01/08/2025
🚨🚨𝙑𝙀𝙍𝙔 𝙄𝙈𝙋𝙊𝙍𝙏𝘼𝙉𝙏 .
খুবই মনোযোগ দিয়ে এই পোস্ট টা পড়বেন ।
ই'ফুটবল ২৬ আপডেট আসতে বেশি দেরি নেই । তো অনেক জায়গায় অনেক কিছু পোষ্ট হচ্ছে, এতে করে অনেকে বিভ্রান্ত হচ্ছেন । তো তাদের জন্য ক্লিয়ার পোস্ট এইটা । তিনটি বিষয় নিয়ে কথা হবে ।
⚠️প্রথমত ; ই'ফুটবল ২৬ আপডেট আসবে কবে ?
= ১৪ আগস্ট ।
⚠️দ্বিতীয়ত; মেইনটেনেন্স কখন শুরু হবে ও কতক্ষন থাকবে ?
= মেইনটেনেন্স শুরু হবে ১৩ তারিখ বিকেল ৪:০০ টায়(বাংলদেশ সময়)। কেনো
তারিখ শুরু হবে ? আজকে কোনামি তাদের ওয়েবসাইট এ একটা নোটিশ দিয়েছে , যেখানে বিভিন্ন আইটেম এর রিমুভ তারিখ কমানো বাড়ানো হয়েছে(কমেন্ট এ ফটো দেয়া হবে) । সেখানে লক্ষ্য করা যায় যে , অনেক গুলা আইটেম এর শেষ সময় একটা নির্দিষ্ট টাইম এ দেওয়া হয়েছে , সেটা হলো বাংলাদেশ সময় বিকেল ৩:৫৯ মিনিট, মানে বিকেল ৪:০০ টা । কোনো কারণ ছাড়া এই উদ্ভট টাইম এ আইটেম গুলার শেষ সময় সেট করার কথা নয় । কাজই এটা বলাই বাহুল্য যে মেইনটেন্যান্স শুরু হবে ১৩ তারিখ বিকেল ৪ টায় । এবং শেষ হবে ১৪ তারিখ দুপুরে । ( সার্ভার জ্যাম হলে বিকেল বা সন্ধ্যা ও হতে পারে ) ।
⚠️তৃতীয়ত ;
কানেক্ট ব্রডকাস্ট ! কোনামি আগেই ঘোষণা দিয়েছিল যে , তারা ই'ফুটবল ২৬ আপডেট এর আগের দিন , অর্থাৎ ১৩ আগস্ট একটা কানেক্ট ব্রডকাস্ট এর আয়োজন করবে (কানেক্ট ব্রডকাস্ট হলো ভার্সন আপডেট এর আগে একটা লাইভ স্ট্রিম , যেখানে নতুন আপডেট এর যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হয়) তারা শুধু ব্রডকাস্ট এর তারিখ জানিয়েছে কিন্তু সময় না । কিন্তু যেহেতু দ্বিতীয় পয়েন্ট এ উল্লেখ করা হয়েছে কিছু আইটেম এর এক উদ্ভট টাইম এ শেষ সময় সেট করেছে বিকেল ৪:০০ টা । কাজই ব্রডকাস্ট ও শুরু হবে ওই টাইম এই । ব্রডকাস্ট এর লিংক সময় মতো জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ সবাইকে।
বি দ্রঃ মেইনটেনেন্স এর টাইম শুরু বা কতক্ষন হবে , এইটা শুধু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা হয়েছে । কেউ অফিসিয়াল টাইম হিসেবে নিয়েন না । তবে ২ আর ২ এ ৪ মিলালে ঐটাই হবে ।