FiRoj দরকার পড়লো ডাক দিও; আমি মানুষটা ভীষণ নির্লজ্জ, আবার সব ভুলে পাশে দাঁড়াবো!'😊
(5)

24/09/2023

তোমার_রব_তোমাকে_কি_দেয়_নাই_কিদি য়েছেন_একটুও চিন্তা করো যুবক #জামশেদমজুমদার Everyone

❝প্রতিটা মানুষ হাসি-আনন্দে দিন কাটাচ্ছে পরিজনের সঙ্গে! অথচ মৃত্যু তো তার জুতার ফিতার চেয়েও নিকটে!❞[সহীহ বুখারী: ১৮৮৯/উক্...
24/09/2023

❝প্রতিটা মানুষ হাসি-আনন্দে দিন কাটাচ্ছে পরিজনের সঙ্গে! অথচ মৃত্যু তো তার জুতার ফিতার চেয়েও নিকটে!❞

[সহীহ বুখারী: ১৮৮৯/উক্ত কবিতাংশটি আবৃত্তি করছিলেন আবূ বাকার রাঃ]

‘মুমূর্ষু ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতা এসে বলেন, হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আসো এবং উত্তপ্ত গরম পানি ও রক্ত-পুঁজের দুঃসংবাদ গ্রহণ করো এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর। রুহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকেন। অতঃপর তাঁরা রুহসহ ঊর্ধ্বাকাশে আরোহণ করেন। কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞেস করা হয়, এ ব্যক্তি কে? বলা হয়, অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নেই কোনো সাদর সম্ভাষণ। তুই নিন্দিত অবস্থায় ফিরে যা। কারণ তোর জন্য আকাশের দ্বার খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং তা কবরে ফিরে আসে। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৬২)

21/09/2023

বেশি শিক্ষিত ,গলাবাজ ,ইগো ওয়ালা উচ্চবিত্তের মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি

20/09/2023

একটি আজানবিহীন নামাজের মাধ্যমে শেষ হবে আমার-আপনার সকল অহংকারের পরিসমাপ্তি!💔

20/09/2023

শিক্ষক:তুমি কি কোন লোহার দোকানে গিয়েছো?
ছাত্রী:জি,গিয়েছি।

শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :খোলা মেলা।

শিক্ষক:তুমি কি রুপার দোকানে গিয়েছো?
ছাত্রী:হ্যাঁ গিয়েছি।

শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী: সংরক্ষণ করে রাখা হয়।

শিক্ষক:তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছো?
ছাত্রী:জি হ্যাঁ গিয়েছি।

শিক্ষক:তা কিভাবে রাখা হয়?
ছাত্রী: তা রুপার চেয়েও বেশী সংরক্ষণ করে রাখা হয়।

শিক্ষক:তুমি কি হীরার দোকানে গিয়েছো?
ছাত্রী:হ্যাঁ গিয়েছি।

শিক্ষক:তা কেমনে রাখা হয়?
ছাত্রী:তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়।

শিক্ষক:কেন জান?
ছাত্রী :কেননা তার দাম অত্যন্ত বেশী তাই। যেন তাতে ময়লা না লাগে।

শিক্ষক মুচকি হেঁসে বললেন: ইসলামে মহিলাদের মান ও সম্মান
হীরার চেয়েও অনেক অনেক বেশী। তাই তুমি পর্দায় থাকবে।
ছাত্রী :সর্ট ড্রেসে সমস্যা কি স্যার?

শিক্ষক:যারা তোমাকে সর্ট ড্রেস পরতে বলছে, তারা তোমাকে লোহার মত ব্যবহার করতে চাচ্ছে।তারা তোমার শরীরে দাগ দেবে, ময়লা লাগাবে, মরিচা ফেলবে। তারপর ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে।ওরা কোনদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না, বরং ভাববে ব্যবহারেরর লোহা। যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখ, তোমার মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা। মনে রাখবে এই দুনিয়াই কিন্তু শেষ নয়, আখিরাত বলেও কিছু একটা আছে।

|| নারী আর পর্দা- পর্দা হলো নারীর সৌন্দর্য || 🖤🌼

বন্ধুত্ব হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।কিয়ামতের সেই কঠিন দিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকীরা ছাড়া [১]।আর যেদিন কোন...
19/09/2023

বন্ধুত্ব হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।

কিয়ামতের সেই কঠিন দিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকীরা ছাড়া [১]।
আর যেদিন কোনো কিছুরই ছায়া থাকবে না আল্লাহর আরশ ছাড়া-সেদিন ৬ শ্রেণির পাশাপাশি আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপনকারীরাও সেই ছায়ায় অবস্থান করবে।[২]

তাই ভেবে নেই-আমি কার বন্ধু?সে কী আমার আখিরাতের শত্রু আযাবের কারণ না আরশের নিচে ছায়া পাবার কারণ হবে?

তথ্যঃ
[১]সূরা আয-যুখরুফ আয়াত-৬৭
[২]সহীহুল বুখারী ৬৬০, ১৪২৩, ৬৪৭৯, ৬৮০৬, মুসলিম ১০৩১, তিরমিযী ২৩৯১, নাসায়ী ৫৩৮০, আহমাদ ৯৩৭৩, মুওয়াত্তা মালিক ১৭৭৭, রিয়াদুস সলেহিন, হাদিস নং ৪৫৪

17/09/2023

বিপদে-আপদে খুবই সীমিত যে কয়জন মানুষ আপনার পাশে দাঁড়ায় এরা ছাড়া আপনার লাইফে আসলে আর কাউকেই দরকার নেই, এমনকি ফেসবুকের হাজার হাজার ফ্রেন্ডও না।

16/09/2023

কি বিষন্ন পেঁচা ডাহুকের নিঃসঙ্গ রাত। লিস্টে এতো পরিচিত মুখ, অথচ কথা কওনের মতন কেউ নাই।। 🙂

11/09/2023

ভয়ংকর কথা হলো, আঘা*তপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না! প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণ ও উচ্চারণ ভঙ্গির অডিও-ভিডিও রেকর্ডিং তাঁর কাছে মজুদ!

প্রতিশোধ যদি বান্দা নিতো, ঢের ভালো ছিলো! কতটুকুই বা নিবে! কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তাঁর আযা*ব অত্যন্ত কঠোর!

"নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না" - কোরআনের এই আয়াতটি কতটা ভয়াবহ আমাদের জন্য , তাই নাহ?
কারো জন্য শান্তনা! কারো জন্য ভয়ংকর! 💔

09/09/2023

বহুকাল আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখিনা৷ নিজেকে না দেখার এই তীব্র আক্ষেপ আমার মৃত্যুর পর ও আমায় ভোগান্তিতে ফেলবে।

06/09/2023

তুমি সেই দিনকে ভয় করো যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না ।

_____সূরা আশ - শুআরা :৮৮

05/09/2023

হিদায়াত এক অমূল্য সম্পদ যা সবাই পায় না এবং যা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ।

আর যারা এই হেদায়াত পেয়েও হারিয়ে ফেলে তাদের থেকে অভাগা দুনিয়ার মাটিতে আর একজন ও হয় না।

আল্লাহুম্নাগফিরলি। 💔

05/09/2023

.

জীবন যুদ্ধে প্রতিটি মুহুর্তে হেরে যাচ্ছি!

05/09/2023

যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তার উপর আল্লাহ্ দুটো বিষয়কে চাপিয়ে দেন,
যতক্ষণ না সে তাওবাহ্ করে ফিরে আসে; সে দুটো হলো:-
দুঃখ এবং দুশ্চিন্তা।

- ইমাম ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ

04/09/2023

تَاللَّهِ لَتُسْـَٔلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ.
আল্লাহর কসম! তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তোমরা যে মিথ্যা রটাচ্ছ সে ব্যাপারে।

(সূরা আন-নাহল:৫৬)

04/09/2023

দুনিয়ার তোমার জীবনটাই-বা কতটুকু??

অর্ধেক যায় ঘুমে বাকিটা যায় গাফিলতিতে।🥺

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when FiRoj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share