
08/09/2025
আমি কখনোই মেয়ের মা হতে চাইনি😰😰
একটা জীবন্ত পুতুলকে বছরের পর বছর আদর যত্ন করে বড় করব, জীবনের সবটুকু ভালোবাসা, রং দিয়ে তাকে রাঙিয়ে তুলব আর কোনো একদিন ভালোরাখার প্রতিশ্রুতি দিয়ে কেউ এসে নিয়ে যাবে কিন্তু কথা রাখবেনা এই বিষাদ কিভাবে সইব!!! 🥲🥲
যে পুতুলটাকে মা এতো আদরে বড় করল তাকে কেউ এসে কথায়, কাজে আঘাত করবে কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবনা সেই মা আমি কখনোই হতে চাইনা।।। 🥹🥹
যে জীবনটাকে রঙিন করতে মায়ের জীবনের সবটুকু রং ঢেলে দেয়া হয় সেই জীবনটাকে এসে কেউ একজন বিবর্ণ করে দিবে কিন্তু আমি তো মেয়ের মা কোনো কথাই বলা যাবে না সেই মা কখনোই হতে চাইনা!!!!😭😭