Diary's by Lamiya

Diary's by Lamiya Hello, welcome to my profile. I’m professional Digital Marketer & I believe in creativity. Feel free to contact with me.

The works I can do - Design, Content writer, Data Entry & Social Media Manager.

হৃদয়ে আঁকা এক বন্য আত্মা, নিঃশব্দে তুলে ধরে রাজকীয় শক্তির প্রতিচ্ছবি। 🖤A beautify canvass design 🖤
15/04/2025

হৃদয়ে আঁকা এক বন্য আত্মা, নিঃশব্দে তুলে ধরে রাজকীয় শক্তির প্রতিচ্ছবি। 🖤

A beautify canvass design 🖤


একটি আকর্ষণীয় ডিজাইন করার জন্য কালার কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ 🌈নিচের দেওয়া কালার কম্বিনেশন ফলো করে তৈরি করুন চমৎকার ড...
18/03/2025

একটি আকর্ষণীয় ডিজাইন করার জন্য কালার কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ 🌈

নিচের দেওয়া কালার কম্বিনেশন ফলো করে তৈরি করুন চমৎকার ডিজাইন 🔮

আর মা একজন নারী,,,,,,,আচ্ছা মানুষ যখন বলে না যে রক্তের সম্পর্ক। তারপর রক্তের সম্পর্ক নিয়ে বড়াই করে। আমার প্রচুর হাসি পায়...
12/03/2025

আর মা একজন নারী,,,,,,,

আচ্ছা মানুষ যখন বলে না যে রক্তের সম্পর্ক। তারপর রক্তের সম্পর্ক নিয়ে বড়াই করে। আমার প্রচুর হাসি পায় তখন। কারণ রক্ত সম্পর্কের হয় না কখনো সম্পর্ক শুধু টাকার হয়।

আজ আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সব সম্পর্ক আপনার আর যদি আল্লাহ না করুক আপনার কাছে টাকা না থাকে তাহলে সম্পর্কের সত্যিটা দেখা যায়।

অনেক সময় ভাই-বোনদের মধ্যে দেখা যায়। ভাই না আসলে বিয়ে হবে না। আসলে সে বোন তার ভাইয়ের জন্য অপেক্ষা করে না অপেক্ষা করে ভাই আসলে তাকে যেই উপহারগুলো দিবে তার জন্য।

তেতো কিন্তু সত্য।

মানুষ তো জানাজা ও স্থগিত করে দেয় একটা মানুষের জন্য যে সে না আসলে জানাজা হবে না কেনো কারণ তার টাকা আছে।

টাকা থাকুক তারপর বাচ্চাদের প্রিয় মামা, খালা, চাচা, ফুপু আপনারাই হবেন।

বাহিরের দুনিয়া বাদও দিলাম তবে এসব আলাদা আলাদা পরিচিতি আমাদের পরিবারই আমাদের শিখিয়ে দেয়।

অনেক মা দের দেখবেন ঐ বাচ্চাকে সব থেকে বেশি ভালোবাসে যে একটু বেশি টাকা ইনকাম করে দেখায়। এবার সে যেই সন্তানই হোক বড় বা ছোট।
কোনো কোনো ঘরে তো আমি কম ইনকাম করা মানুষটাকে এতটা অপমানিত হতে দেখছি যা বলার মতো না৷

মানুষ অনেক সময় বলে একজন সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে। তবে আমি মনে করি সফল পুরুষের ধ্বংসের পিছনেও একটা নারীরই হাত থাকে।

তাহলে নারীদের সফলতার ক্রেডিট দিলে তারা খুশি হয়, তাহলে ধ্বংসের ক্রেডিটও তাদের খুশি হয়েই নেয়া উচিৎ। তাই নয় কি?

আর মেয়েদের তো শিক্ষা বেশি থাকা দরকার কারণ তাদের অনেক দায়িত্ব থাকে। আর মেয়েরা শিক্ষিত হয়েও বা কি করবে? যারা মেয়ে জন্ম হলে দুঃখ করে আর ছেলে জন্ম হলে উল্লাস।

একদিকে দুনিয়ার সকল নিয়ম দিয়ে মেয়েদের বুঝতে থাকে অন্যদিকে ছেলেদের তো কোনো নিয়মই নেই এমনকি তাদের ব্যবহারটাও ঠিক করে না। আর এই দীক্ষাই ভবিষ্যতে তাদের বিপদে ফেলে।

নিজের হাতে নিজের ছেলে ধ্বংস করে সারাজীবন মেয়েদের ধৈর্য্য ধরার পরামর্শ দিতে থাকে। আর এই ধ্বংস হওয়া ছেলের পিছনে তাদের মা থাকে।

আর মা একজন নারী।

11/03/2025

ধর্ষণের বিচারও যদি আন্দোলন করে নিতে হয় তাহলে এমন দূর্ভাগা রাষ্ট্রে জন্ম নেওয়াই পাপ😅

মেয়ে তুমি কালি হও, হাত বাড়ালেই গর্দান নাও।মেয়ে তুমি নুসাইবা হও, জালিমদের প্রাণ নাও।
11/03/2025

মেয়ে তুমি কালি হও, হাত বাড়ালেই গর্দান নাও।
মেয়ে তুমি নুসাইবা হও, জালিমদের প্রাণ নাও।

09/03/2025

“নারীদের জন্য প্রয়োজন নিরাপত্তা, শুধুমাত্র একটি বিশেষ দিনের উদযাপন নয়!”

08/03/2025

যে দেশে ছোট মেয়ে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পাগলীর কোন নিরাপত্তা নেই সে দেশে আবার কিসের
নারী দিবস।

নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই।কারণ কোনো পুরুষের ছোঁয়া ছাড়া নারী কখনো নষ্ট হয় না। নিজে প্রেম করে বিয়ে করলে শুন...
06/03/2025

নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই।

কারণ কোনো পুরুষের ছোঁয়া ছাড়া নারী কখনো নষ্ট হয় না।

নিজে প্রেম করে বিয়ে করলে শুনতে হয় বাবা-মায়ের কথা না শুনে বিয়ে করেছে চরিত্রহীন কুলাঙ্গার মেয়ে। আর বাবা-মায়ের পছন্দের বড়লোক ছেলে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার লোভে বিয়ে করেছে।

আমাদের সমাজ কন্য সন্তান চায় না কিন্তু সুন্দর পুত্র বধূ চায়।

মেয়ে মানে জন্মের পরে কালো না ফর্শা তা যাচাই করা হয়।

বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি। তেমনি সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে ফর্শা রানী।

যেই মেয়েটা আপনার বুকে ঘুমায় সেই মেয়েটা আপনার কন্য, যেই মেয়েটা আপনার পাশে ঘুমায় সেই মেয়েটা আপনার বউ, যেই মেয়েটা পাশের রুমে ঘুমায় সেই মেয়েটা আপনার আদরের ছোট বোন, যেই মেয়েটা আপনার জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মা।

তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে? আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারো না কারো আদরের ছোট বোন বা ভালোবাসার মানুষ বা কারো পুত্র বধূ।

সবাইকে বলছি মেয়েদের বাজে কথা বাজে মন্তব্য করবেন না। মেয়েদের কষ্ট বুঝা অতটা সহজ নয়। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যেই বাড়িতে তাদের জন্ম হয়।

মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরীব ছিলো। মানুষ শিক্ষক হলে ভুলে যায় সেও একদিন ছাত্র-ছাত্রী ছিলো। ঠিক তেমনি রকম অধিকাংশ মায়েরা শাশুড়ী হলে ভুলে যায় সেও একদিন বউমা ছিলো।

একটা মেয়ে বাপের বাড়িতে এতোটাই আদরে থাকতো সে কোনো রান্নাই করতে পারতো না। কিন্তু শশুড় বাড়ী গিয়ে সেরা রাধুনি হয়ে যায়।

পরিবারের দিকে তাকিয়ে নিজের সব ইচ্ছে সব আশা গুলোকে বিসর্জন দেয়ার নামই হলো মেয়ে।

কোনো মেয়ের মধ্যে সব গুণ খুজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরীতে প্রকাশিত হওয়া কোনো গাইড নয়, যে একের ভিতর সব থাকবে।

যত দিন তুমি মুখ বন্ধ রাখবে ততদিনই তুমি মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে তখনই তুমি খারাপ হবে।

ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো এক সময় বাঁচতে শিখে যায় কিন্তু হাসতে ভুলে যায়।

আমাদের সমাজ থেকে কন্য দান শব্দটি উঠিয়ে নেয়া উচিৎ কারণ মেয়েরা কোনো দানের সামগ্রী নায়। মেয়ে মানে শশুড় বাড়ির নির্যাতন সহ্য করে নিজের পরিবারকে বলতে হয় আমি সুখে আছি।

Address

Chashara
Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diary's by Lamiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diary's by Lamiya:

Share