ayat alam rafsa

ayat alam rafsa "Honest reviews on gadgets, beauty, and lifestyle products. Discover trends, tips, and recommendations to make smart shopping choices!"

প্রোডাক্টিভ মুসলিমমোহাম্মদ ফারিস, গার্ডিয়ান পাবলিকেশনস   ‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় ...
23/06/2025

প্রোডাক্টিভ মুসলিম
মোহাম্মদ ফারিস, গার্ডিয়ান পাবলিকেশনস
‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।

লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।

ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

বিশেষভাবে এই বইটি থেকে জানতে পারবেন :

* কীভাবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন

* কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন

* কীভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলেও প্রোডাক্টিভ হয়ে উঠবেন

* কীভাবে ব্যক্তিজীবন, সামজিক জীবন, ক্যারিয়ার এবং দ্বীন-দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন

* মানসিক বিচ্ছিন্নতা এড়িইয়ে কীভাবে আপন লক্ষ্যে ফোকাস ঠিক রাখবেন

* কীভাবে প্রোডাক্টিভ হ্যাবিট গড়ে তুলবেন এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন

* কীভাবে সময়ের সদ্ব্যবহার করে দুনিয়ার পাশাপাশি পরকালের জীবনকে সমৃদ্ধ করবেন

* রমাদানে কী করে প্রোডাক্টিভিটি বজায় রাখবেন ইত্যাদিসহ আরও অনেক কিছু।

* এই বইটি কি কেবল মুসলিমদের জন্য প্রযোজ্য?

* বইটি বিশেষত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও মুসলিম-অমুসলিম নির্বিশেষে এ থেকে উপকৃত হতে পারবে।

* এই বইয়ে আলোচিত—আমাদের জীবনের উদ্দেশ্য কী?

মানুষের শ্রেষ্ঠত্ব; মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক; মানবজাতির প্রতি আমাদের দায়বোধ; পৃথিবীর কাছে ঋণস্বীকার—এসব কমন ভ্যালুজ আমাদের প্রত্যেকের জানা দরকার, যেন বৃহত্তর মানবিক স্বার্থে একটি বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি।

অন্যান্য প্রোডাক্টিভিটি বইয়ের তুলনায় এর বিশেষত্ব কী?

দেহের একটি আত্মা আছে—বিষয়টি এমন নয়, আসলে আমাদের ‘আত্মার জন্য এ-দেহটি। সৃষ্টি হিসেবে মানুষ যতটা-না দৈহিক, তার চেয়ে বেশি আত্মিক। পশ্চিমা ধ্যানধ্যারণার আলোকে প্রোডাক্টিভিটি কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর লিখিত যাবতীয় বইয়ের প্রধান দুর্বলতা—এই আত্মা ও আধ্যাত্মিকতার মতো একটি শাশ্বত সত্যকে এড়িয়ে যাওয়া।

আমাদের দেহ দুর্বল, ভঙ্গুর ও পঁচনশীল। পক্ষান্তরে আমাদের আত্মা হলো শাশ্বত। তাই আত্মা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার করে যে কর্মকৌশল দাঁড় করানো হয়, তাতে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফলতা অর্জিত হলেও, জীবনের বৃহত্তর সফলতার প্রশ্নে তা চূড়ান্তভাবে ব্যর্থ। এ জন্য মানবসত্তার পূর্ণ বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতার জন্য দরকার এমন এক অত্যুজ্জ্বল জীবনদৃষ্টি ও কর্মকৌশল, যা একজন মানুষকে দুনিয়াতে প্রেডাক্টিভ হওয়ার পাশাপাশি অনন্তকালের পরকালীন জীবনের ব্যাপারেও প্রোডাক্টিভ হতে সাহায্য করতে পারে। এই এখানটাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি এই ইন্ডাস্ট্রির পশ্চিমাধারার আর-সব বই থেকে আলাদা এবং এক অপার্থিব স্বকীয়তায় উজ্জ্বল।
1. #প্রোডাক্টিভমুসলিম
2. #মোহাম্মদফারিস
3. #গার্ডিয়ানপাবলিকেশনস
4. #মুসলিমউন্নয়ন
5. #সফলতারগোপন
6. #আত্মউন্নয়ন
7. #মুসলিমপ্রেরণা
8. #জীবনশৈলী
9. #মুসলিমসফলতা
10. #নতুনদিগন্ত

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠআরিফ আজাদ, সত্যায়ন প্রকাশন একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর এক...
23/06/2025

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
আরিফ আজাদ, সত্যায়ন প্রকাশন
একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। কী আছে সেই কুরআনে যার স্পর্শে এলে মানুষেরা পাগলপারা হয়ে যায়? কী তার শক্তি যা আমূল বদলে দেয় মানুষের চিন্তাধারা, জীবনপদ্ধতিকে? কী আশ্চর্য তার ক্ষমতা যা শুনবার জন্যে চরম শত্রুরাও রাতের অন্ধকারে কান পেতে রাখতো?

জীবনের যে উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কেটেছিলো নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের সংস্পর্শে হয়ে উঠেছে অজেয়, অপ্রতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক এবং রাষ্ট্রীয়— সবখানে এই কুরআন ছিলো নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে গেছে এই আলোর ঝলকানি।

কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা সু-প্রাচীন। অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানবজীবনে যতোখানি প্রাসঙ্গিক ছিলো, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততোখানিই প্রাসঙ্গিক থাকবে। মানবজীবনের সকল অনুষঙ্গ নিয়ে কুরআন কথা বলে, পথ দেখায়।

কিন্তু, যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ কী নিদারুন অযত্নে পড়ে থাকে আমাদের শেলফের কোণায়। তার গায়ে ধুলোয় জমাট আস্তরন। যে কুরআন পাহাড়ে অবতীর্ণ হলে পাহাড় ধ্বসে যেতো, সেই কুরআন নিয়ে আজ আমাদের কী অবর্ণনীয় অবহেলা। আজ জীবনে আমরা সবকিছুকে স্থান দিয়েছি, সময় বের করেছি ছোট-বড় সমস্ত অনুষঙ্গের জন্যে, কিন্তু জীবনের জন্য যে কুরআনের আগমন, তার জন্যে আমাদের কোন ‘সময়’ নেই।

কুরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মণি-মুক্তো। সেই মণি-মুক্তোর আকর থেকে কীভাবে আমরা তুলে আনবো প্রয়োজনীয় রসদ, কীভাবে ভাবনায় আনবো সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে কীভাবে করে তুলবো মসৃণ আর জীবনোপোযোগি তার খানিকটা আভাস হাজির করার চেষ্টা করা হয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইতে, আলহামদুলিল্লাহ।
1. #কুরআনজীবনেরপাঠ
2. #আরিফআজাদ
3. #সত্যায়নপ্রকাশন
4. #আধ্যাত্মিকজ্ঞান
5. #ইসলামিকশিক্ষা
6. #জীবনেরপাঠ
7. #কুরআনশিক্ষা
8. #আধ্যাত্মিকউন্নতি
9. #বাংলাঐতিহ্য
10. #মানবিকমূল্য

ক্যাশ মেশিনমুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), হিয়া প্রকাশনা   মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই...
23/06/2025

ক্যাশ মেশিন
মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), হিয়া প্রকাশনা
মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি! (ইনফ্যাক্ট ইটস ট্রু)

বিজনেস ব্লুপ্রিন্ট-এর মতন নাম্বার #১ বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি। লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে। রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার যুগান্তকারী সব মেথড, ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল। দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং, আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ!

এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক।

আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও।

বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই।
1. #ক্যাশমেশিন
2. #মুহাম্মদইলিয়াসকাঞ্চন
3. #কোচকাঞ্চন
4. #হিয়াপ্রকাশনা
5. #বাংলাদেশ
6. #অর্থনীতি
7. #ব্যবসা
8. #টেকনোলজি
9. #নতুনউদ্যোগ
10. #সফলতা

স্মার্ট ফেসবুক মার্কেটিংএস এম আকিব মুর্শেদ, ফরিদ পাবলিকেশনস এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগেতো আপনারা ইত...
23/06/2025

স্মার্ট ফেসবুক মার্কেটিং
এস এম আকিব মুর্শেদ, ফরিদ পাবলিকেশনস
এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগে

তো আপনারা ইতিমধ্যে যদি অনলাইন বিজনেস করতে সিদ্ধান্ত নিয়েছেন তো এফ- কমার্স নিয়েই বেশিরভাগ আগাবেন। কেননা বাংলাদেশের বেশিরভাগই তাদের বিজনেসকে এফ-কমার্স দিয়ে শুরু করে থাকেন। তো এফ-কমার্স নিয়ে কি আপনি বিস্তারিত জানেন? না জানলেও সমস্যা নেই এখানে আমরা আলোচনা করবো।

এফ-কমার্স কি?

এফ-কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ফেসবুক কমার্স। অর্থাৎ, আমরা যখন আমাদের কোনোপণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর চেষ্টা করে থাকি তখন এটি এফ- কমার্স এর অন্তর্ভুক্ত হয়।

এফ-কমার্স কেন গুরুত্বপূর্ণ?

এফ-কমার্স নিয়ে তো অনেক আলোচনা হয়। কখনো কি ভেবে দেখেছেন এফ-কমার্স কেন এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেই? কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে আর এই ট্রাফিক অনেক সময় তারা ফেসবুকে অতিবাহিত করে থাকে। তাই এফ-কমার্স বিজনেস অন্য বিজনেস থেকে বেশি এফেক্টিভ। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবা অর্ডার করতে ওয়েবসাইটের থেকে ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনার যত ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আসবে পেইজের ইনবক্সে। তাই যাই করেন না কেন এফ-কমার্স আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
1. #স্মার্টফেসবুকমার্কেটিং
2. #এসএমআকিবমুর্শেদ
3. #ফরিদপাবলিকেশনস
4. #ডিজিটালমার্কেটিং
5. #ফেসবুকবিজনেস
6. #মার্কেটিংটিপস
7. #অনলাইনপ্রমোশন
8. #সোশ্যালমিডিয়ামার্কেটিং
9. #ব্র্যান্ডবিল্ডিং
10. #বাংলাদেশমার্কেটিং

Address

Narayangonj
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when ayat alam rafsa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ayat alam rafsa:

Share