
08/05/2025
হাজার হাজার লোক জমায়েত হয়েছে নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায়। চেয়ারম্যান বাড়িতে। এই বাড়িতেই বসবাস করেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী। যিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর সাবেক জনপ্রিয় মেয়র।
এলাকাবাসী বলছে, পুলিশ আছে বাড়িটির ভেতরে। পুলিশ ডাঃ আইভীকে গ্রেফতার করতে এসেছে। এই খবরে উত্তেজিত জনতা ডাঃ আইভীর বাড়ি ঘেরাও করে রাখে। তারা ঘোষণা দেয় যে নগরমাতা ডাঃ আইভীকে গ্রেফতার করে নিয়ে যেতে দিবনা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রাখেন তার কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার (৮ মে) রাত বারোটার দিকে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। রাত ১ টায় এখনো পুলিশ বাড়িতে অবস্থান করছে। জানা গেছে, আইভীও বাড়িতে আছেন।