Gen-Z Naryanganj

Gen-Z Naryanganj .

Gen-Z Narayanganj  গ্রুপের ফান্ডের অবশিষ্ট টাকা দিয়ে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং বাকি টাকা এতিমখানায় ...
15/01/2025

Gen-Z Narayanganj গ্রুপের ফান্ডের অবশিষ্ট টাকা দিয়ে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং বাকি টাকা এতিমখানায় দেওয়ার একাংশ এর মধ্য দিয়ে আমরা Gen-Z Narayanganj গ্রুপের সকল ধরণের কার্যক্রম আজ(১৫-০১-২০২৫) এবং এখন থেকে অফিসিয়ালি বন্ধ ঘোষণা করছি। Gen-Z Narayanganj গ্রুপের নাম দিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের যে কোন ধরনের কার্যালাপের দায়ভার সম্পূর্ণ ওই ব্যক্তির। এর জন্য Gen-Z Narayanganj গ্রুপের কোন এডমিন বা সাধারণ সদস্যরা দায়ী থাকবে না।

Gen-Z গ্রুপ সব সময় দেশের প্রয়োজনের ছিল এবং আবার প্রয়োজনে আসবে।

08/10/2024

"Gen-Z Narayanganj" এই নাম এবং লোগো ব্যবহার করে অন্য কোন গ্রুপ খোলা বা পেজ খোলা নিষিদ্ধ করা হলো।💯

08/10/2024

আমরা দেশের জন্য ফাইট করেছি এবং পরবর্তীতে কিছু কাজের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়িয়ে ছিলাম । কিন্তু বর্তমানে কিছু স্থানে এখনো সার্বিক পরিস্থিতি অনুকূলে আসেনি কিন্তু এটি খুব দ্রুত সমাধানের চেষ্টা করে যাচ্ছে গভার্নমেন্ট থেকে। আর যেহেতু আমাদের কোন রাজনৈতিক দল নই সেহেতু, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশকে যেভাবে পরিচালনা করা হচ্ছে। পরবর্তীতে দেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমরা আপাতত Gen-Z Narayanganj থেকে আমাদের কার্যক্রম গুলো বন্ধ রাখবো। কিন্তু সেটা ঠিক ততক্ষণ যতক্ষণ না দেশে আবার কোন স্বৈরাচারের সৃষ্টি হয়। আর দেশের কাঠামো তৈরি করতে শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষিত হতে হবে। আর তাই প্রত্যেকে নিজ নিজ পড়াশোনায় মনোযোগ দেই। আবার যখন দেশের প্রয়োজন হবে তখন আমরা আবারো ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ।
ধন্যবাদ সকলকে🙏🏻

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত!💔Lt. Tanzim S Nirzon2000 - 2024
24/09/2024

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত!💔

Lt. Tanzim S Nirzon
2000 - 2024

20/09/2024

আবেগ আর সার্বভৌমত্বকে এক করতে যাইয়োও না। পরে পাহাড়ের নাম কি দিবা, জুম্মল্যান্ড?

শিক্ষিত হলাম ঠিকই ডিগ্রির পাহাড় গড়লাম,কিন্তু মানুষ হলাম কোথায়?পিটিয়ে মারার আগে ভাত খেতে দিলো যারা,তারা কি আদৌ মানুষ?শ...
20/09/2024

শিক্ষিত হলাম ঠিকই
ডিগ্রির পাহাড় গড়লাম,
কিন্তু মানুষ হলাম কোথায়?
পিটিয়ে মারার আগে
ভাত খেতে দিলো যারা,
তারা কি আদৌ মানুষ?
শিক্ষিত,মেধাবী-তবু মন অন্ধ,
নিষ্ঠুরতায় ঢাকা প্রাণ।

কোথায় সেই শিক্ষার আলো
যা ভালোবাসতে শেখায়?
কোথায় সেই মেধার দাম,
যা মনুষ্যত্বের গান গায়?

শিক্ষা কি শুধু বইয়ের পাতায়?
নাকি তা থাকা উচিত আমাদের হৃদয়ে,
যেখানে মানুষ হবে মানুষ,
মেরে নয়,বাঁচিয়ে রাখবে সবাইকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে সংগঠিত হ*ত্যা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে প্রতিনিধি, ডিইউ নিউজঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলু...
20/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে সংগঠিত হ*ত্যা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে

প্রতিনিধি, ডিইউ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে হ*ত্যার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত আনুমানিক বারোটার দিকে হলের কিছু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বারোটার একটু পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এই লোকটিকে নিয়ে আসে। এরপর ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করলে এই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি।

রাত দুইটা এগারো মিনিটের দিকে হাসাপাতালে গিয়ে দেখা যায়, লোকটির মরদেহ একটি স্ট্র্যচারে শুয়ে রাখা হয়েছে।

হাসাপাতাল সংশ্লিষ্টরা জানান, রাত বারোটায় আনার পর থেকে এই মরদেহ এখানেই রেখে দেওয়া হয়েছে।

রাত পৌনে তিনটার দিকে মরদেহকে মর্গে নিয়ে রাখা হয়।

পরবর্তী পদক্ষেপ কী জানতে চাইলে ইনচার্জ ফারুক জানান, লাশটির সুরতহাল আমরা করবো। এরপর বাকি কাজ শাহবাগ থানার। উনারা বাকি পদক্ষেপ নিবেন।

জানা গেছে মৃত লোকটির নাম তোফাজ্জল। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে। তার বাবা-মা কেউ বেঁচে নেই। বিভিন্ন কারণে তিনি অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

যা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা:

ঘটনার শুরুর বর্ণনা দিয়ে এক শিক্ষার্থী বলেন, আমাদের হলে আজকে ক্রিকেট এবং ফুটবল খেলা চলছিল। দুপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন সময়ে আমাদের ছয়টি ফোন চুরি হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের ফুটবল খেলা যখন শুরু হয় তখন সেখানে এই লোকটি আসে। কেউ একজন বলে, এই লোকটিই ফোনগুলো চুরি করে থাকতে পারে। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেইন বিল্ডিংয়ের গেস্টরুমে নিয়ে যাওয়া হয়। সে ফোন চুরির বিষয়টি অস্বীকার করলে তাকে ক্যান্টিনে খেতে নিয়ে যাওয়া হয়। তাকে খাবার দিয়ে আমি চলে আসি। এরপর আমি আর কিছু জানি না।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুইজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত আটটার দিকে এই লোকটাকে ধরা হয়। শুরুতে হলের মেইন গেস্টরুমে তাকে চড় থাপ্পড় মারা হয়। এরপর তাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে জোর করে প্রচুর ডাল আর গোশত খাওয়ানো হয়।

সেখান থেকে নিয়ে হলের এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্টরুমে তাকে কয়েক দফা পেটানো হয়। এরপর সেখান থেকে আবার মেইন বিল্ডিংয়ের গেস্টরুমে এনে তাকে আরও একদফা পেটানো হয়।

এই শিক্ষার্থীরা বলেন, মারের কারণে এই লোক সেখানে শুয়ে পড়ে। শোয়া অবস্থা থেকে লোকটা উঠতেই পারছে না। এসময় তাকে নাচতে জোর করেন কয়েকজন শিক্ষার্থী। অথচ সেসময় লোকটার পিঠ থেকে রক্ত ঝরছে।

এই শিক্ষার্থীরা বলেন, রাত নয়টার কিছু পর থেকে প্রক্টরিয়াল বডির মোবাইল টিম এবং হলের কয়েকজন হাউজ টিউটর গেস্টরুমের বাইরে দাঁড়ানো ছিলো। অথচ সেসময়ও লোকটাকে গেস্টরুমে আটকে রাখা হয়েছে। আর তাকে বের করে নিয়ে যাওয়া হয় সাড়ে দশটার দিকে।

বিশ্ববিদ্যালয়ের মোবাইল টিমের ভাষ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা মোবাইল টিমের একজন সদস্য বলেন, এফএইচ হল থেকে খবর পাওয়ার পর আমাদের বিকালের টিম রাত আনুমানিক নয়টার দিকে সেখানে যায়। তারা জানতে পেরেছে, সাতটা-আটটার দিকে সেই লোকটাকে শিক্ষার্থীরা আটক করে। বিকেল টিমের ডিউটি শেষ হওয়ার পর আমরা রাতের টিম রাত দশটা বিশ বা বাইশ মিনিটের দিকে হলটির গেস্টরুমে যাই। গিয়ে দেখি লোকটাকে অনেক মারা হয়েছে আর সে সেখানে পড়ে আছে।

তিনি বলেন, সেখান থেকে এই লোকটিকে নিয়ে হলের তিনজন হাউস টিউটর, চার-পাঁচ জন শিক্ষার্থীসহ রাত এগারোটায় শাহবাগ থানায় আসি। এরপর থানার ওসির সাথে হাউজটিউটররা কথা বলেন। পরে সেখান থেকে লোকটাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে মৃত ঘোষণা করা হলে শিক্ষার্থীরা বের হয়ে চলে যায়। এরপর আমরাও বের হয়ে চলে আসি।

গেইটম্যানের ভাষ্য

হলের মেইন বিল্ডিংয়ের গেস্টরুমের সামনে থাকা একজন গেইটম্যান বলেন, আমি দশটার দিকে ডিউটিতে আসি। তখন দেখি গেস্টরুমের বাইরে হাউস টিউটররা দাঁড়িয়ে আছেন। আমার আগে দায়িত্বে থাকা গেইটম্যানকে জিজ্ঞেস করলে সে বলে ভিতরে চোর ধরা পড়ছে।

তিনি বলেন, তবে সে সময় ভিতরে কী হচ্ছে সেটা আমি দেখিনি। এর ১০-১৫ মিনিট পর ভিতর থেকে চিৎকার আসলে হাউস টিউটররা আমাকে বলেন, দেখেন তো গিয়ে কী হচ্ছে ভিতরে। এরপর আমি গিয়ে দেখি ঐ লোকটাকে চড় থাপ্পড় দেওয়া হচ্ছে। তবে আমি যাওয়ার পর আর মারতে দেখিনি। পরে হাউস টিউটর, মোবাইল টিম এবং কয়েকজন শিক্ষার্থী এই লোকটাকে নিয়ে যায়।

তিনি বলেন, এরপর রাতে শিক্ষার্থীরা হলে ফিরলে তাদের কথাবার্তায় বুঝেছি, লোকটা মারা গেছে। তখন এই গেস্টরুমের লেগে থাকা রক্তগুলো তারা মুছে ফেলার প্রস্তাব দিলে বললে আমি অপারগতা প্রকাশ করি।

এদিকে এই ঘটনার পুরো রাত পেরিয়ে গেলেও ঘটনাস্থলে আসেননি হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম। ঘটনার সময় বা এর পরে তাকে কয়েকবার ফোন দেওয়া হয়েছেও বলে জানান শিক্ষার্থীরা। তারপরও রিচ করা যায়নি প্রাধ্যক্ষকে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদও একাধিকবার ফোন দিয়ে পাননি এই প্রাধ্যক্ষকে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং সহকারী প্রক্টররা আসার খবর পেয়ে সকাল সাতটার দিকে ঘটনাস্থলে আসেন অধ্যাপক ড. শাহ মো. মাসুম।

Du News

১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উগ্রবাদী দীঘিনালা ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে সাম্প্রদায়িক সংগঠন বাঙ্গালী ছাত্র প...
20/09/2024

১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উগ্রবাদী দীঘিনালা ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থী ব্যানারে সাম্প্রদায়িক সংগঠন বাঙ্গালী ছাত্র পরিষদের মিছিল থেকে দীঘিনালা বাস স্টেশন সংলগ্ন লারমা স্কোয়ারে সাম্প্রদায়িক হামলায় ভস্মীভূত দোকানপাত, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি।

17/09/2024

"বর্তমান সময় থেকে কেমন হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুল"🎓🏫

16/09/2024

১৭•৯•২০২৪ ইং (আগামীকাল) "শিক্ষা দিবস"।

আগামীকাল নারায়ণগঞ্জে ছাত্রদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়া সংগঠন 'বাংলাদেশ ছাত্র ফেডারেশন' শিক্ষা দিবস উপলক্ষ্যে একটি ছাত্র-শিক্ষক মতবিনিময় সভা আয়োজন করেছে।
আমরা আমাদের ক্যাম্পাসকে কীভাবে চাই, আমাদের কল্পনার ক্যাম্পাস কেমন! কীভাবে আমরা গড়তে চাই সে বিষয়ে শিক্ষক এবং ছাত্ররা কথা বলার আয়োজন। শিক্ষকরা তাদের ভাবনা জানাবেন আর ছাত্ররা তার নিজেরটা।
শিক্ষক প্রতিনিধি হিসেবে তোলারাম কলেজ, না.গঞ্জ কলেজ এবং মহিলা কলেজের প্রিন্সিপাল উপস্থিত থাকবেন।
সেখানে শিক্ষার্থীদের জায়গা থেকে "Gen-Z Naryanganj" এর সকলের উপস্থিতি অত্যন্ত আবশ্যক। শিক্ষার প্রসারকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষার্থীর উপস্থিত থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আর শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই "Gen-Z Narayanganj" অবশ্যই পাশে ছিল আছে এবং সর্বদা এভাবেই থাকবে।💯

শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের সাথে আলোচনা করতে কিংবা নিজের পয়েন্ট অফ ভিউ বা ভাবনাটা জানাতে চাইলে চলে আসতে পারেন।

সময়ঃ আগামীকাল ১৭•০৯•২০২৪ (বিকেল ৩টায়) ডাক বাংলো লোকেশনঃ ডাক বাংলো অডিটোরিয়াম (তোলারাম কলেজ মোড়ে)

Gen-Z Naryanganj

14/09/2024

"নারায়ণগঞ্জ আমার
~নারায়ণগঞ্জ আমাদের"
Gen-Z Naryanganj

কোথাও অন্যায় কে ঠাঁই দেওয়া হবে নাI যেখানেই অন্যায় হবে সেহানেই আমরা আওয়াজ তুলব ❤️ আমরা জানতে পারি Bangladesh nobojato...
05/09/2024

কোথাও অন্যায় কে ঠাঁই দেওয়া হবে নাI যেখানেই অন্যায় হবে সেহানেই আমরা আওয়াজ তুলব ❤️ আমরা জানতে পারি Bangladesh nobojatok hospital এর রুগী দের সাথে খারাপ আচরণ করা হচ্ছে তাদের সাথে অন্যায় হচ্ছে তাই আমরা Gen-Z Naryanganj এর সকল ভাই ও বোনেরা মিলে যাই এবং তাদের ভুল গুলা সুধরানোর জন্য লিখিত ভাবে অভিযোগ করে আসি। তারাও আমাদের লিখিত অভিযোগ এ সাইন করে এবং Hospital এর কর্তৃপক্ষ রাও আমাদের সম্মান জানিয়ে বলেছে তারাও বিষয় টা দেখবে এবং আরও ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করবে ❤️

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z Naryanganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share