Pinky Ahmed

Pinky Ahmed আপনাদের সাপোর্ট পেলে সফলতা আসবেই।
ইনশাআল্লাহ।।
আমার ভিডিও গুলো দেখে ভালো লাগলে।
লাইক,কমেন্ট ও সেয়ার দিয়ে সাপোর্ট করার
অনুরোধ রইলো।
(4)

22/05/2025

14/05/2025

শাশুড়ি কেবল শাশুড়ি।
তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন ও দায়িত্ব পালন করুন যতটুকু প্রয়োজন।
তাকে মা ভাবা বন্ধ করুন।
কারণ "মা" মা- ই হয়। তার বিকল্প কিছু নেই।
মায়ের মত কেউ হতে পারে না।
আর আমরা এই জায়গাটা গুলিয়ে ফেলি আর ভুল করি।
তবে অনেক শাশুড়ি আছে যারা বৌমাকে অনেক ভালোবাসেন হয়তো মায়ের মত আগলে রাখেন।
নিঃসন্দেহে তিনি একজন ভালো শাশুড়ি।
আপনিও ভালো বৌমা হওয়ার চেষ্টা করুন। কখনো মেয়ে হতে যাবেন না।
তাহলে দেখবেন অনেক সমস্যাই কমে যাবে।।❤️

10/05/2025

আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই শুভ সকাল।
সবাই কেমন আছেন? ゚ ゚viralfbreelsfypシ゚viral

15/04/2025

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের চেহারা নিয়ে হুট করে বাজে মন্তব্য করে বসে। এই বাজে মন্তব্য করা মানুষগুলো কি জানে তাদের মন ঠিক কতটুকু বাজে? হয়তো জানে না, কারণ জানলে অন্যের চেহারা নিয়ে বাজে মন্তব্য করার আগে নিজের বাজে মন কিভাবে সুন্দর করা যায় সেদিকে মনযোগ দিতেন।🥴
আমরা যেন কখনো অন্যের কষ্টের কারণ না হই সেদিকে অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ এটা একটা ভয়াবহ গুনাহ। আল্লাহ আমাদের এইসব ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন🤲

13/04/2025

ঈদের চাঁদ। পোস্ট করলাম আজ।
゚viralfbreelsfypシ゚viral ゚

13/04/2025
12/04/2025

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
Alaikum ゚viralfbreelsfypシ゚viral ゚

29/03/2025

সৌদি আরব চাঁদ দেখা গিয়েছে।
আগামীকাল
সৌদি আরব ঈদ।

খুব শীগ্রই আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপাতত শুভ রাত্রি 🥰😍
13/03/2025

খুব শীগ্রই আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
আপাতত
শুভ রাত্রি 🥰😍

13/03/2025

ভিডিও টা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো।

゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

12/03/2025

ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে
আর নিজের থাকেনা,
বৌয়ের হয়ে যায়,
কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও
মেয়ে কোনোদিন পর হয়না |
এই কথাটা অনেকেই বলেন,
কিন্তু একটু ভেবে বলুনতো কথাটা কি ঠিক?

আসলে কী জানেন,
আপনি যদি মেয়েকে কিছু দেন
তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চাননা বা আশা করেননা,
মেয়ে সুখে থাকলেই আপনি সুখি,
আপনি কখনও এটা তুলনা করেননা
যে আপনার মেয়ে আপনার চেয়ে
কত ভালো বা সুখে আছে,
আপনার মেয়ে যদি আপনার চেয়ে ১০ গুন সুখে থাকে, ভালো থাকে আপনি সেটা দেখে ১০ গুন খুশি হন, আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে
সেটাকে নিজের সমস্যা মনে করেন,
মেয়ে সুখি না হলে আপনিও দুঃখি হন,
সামর্থের বাইরে গিয়েও মেয়েকে,
জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান |

অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন
আর ভাবেন যে একটা সময়
ছেলে এর বিনিময়ে কিছু দেবে,
অনেক সময় দাবীও করেন,
মনেও করিয়ে দেন যে তোর পিছে
এতো খরচা করেছি |
ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন | ছেলে বিয়ে করলে বাবা মায়েদের
ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয়
যে মনে মনে ভেবে নেই
যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর,
তোকেই এর সমাধান করতে হবে,
বিয়ে করেছিস তোকে কোন সাহায্য করতে পারবোনা, পারলেও সাহায্য করেনা
অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থের বাইরে গিয়েও করে |
ছেলে বৌ কতটা সুখে আছে
এটা নিজেদের সঙ্গে তুলনা করে,
ছেলের বিবাহিত জীবনে সুখ
কতজন সহ্য করেতে পারে |
ছেলের বিপদে ছেলেকে একা করেন
কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান |

আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেননা,
কোন দায়িত্ব আরোপ করেননা,
তাই মেয়ে যদি ৫% ও কিছু দেয়
আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে
আর এদিকে ছেলের উপর ১০০% দায়িত্ব,
অনেক কিছু আশা করেন,
এখন ছেলে সেটা দিতে না পারলে
অথবা ৭০-৮০ % দায়িত্ব পালন করতে পারলেও
যেটুকু পারছেননা সেটুকু ভেবেই
ভাবেন যে ছেলে অনেক খারাপ |

মেয়ের পড়াশোনার পর বিয়েতে ১০ লক্ষ টাকা
দিতে হলেও কি মেয়েকে পরে বলে
তোর জন্য এতো খরচা করেছি,
ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে ২ লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এতো দিয়েছিলাম, চাকরি পেলেও বলে এতো খরচা করে পড়াশোনা করিয়েছি | তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে |

আচ্ছা বলেন তো মেয়ে-জামাইকে যতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে-বৌ কেও কি এতটা সম্মান, গুরুত্ব ভালোবাসা দেয় ? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে |

আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে
একটা বড়ো স্বার্থ থাকে |
সব মা আবার শুধু মেয়েদের নিয়ে পরে থাকে না।
কিছু কিছু মা আছে তাদের জন্য এই পোস্ট টা প্রযোজ্য।

11/03/2025

゚viral ゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Pinky Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share