Shimu’s Diary

Shimu’s Diary অবসর সময়ে যা করতে ভালোবাসি তার ই ছোট্ট প্রয়াস… Allways serve to fresh food and maintain hygiene.
(4)

17/08/2025

কর্পূরের ছায়াতলে ঘুড়ে বেড়াই।


দুপুরেরে মেন‍ু।আমার মন মতো মশলা দিয়ে ফ্রাইড টফু উইথ সস এন্ড ওনিয়ন আর সাথে সিম্পল চিকেন তরিয়াকি ,জাপানিজ রাইস আর শষা।
11/08/2025

দুপুরেরে মেন‍ু।
আমার মন মতো মশলা দিয়ে ফ্রাইড টফু উইথ সস এন্ড ওনিয়ন আর সাথে সিম্পল চিকেন তরিয়াকি ,জাপানিজ রাইস আর শষা।

22/07/2025

কি অদ্ভুত আমাদের সন্তানরা কোথাও নিরাপদ না ?মা,বাবারা কেমন অনুভব করতেছে যারা সন্তান হারালেন।আমরা তো ভিডিও ফুটেজ দেখেই অসুস্থ হয়ে পরছি ঘুমহীন রাত পার করেছি।অনুভূতি প্রকাশের ভাষা হারিয়েছি ।যে বাচ্চাগুলো হাসপাতালে কাতরাচ্ছে ।যাঁরা সুস্থ হয়ে যাবে কিন্তু আজীবন এই ট্রমা বয়ে বেড়াবে।এত টা ধৈর্য্যের পরীক্ষা কেন আমাদেরকে দিতে হচ্ছে?এখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না আমার।চারপাশে এত অস্থিরতা মানতে পারি না।দম বন্ধ অনুভুতি।আল্লাহ তুমি সহায় হও ।আল্লাহ নাকি যা করেন ভালোর জন‍্যই করেন,মঙ্গলের জন‍্যই করেন।এখানে কোথায় ভালো কোথায় মঙ্গল কেউ কি আমাকে বলতে পারবেন?
কারো যানা থাকলে প্লিজ আমাকে একটু বলবেন?
আমি শিমু।
অমিয় এর মা।
আমার পাখির পিপি।
২১.০৭.২০২৫

21/07/2025

উত্তরায় বিমান বিদ্ধস্ত এর ঘটনায় প্রচুর রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল
আল্লাহ তুমি রহম করো।

21/07/2025

সবজি বাগান। ゚viralシfypシ゚viralシalシ

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
20/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

14/07/2025

Vegetables ゚viralシfypシ゚viralシalシ

12/07/2025

#followersreelsfypシ゚viralシfypシ゚viralシ

আমি কোরিয়ান মুভি বা সিরিজ এত ধৈর্য্য নিয়ে কখনই দেখিনি।দুই সপ্তাহ লেগেছে শেষ করতে আমার ।সিরিজ টা শেষ করে এখনো একটা ঘোরের ...
10/07/2025

আমি কোরিয়ান মুভি বা সিরিজ এত ধৈর্য্য নিয়ে কখনই দেখিনি।দুই সপ্তাহ লেগেছে শেষ করতে আমার ।সিরিজ টা শেষ করে এখনো একটা ঘোরের মধ‍্যে আছি ।এত সুন্দর ,অসাধারণ ।অনেক বছর পর এত সময় নিয়ে কোন সিরিজ শেষ করলাম,কাঁদলাম ,হাসলাম।জীবনের প্রতিটি মুহূর্ত এত উপভোগ করলাম।অসাধারণ অনুভূতি ।যারা মুভি বা সিরিজ দেখতে পছন্দ করো দেখতে পারে।

আমরা যারা প্রবাসে থাকি তারা উপলব্ধি করতে পারি এইজিনিস গুলি আমাদের জন‍্য কতোটা গুরুত্বপূর্ণ ।আমার মায়ের ছোয়া লেগে আছে প্র...
29/06/2025

আমরা যারা প্রবাসে থাকি তারা উপলব্ধি করতে পারি এইজিনিস গুলি আমাদের জন‍্য কতোটা গুরুত্বপূর্ণ ।আমার মায়ের ছোয়া লেগে আছে প্রতিটি জিনিসের মধ‍্যে।সকাল বেলা পার্সেল রিসিভ করলাম মা পাঠিয়েছে বাংলাদেশ থেকে।আল্লাহুম্মা বারিক লাহু ।আল্লাহ আমার সহ সবার মায়েদের সুস্থ রাখুন ,দীর্ঘজীবন দান করুন।

আমি যদি মেয়ের মা হতাম তাহলে মেয়েকে কখনো শিখাতাম না যে মেয়েদের সেক্রিফাইজ করতে হয়।সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় ।বলতাম যেট...
31/05/2025

আমি যদি মেয়ের মা হতাম তাহলে মেয়েকে কখনো শিখাতাম না যে মেয়েদের সেক্রিফাইজ করতে হয়।সব কিছুর সাথে মানিয়ে নিতে হয় ।বলতাম যেটা তোমার সেটা তুমি আদায় করে নিবে।যে বা যারা তোমাকে আগলে রাখবে তাদের আজীবন আগলে রাখবে তুমি।যেটা অন‍্যায় সেটার বিরুব্ধে প্রতিবাদ করবে সে যেই হোক ।সব মায়েদের উদ্দেশ্যে বলবো মেয়েদের প্লিজ সেক্রিফাইজ করা শিখাবেন না।মানিয়ে নাও মেনে নাও বলার দরকার নাই ।পুথিগত শিক্ষার পাশাপাশি নৈতিকতা ,মানবিকতা শিখান আর কিছুর দরকার নেই বাকিটা সে নিজেই শিখে নিবে।

Address

Narayanganj

Telephone

+818082233366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shimu’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shimu’s Diary:

Share