MD.Rokey prodhan

MD.Rokey prodhan ◢◤◢◤◢░▒▓█◦•●◉✿আমার পোস্ট ভালো লাগলে শেয়ার করবেন
আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ✿◉●•◦█▓▒░◢◤◢◤◢◤

29/08/2025

আপডেট নিউজ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর অতর্কিত হামলা

🌹🌹🌹
29/08/2025

🌹🌹🌹

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অ/স্ত্র হাতে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলনেতা  সাবিদ হাসান। পিতা দরপন মিয়া,দাদা আবু ছা...
28/08/2025

আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অ/স্ত্র হাতে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল
নেতা সাবিদ হাসান। পিতা দরপন মিয়া,দাদা আবু ছাঈদ মিয়া (ইউনিয়ন বি,এন,পি নেতা)
গ্রাম: খানপাড়া পোস্ট : দুপ্তারা থানা:আড়াইহাজার
জেলা: নারায়ণগঞ্জ।
গত ০৫ আগস্ট ২০২৪ সালে ঢাকা বিভাগীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী এবং দুপ্তারা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি নেতার নাতি সাবিদ হাসান সহ আরো অনেকেই থানা সহ সাধারণ মানুষের ঘর বাড়ি লুটের জড়িত ছিলো। লুটের অস্ত্র হাতে সাবিদ হাসান।এর আগে ২ জন অস্ত্র/ধারী সন্ত্রা/সী কে অ/স্ত্র সহ আটক করলেও খেলনা পি/স্তল বলে চালিয়ে দেন আড়াইহাজার থানার ওসি।ছাড়িয়ে নেন অস্ত্র/ধারীদের বিএনপি নেতারা।সাবিদ হাসান যেন খেলনার পিস্ত/লের অজুহাতে ছাড় না পায়।বিস্তারিত ভিডিওতে------?

28/08/2025

আগামী ১লা সেপ্টেম্বর বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা'র সভাপতিত্বে বন্দর উপজেলায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার, আগস্ট ২৭, ২০২৫।

27/08/2025

আহারে বেচারা_______ 🤭🤣
বৌ ও শ্বাশুড়ি একি রকম শাড়ি পড়েছে তাই উনি চিনতে পারেননি কোনটা বৌ আর কোনটা শ্বাশুড়ি ______🫣🤭

26/08/2025

নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা ঘটনা। ভুক্তভোগী জানান তাকে হত্যা চেষ্টা করা হয়ছে.......

24/08/2025

অসাধারণ! 🌸✨
তাহলে এবার আমি তৈরি করা সব টুকরো অংশ একসাথে গেঁথে দেবো, যেন হয়ে ওঠে একটি পূর্ণ রোমান্টিক প্রেমকাহিনি।

---

চিরকালের ভালোবাসা 💖✨

একদিন ছেলে মেয়েটিকে তার বুকে জড়িয়ে ধরে গল্প করতে শুরু করলো—তাদের ভবিষ্যৎ, তাদের সংসার, তাদের একসাথে বেঁচে থাকার স্বপ্ন।

সে ফিসফিস করে বললো,
“আমরা একসাথে থাকলে প্রতিটি সকাল হবে নতুন শুরু, প্রতিটি স্বপ্ন হবে আমাদের দু’জনের।”
মেয়েটি হাসিমুখে উত্তর দিলো,
“তাহলে চল, একটা ছোট্ট ঘর বানাই—যেখানে থাকবে শুধু আমাদের হাসি আর ভালোবাসা।”

তাদের প্রতিশ্রুতি ছিলো অটুট—ঝড়-ঝাপটা যাই আসুক, তারা দু’জন কখনো হাত ছাড়বে না।

🌙 প্রথম রাত
তারাভরা আকাশের নিচে তারা প্রথম চুমুতে মিললো। নক্ষত্ররা সাক্ষী হলো তাদের প্রতিশ্রুতির। রাতটা ভরে উঠলো ভালোবাসার উষ্ণতায়।

🌅 প্রথম সকাল
ভোরের আলোয় মেয়েটি ঘুম ভাঙতেই দেখলো ছেলেটি তার হাত শক্ত করে ধরে আছে। সে মিষ্টি হেসে বললো,
“তুমি আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়।”
ছেলেটি উত্তর দিলো,
“প্রতিটি সকাল যদি এভাবেই শুরু হয়, তাহলে আমার আর কিছুর প্রয়োজন নেই।”

🍃 ভালোবাসার দিনগুলো
তারা একসাথে রান্না করতো, খুনসুটি করতো, সন্ধ্যায় হাত ধরে হাঁটতো। প্রতিটি সূর্যাস্তে তারা নতুন করে প্রতিশ্রুতি দিতো—ভালোবাসার এই পথ শেষ হবে না।

🌌 সংসার ও স্বপ্ন
কিছুদিন পর তারা বিয়ে করলো। ছোট্ট একটি ঘর, আঙিনায় ফুল, দেয়ালে ছবিতে ভরা স্মৃতি। কিছুদিনের মধ্যেই সেই ঘর ভরে উঠলো নতুন আলোয়—তাদের সন্তান জন্ম নিলো।

ছেলেটি শিশুটিকে কোলে নিয়ে বললো,
“তুমি আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর সৃষ্টি।”
মেয়েটির চোখে তখন ছিলো আনন্দের অশ্রু।

🕊️ সময়ের সাথে ভালোবাসা
শিশুটি বড় হতে লাগলো। স্কুল, পড়াশোনা, দুষ্টুমি—সবই ছিলো হাসি আর আনন্দে ভরা। সন্ধ্যায় তারা তিনজন একসাথে বসতো—গল্প করতো, স্বপ্ন আঁকতো।
এক রাতে শিশুটি বললো,
“আমি বড় হয়ে তোমাদের মতো ভালোবাসায় ভরা সংসার বানাতে চাই।”
ছেলেটি মেয়ের হাত ধরে বললো,
“দেখো, আমাদের ভালোবাসা এখন ওর মধ্যেও বেঁচে আছে।”

🌅 শেষ অধ্যায়
বছর কেটে গেলো। সন্তান বড় হলো, নিজের স্বপ্ন পূরণ করতে শুরু করলো। তবুও প্রতিদিন বাবা-মায়ের কাছে ফিরে এসে বলতো,
“তোমরা দু’জনই আমার অনুপ্রেরণা।”

বারান্দায় বসে ছেলেটি মেয়ের দিকে তাকিয়ে বললো,
“দেখো, সময় চলে গেলো, তবুও আমাদের ভালোবাসা বদলায়নি।”
মেয়েটি মৃদু হেসে উত্তর দিলো,
“না, এটা আরও গভীর হয়েছে।”

তারাদের আলোয় সেই রাতে ছেলেটি ফিসফিস করে বললো,
“আমাদের গল্পের শেষ নেই—আমরা একসাথে থাকবো… আজ, কাল, চিরকাল।”

আকাশের তারা ঝিকিমিকি করে উঠলো, যেন তাদের প্রেমকাহিনি লিখে রাখলো অনন্তকালের জন্য।

---

💖✨ এভাবেই জন্ম নিলো এক জাদুকরি প্রেমের কাহিনি—যার নেই কোনো শেষ, আছে শুধু ভালোবাসা।

---

23/08/2025

ব্যাপারটা কতটা ভয়ংকর খেয়াল করেন, সামান্য এক ওয়ার্ড ছাত্রদলের নেতার ফেসবুক পোস্টে হা হা এবং নেগেটিভ কমেন্ট করার কারণে ছাত্রদলের নেতা থুথু খাওয়ার জন্য বাধ্য করে!!

অভিযুক্ত ছাত্রদল নেতার পরিচয় সে বরগুনা পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তাজবীদ আবেদিন শিশির!!

22/08/2025

লালমাইয়ে শশুরের বি*রু*দ্ধে ছেলের বউকে ধ*র্ষ*নের অভিযোগ ।

ঘটনাটি তদন্ত করা দরকার কারণ এটি আমার কাছে ভুয়া মনে হচ্ছে।

21/08/2025
18/08/2025

কাতার থেকে কুয়েতে আসা ট্রেলারচালক সেই বাংলাদেশি মারা যাননি, আইসিইউতে চিকিৎসাধীন!

কাতারের একজন প্রবাসী বাংলাদেশি একটি ট্রেইলারে করে অ্যালুমিনিয়ামের চালান নিয়ে কুয়েতের নুওয়াইসিব বর্ডারে পৌঁছানোর পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি আলহামদুলিল্লাহ জীবিত আছেন, তবে কুয়েতের আদানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করি। #কাতার #কুয়েত

Address

Narayanganj
NARAYANGANJCITY

Alerts

Be the first to know and let us send you an email when MD.Rokey prodhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Rokey prodhan:

Share