Page Dust

Page Dust প্রচুর হাসুন, আর ভালো থাকুন, সেই সাথে প্রচুর বই পড়ুন।

আপনি বুকের ভেতরে গ্রীষ্মের চৈত্রের মতোইআমি সেই দাবদাহে খাঁটি হবার বদলে ছাই হই ~আদনান সাইয়ুম
02/07/2025

আপনি বুকের ভেতরে গ্রীষ্মের চৈত্রের মতোই
আমি সেই দাবদাহে খাঁটি হবার বদলে ছাই হই

~আদনান সাইয়ুম

তোমার বন্ধু বাড়লে আমার বাড়ে দুরুত্ব।
01/07/2025

তোমার বন্ধু বাড়লে আমার বাড়ে দুরুত্ব।

30/06/2025

তারপর অনেক কথা হবে বলেও আর হয়নি। আমাদের অনেক কথা,আর কথার পিঠে স্বপ্ন সাজানো হয়েছিলো কেবল। হঠাৎ একদিন মনে পড়বে, মনও পুড়বে চোখের কোনে সামান্য পানিও জমবে এই ভেবে যে আমরা একদিন মাথায় থাকা দুটি চুলের মতো কাছাকাছি হব বলে স্বপ্ন বুনেছিলাম। আমরাও একদিন মেসেঞ্জার এর টুংটাং শব্দে সন্ধ্যা হতে ভোর অব্দি জেগে ছিলাম। আমরাও একদিন অনেক কথা বলেছিলাম।

~আদনান সাইয়ুম


.

এই যে তুমি ডানা মেইলা উড়াল দিলা আর পিছন ফিরা তাকাইলা না আচ্ছা পাখি তোমার অভিধানে কি পিছুটান বলে কিছু নাই?  ~আদনান সাইয়ুম
30/06/2025

এই যে তুমি ডানা মেইলা উড়াল দিলা
আর পিছন ফিরা তাকাইলা না আচ্ছা পাখি
তোমার অভিধানে কি পিছুটান বলে কিছু নাই?

~আদনান সাইয়ুম

এই যে এমন দূরে রাখো কথায় কথায় অবহেলা মাখো আমিও যদি নি'খোঁজ হইপুড়তে পুড়তে রোদ হইসড়ক বাতির আবছা আলোয় আমায় তুমি খুঁজে পাবে ...
29/06/2025

এই যে এমন দূরে রাখো
কথায় কথায় অবহেলা মাখো
আমিও যদি নি'খোঁজ হই
পুড়তে পুড়তে রোদ হই
সড়ক বাতির আবছা আলোয়
আমায় তুমি খুঁজে পাবে কই?

~আদনান সাইয়ুম

আলো হারিয়ে গেলে চাঁদের কি থাকে কোন মূল্য? আচ্ছা!! আমি হারিয়ে গেলে তুমিও কি শূন্য? । ©আদনান সাইয়ুম
29/06/2025

আলো হারিয়ে গেলে চাঁদের কি থাকে কোন মূল্য?

আচ্ছা!!

আমি হারিয়ে গেলে তুমিও কি শূন্য? ।

©আদনান সাইয়ুম

তোমাকে আ'ঘা'ত করতে চাইনি বলেই তোমার ভুল গুলো সহজে মেনে নেই। তার মানে এই না যে আমি দূর্বল।তুমি যদি এর পিছনে থাকা ভালোবাসা...
29/06/2025

তোমাকে আ'ঘা'ত করতে চাইনি বলেই
তোমার ভুল গুলো সহজে মেনে নেই। তার মানে এই না যে আমি দূর্বল।তুমি যদি এর পিছনে থাকা ভালোবাসা না বুঝতে পারো তবে সেটা তোমার দূ'র্বলতা।

~আদনান সাইয়ুম

এই শহরে আপনার খুব অভাবঅথছ ম'রণ ব্যাধি অসুখের মতোরয়ে গেছে আপনার শিখানো কিছু স্বভাব।  আদনান সাইয়ুম
29/06/2025

এই শহরে আপনার খুব অভাব
অথছ ম'রণ ব্যাধি অসুখের মতো
রয়ে গেছে আপনার শিখানো কিছু স্বভাব।

আদনান সাইয়ুম

অনেক গুলো বছর পর মনে হলো আমারও একটা মানুষ প্রয়োজন যা কাছে গেলে হৃদয়ে বাড়বে প্রশান্তি কমে যাবে মনের ভিতরে থাকা আগুন যে বু...
28/06/2025

অনেক গুলো বছর পর মনে হলো
আমারও একটা মানুষ প্রয়োজন
যা কাছে গেলে হৃদয়ে বাড়বে প্রশান্তি
কমে যাবে মনের ভিতরে থাকা আগুন
যে বুঝবে আমার ভিতরের উত্তাপ আর দহন।
যাকে বিশ্বাস করা যাবে অন্ধের মতো।
যার হাত আমার জন্য ভরসার হবে,
সারাদিনের কর্মযজ্ঞ শেষ করে তার কন্ঠস্বর শোনলেই কমে যাবে হৃৎপিন্ডের ক্ষতো।
যার কাছে নিজেকে আঁটোসাটো করে জমিয়ে রাখা যাবে, যার কুলে মাথা রাখলেই দুনিয়াবি সকল চিন্তা ভুলে যাওয়া যাবে।
তারপর এমন মানুষ আমার জীবনে এসেছিলো,
হাতে হাত রেখে অনেক স্বপ্ন বুনেছিলো,
আমিও অন্ধের মতো বিশ্বাস করে মনে মনে আকাশ কুসুম রচনা করলাম। অথচ অন্ধের মতো বিশ্বাস করলে ঠকতে হয় এই ভয় আমার কখনোই ছিলোনা
কিন্তু আমিও ঠকে গেলাম, চরম ভাবে ঠকে গেলাম।
অতঃপর বুঝতে পারলাম জীবনের জন্য যাকে ফুল স্বরূপ ভাবি আমরা সে আসলে ভুল মানুষ।
মানুষ মুলতো ঠকার পরই বুঝতে পারে এতোদিনের আয়োজনের ফল কেবলই শূন্য, কেবলই ফাঁকা সেট।
যা মূল্যহীন।

~আদনান সাইয়ুম

28/06/2025

কাগজে লিখিনি কিছু,
তবুও জানলা পেরিয়ে ভিজে এলো তোমার শহর,
বুকের জমিনে জমে থাকা কথাগুলো
নামিয়ে আনলো বৃষ্টিবতী মেঘের নহর।

তুমি জানো না,
প্রতিবার কদম ফুটলে আমার তোমাকে মনে পড়ে।
তুমি হয়তো জানালার কপাট টেনে দাও,
বাইরে থাকলে ছাতা মেলে ধরো,
আর আমি ভেজা জানলায় আঙুল দিয়ে লিখি;
প্রিয় মেঘ, ভালো থেকো এই বৃষ্টির ভেতরেও।

কিছু চাওয়ায় ভিজে থাকে রঙচটা দুপুর
ছাদের কোণায় জমে থাকা জলের মতো,
নালা বেয়ে চলে যায়, তবু ফেলে যায় সুর।

কদমের পাঁপড়িতে লিখে ফেলি তোমার নাম,
ছুঁয়ে দেখি বর্ষার জলে মিশে যায় কিনা!
তাই প্রতি বছর বর্ষা এলে–
আমি একটা করে নতুন কবিতা লিখি
যেটা তুমি কখনোই পড়বে না।

সালমান হাবীব -

Address

Dhaka
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Page Dust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share