়ে নির্ধারিত হয় না। এটা নির্ধারণ হয় জেনেটিক এবং মা পাখির শারীরিক গঠন দিয়ে।।।।
তার আগে মনে করিয়ে দিতে চাই যারা মনে করে পাখির দাম নেই আসলে কোয়ালিটি ফুল পাখি তাদের কাছে নাই।বিশ্বাস না হলে তাদের বাসায় গিয়ে দেখে আসতে পারেন । আর আজ, আপনাদের যা শেখানো হচ্ছে – সেটা কারো ঘর থেকে এনে, সাজিয়ে, পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে।
যেন আপনি ভুল না করেন, যেন আপনি লস না খান।
আমরা চাই আপনি সোজা রাস্তা দিয়ে যান, আর সঠিক জিনিস শিখে এগিয়ে যান।ব্যাক টু দ্যা পয়েন্ট..
একটা পরিচিত উদাহরণ দিয়ে শুরু করি — মোরগ আর মুরগির ব্যাপারটা জানেন তো...
একটা বড় মোরগ যদি একটা ছোট মুরগির সঙ্গে মিলন করে:
তাহলে ছোট মুরগি ছোট ডিম দিবে।
সেই ডিম থেকে হবে ছোট বাচ্চা।
আবার সেই বড় মোরগ যদি একটা বড় মুরগির সঙ্গে মিলন করে:
তাহলে ডিম হবে বড়।
এবং বাচ্চা হবে বড় আকৃতির।
কারণ:
মোরগ শুধু জিন দেয়। কিন্তু ডিমের আকার ও শুরুতে বাচ্চার শরীর গঠনের ৮০% নিয়ন্ত্রণ করে মা মুরগি।
তাহলে ফিঞ্চ বা অন্য পাখির বেলায় কী করবেন?
১. মেয়ে পাখির গঠন বড় হতে হবে
মা পাখি যদি বড় হয়, সে বড় ডিম দিবে — আর বড় ডিম থেকেই বড় বাচ্চা হয়।
২. জেনেটিক লাইন খুঁজে কাজ করুন
কোনো পাখির বংশে যদি শরীর বড় হয়, সেই লাইনের ফিমেল পাখি নিন। বাবা-মা দুইটাই যদি ভালো হয়, ভবিষ্যৎ প্রজন্মেও বড় সাইজ থাকবে।
৩. বাচ্চা মিলিয়ে পেয়ার বসান না
অনেকেই শুধু সুন্দর দেখে পেয়ার বসায় — এটা ভুল।
আগে ভাবুন এই জোড়া থেকে আমি কী পাবো?
৪. খাবার, ক্যালসিয়াম ও স্পেস নিশ্চিত করুন
যদিও আজকের ফোকাস জেনেটিক, কিন্তু খাবার ও পরিবেশও বড় হওয়ার জন্য সাপোর্টিভ ফ্যাক্টর।
সংক্ষেপে জেনেটিক নিয়ম--
ভূমিকাকে জিন দেয়বাবা পাখি (Male) ডিমের আকার নির্ধারণ করেমা পাখি (Female) বাচ্চার প্রাথমিক সাইজ নির্ধারণ করেমা পাখির শরীর ও বংশ
এই যে আমি মাঝে মাঝে আলোচনা করি আপনাদের সঙ্গে এতে করে কি আপনারা উপকৃত হচ্ছেন? আমি জানতে ইচ্ছুক কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত! ধন্যবাদ।
(কপি পোস্ট)