29/03/2025
মাঝেমাঝে একাকী বসে ভাবি- আল্লাহ হায়াত কতদিন রেখেছেন আল্লাহ ভালো জানেন। কিন্তু বাঁচার মত বাঁচতে হলে যে বয়স টা দরকার সেই বয়সে কি অসহায়ের মত দিন কাটাচ্ছি।
মানুষ বাঁচে আর কয়দিন? কি করলাম আমি আমার জীবন টার সাথে। নিজের এই সুন্দর জীবন দিনদিন অবনতির দিকে যাচ্ছে, শুধু দেখেই যাচ্ছি অথচ কিছু করতে পারছিনা।
নিজের প্রতি এত নির্দয় হওয়ার বিনিময় এতটুকু অসহায়ত্ব অবশ্যই আমার প্রাপ্য।