
31/05/2025
আমি যদি মেয়ের মা হতাম তাহলে মেয়েকে কখনো শিখাতাম না যে মেয়েদের সেক্রিফাইজ করতে হয়।সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় ।বলতাম যেটা তোমার সেটা তুমি আদায় করে নিবে।যে বা যারা তোমাকে আগলে রাখবে তাদের আজীবন আগলে রাখবে তুমি।যেটা অন্যায় সেটার বিরুব্ধে প্রতিবাদ করবে সে যেই হোক ।সব মায়েদের উদ্দেশ্যে বলবো মেয়েদের প্লিজ সেক্রিফাইজ করা শিখাবেন না।মানিয়ে নাও মেনে নাও বলার দরকার নাই ।পুথিগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ,মানবিকতা শিখান আর কিছুর দরকার নেই বাকিটা সে নিজেই শিখে নিবে।