Generation Z- Bangladesh

Generation Z- Bangladesh তারুণ্যের Gen-Z 🔥💪সকল দেশপ্রেমিকের জন্য উন্মুক্ত 🇧🇩
(2)

02/10/2024

লে উৎসুক জনতা, বন্যার ত্রাণের টাকার হিসাব 🔥🔥

খোকন ভাই 💔একজন প্রাইভেট কার ড্রাইভার ছিলেন। মুখের মাত্র ৭ ইঞ্চি দূর থেকে শ/ট/গা/ন ফা/য়া/র করে তার এই অবস্থা করে পুলিশ। আ...
28/09/2024

খোকন ভাই 💔একজন প্রাইভেট কার ড্রাইভার ছিলেন। মুখের মাত্র ৭ ইঞ্চি দূর থেকে শ/ট/গা/ন ফা/য়া/র করে তার এই অবস্থা করে পুলিশ।
আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে তার চিকিৎসার ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। প্রথম প্রথম কোনো জায়গা থেকে তেমন পজিটিভ রেসপন্স পাইনি। সিঙ্গাপুর, থাইল্যান্ড এমনকি ইউএসএতেও এই সার্জারির সাকসেস রেট খুবই কম। পরবর্তীতে অস্ট্রেলিয়া এবং রাশিয়া থেকে পজিটিভ রেসপন্স পেয়েছি। অস্ট্রেলিয়াতে ৪ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়। এদিকে রাশিয়াতে আরও অনেক কম খরচে পাঠানো যাবে (৪০ লক্ষ রুবল)। সাকসেস রেটও রাশিয়ায় বেশি এই সার্জারির। রাশিয়ান সার্জনদের সাথে আমরা ওয়েবিনার ফিক্স করেছি। আশা করি খুব দ্রুতই খোকন ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা করতে সক্ষম হবো ইনশা আল্লাহ।

এই পুরো কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ড. মাহমুদ ভাই এবং ড. ইফফাত নাদিয়া আপু। উপদেষ্টা নুরজাহান আপাও অত্যন্ত আন্তরিকতার সাথে খোকন ভাইয়ের কেসটা ডিল করছেন। আল্লাহ সকলকে উত্তম জাঝা দান করুন।

22/09/2024

নারায়ণগঞ্জ ২ নং গেট এলাকায় অভিযান & সেনাবাহিনীর সতর্কবার্তা 🔥 চোর বাটপার সব সাবধান হয়ে যান, নইলে পা*ছা লাল হয়ে যাবে 😂😂

13/09/2024

আবার প্রয়োজন হলে ২৪ এর মত গণঅভ্যুত্থান হবে 🔥🔥
Md Sarjis Alam 💥🇧🇩

09/09/2024

অন্তর্বর্তী কালীন সরকারের ৩০ দিন। যে যে পরিবর্তন এলো🇧🇩
30 Days of Interim Government. Have a look what they have changed 🇧🇩

মা এর  মহব্বত, মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা। আল্লাহু আকবর। গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে প...
02/09/2024

মা এর মহব্বত, মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা।
আল্লাহু আকবর।
গ্রামের মহিলা সম্ভবত সাঁতার পারতো, স্বার্থপরের মত একা বাঁচতে পারতো, কিন্তু ছোট্ট বাচ্চাটাকে বুকে জড়িয়েই মারাগেল 😢💔 ছবিটা আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে।

31/08/2024

সম্পদের হিসাব চাওয়ায় গতকাল থেকে সাব-রেজিস্টারদের কর্মবিরতি। 😎😎

30/08/2024

আধুনিক শিরক আমরা বুঝি না, ঈমানের সাথে সেক্যুলারিজমের সংঘাত আমরা বুঝি না।

- মাহমুদুল হাসান সোহাগ ভাই!🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Generation Z- Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Generation Z- Bangladesh:

Share