Quran lofi

Quran lofi "অনলাইনে বউ দিয়ে ভিডিও করে ইনকাম করা,আর দেহ ব্যবসা করে ইনকাম করা একই কথা- দ্যাইয়ুসরা কখনো জান্নাতে

মনে আছে? আজকে ১ বছর।এখনো বিচার হয় নাই! এটাই আমাদের বাংলাদেশ!
20/09/2025

মনে আছে? আজকে ১ বছর।
এখনো বিচার হয় নাই! এটাই আমাদের বাংলাদেশ!

19/09/2025

ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছেন অনেকেই!

🔞​​🚫 সোশ্যালমিডিয়া থেকে মোবাইলে খারা*প ভিডিও আসা বন্ধ করুন:🟥🟥​ ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন:1️⃣​ YouTube অ্যাপ খুলুন​2️...
16/09/2025

🔞​​🚫 সোশ্যালমিডিয়া থেকে মোবাইলে খারা*প ভিডিও আসা বন্ধ করুন:

🟥🟥​ ইউটিউবে খারাপ ভিডিও বন্ধ করুন:
1️⃣​ YouTube অ্যাপ খুলুন
​2️⃣​ উপরে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন
3️⃣​​ Settings → General → Restricted Mode এ যান
4️⃣​ Restricted Mode ON করুন ।

✅​ এবার অশ্লীল অথবা খারাপ ভিডিও রিকমেন্ডেশন কমে যাবে।

🔎 🔎​ গুগল সেফ সার্চ চালু করুন:
1️⃣​​ Chrome ব্রাউজার খুলুন
2️⃣ ​উপরে তিন ডট → Settings → Safe Search এ যান
3️⃣​ Filter বা Blur Explicit Results চালু করুন ।

✅ এবার গুগল সার্চ করলে খারাপ ওয়েবসাইট আর ছবি আসবে না।

​​🎮🎮​ গুগল প্লে স্টোরে অ্যাপ কন্ট্রোল দিন:
1️⃣​​ Play Store → প্রোফাইল → Settings → Family → Parental Controls এ যান
2️⃣​ Parental Controls ON করুন
3️⃣ বয়স অনুযায়ী Apps, Games, Movies, Music Filter ঠিক করুন ।

🆕🆕 Google Family Link ব্যবহার করুন:
➡️ (বিশেষ করে শিশুদের জন্য)

1️⃣​​ মোবাইলে Google Family Link অ্যাপ ইনস্টল করুন
2️⃣​ এখানে আপনার বা সন্তানের গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন
3️⃣​ কোন কোন অ্যাপ ডাউনলোড/ব্যবহার করা যাবে সেটি নিয়ন্ত্রণ করুন
4️⃣ ব্রাউজারে SafeSearch, YouTube Kids ব্যবহার বাধ্যতামূলক করুন ✅

🟥🟥​ ফেইসবুক থেকে বন্ধ করুন
➤​​ sittings ‌‌→Content preference ‌‌→sensitive content গিয়ে Show less এ ক্লিক করবেন। তাহলে আর খারাপ ভিডিও আসবে না।

🔴​🔴​ অচেনা লিংক/গ্রুপ ব্লক করুন
Messenger / WhatsApp / Imo তে যদি খারাপ ভিডিও আসা গ্রুপ থাকে সেখান থেকে বেরিয়ে আসুন ।
প্রয়োজন হলে Block / Report করে দিন ।

✅ এবার আপনার মোবাইলে খারাপ ভিডিও আসা অনেকটাই বন্ধ হয়ে যাবে।

পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা-মা'দের মধ্যে দুইজন হলেন এডলফ খানের বাবা-মা।কি ভয়া'নক ব্যাপার চিন্তা করেন!বাবা মা'রা গেছেন, দ...
30/08/2025

পৃথিবীর সবচাইতে ব্যর্থ বাবা-মা'দের মধ্যে দুইজন হলেন এডলফ খানের বাবা-মা।

কি ভয়া'নক ব্যাপার চিন্তা করেন!
বাবা মা'রা গেছেন, দুই ছেলে সন্তান মেয়েদের পোশাক পরিধান করে মেকাপ মেরে মিডিয়ার সামনে এবং জানা'যায়।
আরো ভয়াবহ বিষয় হলো, বাবার জানা'জা পড়ছে অথচ ওরা জানা'জার নামাজ জানেনা, নিয়ম জানেনা।

24/07/2025

আফিয়ার লা শ পাওয়া গিয়েছে CMH এ DNA টেস্ট এর মাধ্যমে এই মাত্র 😭😭ওই যে জানালার পাশে গ্রিল এর সাথে যে লেগে ছিলো? পুড়ে কয়লা হয়ে ওইটাই ছিলো আমাদের ছোট আফিয়া 😭😭
আল্লাহ এই ছোট্ট পরী গুলো কে তুমি জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দিও😭💔😔

18/07/2025

স্ত্রী কে চেনা যায়
স্বামী’র দরিদ্রতায়,
স্বামী কে চেনা যায়
স্ত্রী’র অসুস্থতায়।

না, দলটার নাম আওয়ামিলীগ না,  দলটার নাম বিএনপি ২ মাস ধরে হুমকি দিয়েছে। এরপর মারতে মারতে উলঙ্গ করেছে। মাথায় পাথর মেরে খুন ...
11/07/2025

না, দলটার নাম আওয়ামিলীগ না,
দলটার নাম বিএনপি

২ মাস ধরে হুমকি দিয়েছে।

এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।

মাথায় পাথর মেরে খুন করেছে।

বাট লাশ লুকায়নি।

বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এনে রেখেছে।

তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।

যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।

আর এখন?

এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।

না,দলটার নাম আওয়ামী লীগ না।

দলটার নাম বিএনপি।

যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।

এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?

চাঁদার টাকা রেডি করেন।

নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।

আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।

তাদের কিছুই বলা যাবে না।

যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।

বাংলাদেশ জিন্দাবাদ!!
©

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
23/06/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

ধরুন শিশুপুত্র ইসমাইল (আ:) এর গলায় ছুড়ি চালানোর সময় আল্লাহ দুম্বা পাঠালেন না, কলিজার ধন আল্লাহর রাস্তায় কোরবানী করা ফরজ ...
07/06/2025

ধরুন শিশুপুত্র ইসমাইল (আ:) এর গলায় ছুড়ি চালানোর সময় আল্লাহ দুম্বা পাঠালেন না, কলিজার ধন আল্লাহর রাস্তায় কোরবানী করা ফরজ হলো,,, পারতেন নিজের কলিজার ধন পুত্রের ছবি ফেইসবুকে আপলোড দিয়ে হাম্বা মোবারক লিখতে!!!
ভেবে দেখুন....
কুরবানীর আসল ত্যাগ যদি সকলে জানত
তাহলে টাকা বড়াই আর দামি গরু নিয়ে প্রতিযোগিতা করতো না ।কারণ আজ সেই গরুটির জায়গায় তার সন্তান হতে পারতো ।

সকাল বেলা।গরুর গলায় মালা দেয়া! পেছনে আলোকসজ্জা, আর সামনের ক্যামেরায় ‘সিনেমাটিক মোড’।একটা ছোট ভাই বলছে—“ভাই একটু সরে যান,...
06/06/2025

সকাল বেলা।
গরুর গলায় মালা দেয়া!
পেছনে আলোকসজ্জা, আর সামনের ক্যামেরায় ‘সিনেমাটিক মোড’।
একটা ছোট ভাই বলছে—
“ভাই একটু সরে যান, গরুরে একটু ভাইরাল করে দেয়ার চেষ্টা করতেছি!”

এই তো কোরবানির ঈদের নতুন ডিজিটাল সংস্করণ।
এখন কোরবানি মানেই কন্টেন্ট,
গরু মানেই মিডিয়া স্টার,
ঈদ মানেই মাংসের ছবি, ফ্রেমে সাজানো গরুর পোস্ট, আর ক্যাপশনে ছুঁয়ে যাওয়া কথামালা।

ও কাঁদে, কারণ ওর শরীর ক্লান্ত।
কিন্তু ওর কান্না ভাইরাল হয় না।
ফেসবুক-টিকটক এই কষ্ট শোনে না।
শোনে শুধু মিউজিক, ক্যাপশন আর মিমের শব্দ।

🕋 আসল ত্যাগ ছিল ইব্রাহিম (আঃ) এর ছায়ায়।
ইব্রাহিম (আঃ) তো তার সবচেয়ে প্রিয় জিনিসটাই ত্যাগ করেছিলেন।
ছেলেকে শুইয়ে বলেছিলেন,

“পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন, তাই করুন।”
(সূরা সফফাত, আয়াত ১০২)

এই যে কোরবানি, এই যে ত্যাগ—
এটা শুধু গরুর না।
এটা মন থেকে, হৃদয় থেকে, অহংকার থেকে।
🌙 কিন্তু আজকের ত্যাগ যেন শুধু ডিজিটাল ‘প্রেজেন্টেশন’।
সকাল হোক, দুপুর হোক, রাতে—
গরুর মাংস খাওয়া হবে,
ছবির ক্যাপশনে থাকবে “আলহামদুলিল্লাহ”,
কিন্তু হাশরের দিনে কি এই আলহামদুলিল্লাহ ছবিগুলা আমলের পাল্লায় ওজন হবে?

যদি নিয়ত থাকে মানুষ দেখানোর, তাহলে এটা কোরবানি না— এটা একরকম ‘ডিজিটাল প্রতিযোগিতা’।

❤️ আসল ত্যাগ তো ছিল বিলিয়ে দেওয়ার আনন্দে।
পাশের বাসার সেই মানুষটা আজও কোরবানি দিতে পারেনি,
আপনি দুইটা গরু কিনেছেন,
কিন্তু তার বাসায় কি এক পিস মাংসও পৌঁছায়?

কোরবানি মানে তো শুধু খাওয়া না— কোরবানি মানে বিলানো।
তিনভাগ করার নির্দেশ এসেছে হাদীসে—
একভাগ নিজের জন্য, একভাগ আত্মীয়ের জন্য, একভাগ গরিবের জন্য।

তাকওয়া কি এখন ক্যাপশনে থাকে?
ইবাদত কি এখন রিল ভিডিওতে রেন্ডার হয়?

আসুন, আমরা নিজেরাই আগে নিজেদের মনকে জিজ্ঞেস করি—
আমার কোরবানি কি কবুল হবে?
নাকি আমি শুধু ডিজিটালি প্রমাণ করলাম— “আমি দিয়েছি”?
আমি কি শুধু দেখালাম, নাকি সত্যিই বিলালাম?

🌿 এই ঈদে যাত্রা হোক অন্তরের ত্যাগ দিয়ে।
🔸 ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নয়, বরং বিনয়ের যাত্রা হোক।
🔸 ক্যামেরার ফ্ল্যাশে নয়, থাকুক চোখের পানি আর অন্তরের তাকওয়া।
🔸 ডিজিটাল হোক, ঠিকই—
কিন্তু যেন সেই ডিজিটাল আমাদের ইবাদতকে বাড়িয়ে দেয়, লোক দেখানোকে নয়।
🔸 একটা রিল ভিডিও নয়,
একটা বাস্তব ভালোবাসা পৌঁছে যাক সেই পরিবারে যাদের ঈদের দিনেও মাংস জোটে না।

🤲 শেষ কথা:
এই কোরবানির ঈদে শুধু পশু নয়,
কোরবানি দিন রিয়া, অহংকার, আত্মপ্রশংসা, লোভ আর গাফিলতিকে।

05/06/2025

রবের কাছে হাত তুলে চোখের পানি ফেলে কিছু চাওয়ার দৃশ্যটাও কতোই না সুন্দর। ইয়া রব আমাদের সকলের দোয়া গুলো আপনি কবুল করুন! আমিন🤲 🕋🤍

আজকাল ছোট একটি ছবি বা প্রতীক নিয়েও আমরা হীন মানসিকতায় বিতর্কে জড়াই। যেমন—কোনো মন্দিরের ছবি টাকা থাকায় তা নিয়ে চুলাচুলি হ...
04/06/2025

আজকাল ছোট একটি ছবি বা প্রতীক নিয়েও আমরা হীন মানসিকতায় বিতর্কে জড়াই। যেমন—কোনো মন্দিরের ছবি টাকা থাকায় তা নিয়ে চুলাচুলি হয়। অথচ আমাদের বোঝা দরকার:

টাকা ধর্মীয় বস্তু নয়, রাষ্ট্রীয় সম্পদ।
মুদ্রা বা টাকা হলো এক ধরনের আর্থিক উপকরণ, যার ছবি বা ডিজাইন ইতিহাস, ঐতিহ্য বা স্থাপত্যকে তুলে ধরতে পারে—ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য নয়।

🔹 আগেকার যুগে কয়েন চলতো, সেখানে কোনো ধর্মীয় চিহ্নই ছিল না।
🔹 আজকের দিনে যদি মন্দির বা মসজিদ কোনো কাগজে থাকে, তাতে ধর্ম ক্ষতিগ্রস্ত হয় না। বরং দেশের সংস্কৃতি ও সম্প্রীতির প্রতিচ্ছবি উঠে আসে।
☪️ ইসলামের মূল শিক্ষা কী বলে?
✅ আত্মসম্মান ও অপরের প্রতি শ্রদ্ধা
✅ সহনশীলতা ও ন্যায়ের আহ্বান
✅ সব ধর্মের প্রতি সহনুভূতি ও সম্মান দেখানো
✅ হিংসা, বিদ্বেষ ও অশান্তি থেকে দূরে থাকা
✅ মানবতার কল্যাণে কাজ করা

📖 কুরআনে বলা হয়েছে:
"তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য।" (সূরা আল-কাফিরুন)
অর্থাৎ, ইসলামে জোর করে কারো ওপর কিছু চাপিয়ে দেওয়া নেই।

🤝 সকল ধর্মের প্রতি সমান সম্মান – এটাই হোক আমাদের পরিচয়
আমরা যদি সত্যিই ইসলামের অনুসারী হই, তাহলে হিংসা নয়, শান্তি ছড়াই। বিতর্ক নয়, সৌহার্দ্য গড়ি।
মন্দিরের ছবি থাক, বা না থাক—টাকা আমাদের প্রয়োজন, ধর্ম নয়।
আসুন, কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তা থেকে বেরিয়ে সত্যিকারের ইসলামিক মানসিকতা ধারণ করি।

🕊️ ইসলাম শান্তির ধর্ম – হিংসা নয়, ভালোবাসা শেখায়।
সব ধর্ম, সব মানুষ – একসঙ্গে মিলেমিশে থাকুক।
এটাই হোক আমাদের বার্তা।

Address

Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran lofi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category