ayat alam rafsa

ayat alam rafsa "Honest reviews on gadgets, beauty, and lifestyle products. Discover trends, tips, and recommendations to make smart shopping choices!"

প্রোডাক্টিভ মুসলিমমোহাম্মদ ফারিস, গার্ডিয়ান পাবলিকেশনস   ‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় ...
23/06/2025

প্রোডাক্টিভ মুসলিম
মোহাম্মদ ফারিস, গার্ডিয়ান পাবলিকেশনস
‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।

লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।

ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।

বিশেষভাবে এই বইটি থেকে জানতে পারবেন :

* কীভাবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন

* কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন

* কীভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলেও প্রোডাক্টিভ হয়ে উঠবেন

* কীভাবে ব্যক্তিজীবন, সামজিক জীবন, ক্যারিয়ার এবং দ্বীন-দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন

* মানসিক বিচ্ছিন্নতা এড়িইয়ে কীভাবে আপন লক্ষ্যে ফোকাস ঠিক রাখবেন

* কীভাবে প্রোডাক্টিভ হ্যাবিট গড়ে তুলবেন এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন

* কীভাবে সময়ের সদ্ব্যবহার করে দুনিয়ার পাশাপাশি পরকালের জীবনকে সমৃদ্ধ করবেন

* রমাদানে কী করে প্রোডাক্টিভিটি বজায় রাখবেন ইত্যাদিসহ আরও অনেক কিছু।

* এই বইটি কি কেবল মুসলিমদের জন্য প্রযোজ্য?

* বইটি বিশেষত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও মুসলিম-অমুসলিম নির্বিশেষে এ থেকে উপকৃত হতে পারবে।

* এই বইয়ে আলোচিত—আমাদের জীবনের উদ্দেশ্য কী?

মানুষের শ্রেষ্ঠত্ব; মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক; মানবজাতির প্রতি আমাদের দায়বোধ; পৃথিবীর কাছে ঋণস্বীকার—এসব কমন ভ্যালুজ আমাদের প্রত্যেকের জানা দরকার, যেন বৃহত্তর মানবিক স্বার্থে একটি বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি।

অন্যান্য প্রোডাক্টিভিটি বইয়ের তুলনায় এর বিশেষত্ব কী?

দেহের একটি আত্মা আছে—বিষয়টি এমন নয়, আসলে আমাদের ‘আত্মার জন্য এ-দেহটি। সৃষ্টি হিসেবে মানুষ যতটা-না দৈহিক, তার চেয়ে বেশি আত্মিক। পশ্চিমা ধ্যানধ্যারণার আলোকে প্রোডাক্টিভিটি কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর লিখিত যাবতীয় বইয়ের প্রধান দুর্বলতা—এই আত্মা ও আধ্যাত্মিকতার মতো একটি শাশ্বত সত্যকে এড়িয়ে যাওয়া।

আমাদের দেহ দুর্বল, ভঙ্গুর ও পঁচনশীল। পক্ষান্তরে আমাদের আত্মা হলো শাশ্বত। তাই আত্মা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার করে যে কর্মকৌশল দাঁড় করানো হয়, তাতে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফলতা অর্জিত হলেও, জীবনের বৃহত্তর সফলতার প্রশ্নে তা চূড়ান্তভাবে ব্যর্থ। এ জন্য মানবসত্তার পূর্ণ বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতার জন্য দরকার এমন এক অত্যুজ্জ্বল জীবনদৃষ্টি ও কর্মকৌশল, যা একজন মানুষকে দুনিয়াতে প্রেডাক্টিভ হওয়ার পাশাপাশি অনন্তকালের পরকালীন জীবনের ব্যাপারেও প্রোডাক্টিভ হতে সাহায্য করতে পারে। এই এখানটাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি এই ইন্ডাস্ট্রির পশ্চিমাধারার আর-সব বই থেকে আলাদা এবং এক অপার্থিব স্বকীয়তায় উজ্জ্বল।
1. #প্রোডাক্টিভমুসলিম
2. #মোহাম্মদফারিস
3. #গার্ডিয়ানপাবলিকেশনস
4. #মুসলিমউন্নয়ন
5. #সফলতারগোপন
6. #আত্মউন্নয়ন
7. #মুসলিমপ্রেরণা
8. #জীবনশৈলী
9. #মুসলিমসফলতা
10. #নতুনদিগন্ত

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠআরিফ আজাদ, সত্যায়ন প্রকাশন একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর এক...
23/06/2025

কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
আরিফ আজাদ, সত্যায়ন প্রকাশন
একটা গ্রন্থ গোটা একটা সভ্যতাকে বদলে দিয়েছে— এমন ঘটনা দুনিয়ায় আর একটাও নেই। কী আছে সেই কুরআনে যার স্পর্শে এলে মানুষেরা পাগলপারা হয়ে যায়? কী তার শক্তি যা আমূল বদলে দেয় মানুষের চিন্তাধারা, জীবনপদ্ধতিকে? কী আশ্চর্য তার ক্ষমতা যা শুনবার জন্যে চরম শত্রুরাও রাতের অন্ধকারে কান পেতে রাখতো?

জীবনের যে উদ্দেশ্য আর রহস্যের সন্ধানে একদা হেরা গুহায় দিন কেটেছিলো নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই উদ্দেশ্যের স্বরূপ উপস্থাপনা এই কুরআন। আগাগোড়া পাপে জর্জরিত একটা সভ্যতা এই কুরআনের সংস্পর্শে হয়ে উঠেছে অজেয়, অপ্রতিরোধ্য। ব্যক্তিক, সামাজিক এবং রাষ্ট্রীয়— সবখানে এই কুরআন ছিলো নিউক্লিয়াসের ভূমিকায়। অন্ধকারে ডুবে থাকা একটা সমাজকে এই কুরআন বানিয়েছে আলোর উৎস। পৃথিবীর প্রান্তে প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে গেছে এই আলোর ঝলকানি।

কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা সু-প্রাচীন। অবতীর্ণের প্রথম দিন থেকে কুরআন মানবজীবনে যতোখানি প্রাসঙ্গিক ছিলো, পৃথিবীর শেষ দিনটাতেও তা ততোখানিই প্রাসঙ্গিক থাকবে। মানবজীবনের সকল অনুষঙ্গ নিয়ে কুরআন কথা বলে, পথ দেখায়।

কিন্তু, যে কুরআন একদা বদলে দিয়েছে পৃথিবীর গতিপথ, সেই কুরআন আজ কী নিদারুন অযত্নে পড়ে থাকে আমাদের শেলফের কোণায়। তার গায়ে ধুলোয় জমাট আস্তরন। যে কুরআন পাহাড়ে অবতীর্ণ হলে পাহাড় ধ্বসে যেতো, সেই কুরআন নিয়ে আজ আমাদের কী অবর্ণনীয় অবহেলা। আজ জীবনে আমরা সবকিছুকে স্থান দিয়েছি, সময় বের করেছি ছোট-বড় সমস্ত অনুষঙ্গের জন্যে, কিন্তু জীবনের জন্য যে কুরআনের আগমন, তার জন্যে আমাদের কোন ‘সময়’ নেই।

কুরআনের পরতে পরতে ছড়িয়ে আছে মণি-মুক্তো। সেই মণি-মুক্তোর আকর থেকে কীভাবে আমরা তুলে আনবো প্রয়োজনীয় রসদ, কীভাবে ভাবনায় আনবো সমৃদ্ধি, চিন্তায় প্রখরতা এবং উপলব্ধিকে কীভাবে করে তুলবো মসৃণ আর জীবনোপোযোগি তার খানিকটা আভাস হাজির করার চেষ্টা করা হয়েছে ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বইতে, আলহামদুলিল্লাহ।
1. #কুরআনজীবনেরপাঠ
2. #আরিফআজাদ
3. #সত্যায়নপ্রকাশন
4. #আধ্যাত্মিকজ্ঞান
5. #ইসলামিকশিক্ষা
6. #জীবনেরপাঠ
7. #কুরআনশিক্ষা
8. #আধ্যাত্মিকউন্নতি
9. #বাংলাঐতিহ্য
10. #মানবিকমূল্য

ক্যাশ মেশিনমুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), হিয়া প্রকাশনা   মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই...
23/06/2025

ক্যাশ মেশিন
মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন), হিয়া প্রকাশনা
মেশিন লার্নিং, এআই আর নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কারের এই যুগে, সবকিছু ছাপিয়ে সবার বোধ হয় চাওয়া একটাই- একটা আস্ত ক্যাশ মেশিন খুঁজে পাওয়া। আর এই বই সন্ধান দেবে সেই আরাধ্য ক্যাশ মেশিন! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিজের বিজনেসকে বানিয়ে ফেলুন বাস্তব একটা ক্যাশ মেশিন, আর আবিষ্কার করুন টাকার খনি! (ইনফ্যাক্ট ইটস ট্রু)

বিজনেস ব্লুপ্রিন্ট-এর মতন নাম্বার #১ বেস্টসেলার বইয়ের লেখক কোচ কাঞ্চন-এর ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতায় লেখা এই বই পড়ে শুরু মানি আর্নিং-এর আল্টিমেট জার্নি। লেখকের ব্যবসায় ৬ কোটি টাকার লস এবং সেখান থেকে খুঁজে পাওয়া ৬ কোটি টাকার সিক্রেট রিভিল করেছেন এই বইয়ে। রয়েছে বিজনেসকে অটোমেটিক মানি মেকিং মেশিনে রুপান্তর করার যুগান্তকারী সব মেথড, ফ্রেমওয়ার্ক ও প্রিন্সিপাল। দ্য গ্রেটেস্ট ওয়েলথ প্রডিউসিং অ্যাসেট নিজের ব্রেইনকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করার নানা ফর্মুলা বইটিকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

একটা মেশিন নামক বস্তু বানিয়ে, থিংক ডিফরেন্ট-এর মতো পাঞ্ছ লাইন দিয়ে পৃথিবীর সকল বিজনেস, ব্র্যান্ডিং, আর ফিলসফিকে বদলে দিয়েছিলো অ্যাপল। কোচ কাঞ্চনের ক্যাশ মেশিন সেই চিন্তার নতুন সংস্করণ!

এই বইটিকে একটা বিজনেস মাস্টারপিস বললে বেশি বলা হবে না। একজন উদ্যোক্তার মারাত্মক ৫টি ভুল ধরিয়ে দেয়া থেকে শুরু করে এই বই ব্যাখ্যা করে মার্কেটিং কিভাবে বিজনেসের জন্য ম্যাজিক হয়ে ওঠে, কাগজের নোট নয়, কনটেন্ট কেমন করে এই যুগের ক্যাশ হয়ে ওঠে, হিসেব করে তিনি মিলিয়ে দেন কোটি টাকার অংক।

আর সবচেয়ে বড় যে উপলব্ধি সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি, লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও।

বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মূলা আর খেলে চলুন দ্য বিগ অব লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি, জীবনের খেলাটা খেলতে হবে ভাল করেই। বেঁচে যখন আছি, বাঁচাটা হোক: বাঁচার: মতোই।
1. #ক্যাশমেশিন
2. #মুহাম্মদইলিয়াসকাঞ্চন
3. #কোচকাঞ্চন
4. #হিয়াপ্রকাশনা
5. #বাংলাদেশ
6. #অর্থনীতি
7. #ব্যবসা
8. #টেকনোলজি
9. #নতুনউদ্যোগ
10. #সফলতা

স্মার্ট ফেসবুক মার্কেটিংএস এম আকিব মুর্শেদ, ফরিদ পাবলিকেশনস এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগেতো আপনারা ইত...
23/06/2025

স্মার্ট ফেসবুক মার্কেটিং
এস এম আকিব মুর্শেদ, ফরিদ পাবলিকেশনস
এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগে

তো আপনারা ইতিমধ্যে যদি অনলাইন বিজনেস করতে সিদ্ধান্ত নিয়েছেন তো এফ- কমার্স নিয়েই বেশিরভাগ আগাবেন। কেননা বাংলাদেশের বেশিরভাগই তাদের বিজনেসকে এফ-কমার্স দিয়ে শুরু করে থাকেন। তো এফ-কমার্স নিয়ে কি আপনি বিস্তারিত জানেন? না জানলেও সমস্যা নেই এখানে আমরা আলোচনা করবো।

এফ-কমার্স কি?

এফ-কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ফেসবুক কমার্স। অর্থাৎ, আমরা যখন আমাদের কোনোপণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর চেষ্টা করে থাকি তখন এটি এফ- কমার্স এর অন্তর্ভুক্ত হয়।

এফ-কমার্স কেন গুরুত্বপূর্ণ?

এফ-কমার্স নিয়ে তো অনেক আলোচনা হয়। কখনো কি ভেবে দেখেছেন এফ-কমার্স কেন এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেই? কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে আর এই ট্রাফিক অনেক সময় তারা ফেসবুকে অতিবাহিত করে থাকে। তাই এফ-কমার্স বিজনেস অন্য বিজনেস থেকে বেশি এফেক্টিভ। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবা অর্ডার করতে ওয়েবসাইটের থেকে ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনার যত ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আসবে পেইজের ইনবক্সে। তাই যাই করেন না কেন এফ-কমার্স আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।
1. #স্মার্টফেসবুকমার্কেটিং
2. #এসএমআকিবমুর্শেদ
3. #ফরিদপাবলিকেশনস
4. #ডিজিটালমার্কেটিং
5. #ফেসবুকবিজনেস
6. #মার্কেটিংটিপস
7. #অনলাইনপ্রমোশন
8. #সোশ্যালমিডিয়ামার্কেটিং
9. #ব্র্যান্ডবিল্ডিং
10. #বাংলাদেশমার্কেটিং

মুসলিম জাতির ইতিহাসআহমাদ মামুর আল উসাইরি, সমকালীন প্রকাশন ইতিহাস এক অনিবার্য পাঠশালা। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ ব্যতীত কো...
11/04/2025

মুসলিম জাতির ইতিহাস
আহমাদ মামুর আল উসাইরি, সমকালীন প্রকাশন
ইতিহাস এক অনিবার্য পাঠশালা। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ ব্যতীত কোনো জাতির পক্ষেই উন্নতির শীর্ষে আরোহণ করা সম্ভব নয়। ইতিহাসের সঠিক সিদ্ধান্তগুলোতে যেমন আমরা পথের দিশা পাই। তেমনই পূর্বসূরিদের ভুলগুলো থেকে আমরা বুঝতে পারি—কোন পথে আমাদের চলা উচিত নয়। এই জন্যই কুরআনুল কারিমে পূর্ববর্তী জাতিসমূহের বহু আলোচনা স্থান পেয়েছে। ইতিহাস এমন প্রদীপ, যার আলোয় পরিষ্কার হয়ে ওঠে ভবিষ্যতের পথ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে বর্তমান সময় পর্যন্ত মুসলিমদের ইতিহাস সংক্ষেপে কিন্তু দারুণ মুনশিয়ানায় তুলে ধরা হয়েছে এ বইয়ে। একটি সুবিস্তৃত বিষয় সংক্ষেপেও কতটা আকর্ষণীয় করে তুলে ধরা যায়, এ বইটি তার চমৎকার উদাহরণ।

কোরআনুল কারীমের তারজুমানীমাওলানা আবু তাহের মেছবাহ, দারুল কলম
11/04/2025

কোরআনুল কারীমের তারজুমানী
মাওলানা আবু তাহের মেছবাহ, দারুল কলম

উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]মিরাজ রহমান, সুলতানস  প্রতিটি বিক্রিত বই হতে ৫ টা...
07/04/2025

উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]
মিরাজ রহমান, সুলতানস
প্রতিটি বিক্রিত বই হতে ৫ টাকা করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য অনুদান করা হবে।
সফল হতে, সাফল্যমণ্ডিত একটি জীবন গড়তে কত মানুষকে অনুসরণ করি আমরা। কত দর্শন আর বাণী-উপদেশ পড়ি এবং অনুসরণ করি মহৎ মানুষদের জীবনদর্শন। প্রোডাক্টিভ লাইফস্টাইল ম্যানটেইন করে সফল হতে, অনুসরণ করি বিভিন্ন প্রোডাক্টিভ রুটিন। মেনে চলি বিভিন্ন লাইফস্টাইল। অথচ একটিবারও কি ভেবেছি—কীভাবে শুরু হতো রাসুলুল্লাহ (সা.)-এর সকাল? কখন ঘুম থেকে উঠতেন তিনি? নাশতায় কি খেতেন? নাকি আমাদের মতো নাশতা না করেই চলে যেতেন কর্মস্থলে? দুপুরের সময়টা কীভাবে কাটত তাঁর? বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে কী করতেন? কখন এবং কীভাবে ঘুমাতেন তিনি? ঘুমানোর ঠিক কতক্ষণ আগে রাতের খাবার খেতেন? স্বামী হিসেবে কতোটা উত্তম ছিলেন তিনি? কীভাবে সহবাস করতেন সর্বশ্রেষ্ঠ রাসুল? সপ্তাহের কোন কোন দিন রোজা রাখতেন এবং বছরের কোন মাসে—কখন, কীভাবে, কী কী আমল করতেন রাসুলুল্লাহ (সা.)? প্রোডাক্টিভিটির কোনো ছোঁয়া ছিল কি তাঁর দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক রুটিন এবং জীবনধারায়?

সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল (সা.)-এর দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক প্রোডাক্টিভ রুটিন ও সুন্নাহ লাইফস্টাইল নিয়ে রচিত হয়েছে উসওয়াতুন হাসানা প্রোডক্টিভ মুহাম্মাদ (সা.) বইটি। বইটি লিখেছেন তরুণ আলেম, গবেষক ও সাংবাদিক মিরাজ রহমান। বইটি প্রকাশ করেছে সুলতানস।

রাসুলুল্লাহ (সা.)-এর প্রোডাক্টিভ রুটিন ও লাইফস্টাইল সম্পর্কে অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে এ বইটির পাতায় পাতায়।

পাঠক মনে প্রশ্ন জাগতে পারে, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত ও আমল নিয়ে নতুন বইয়ের প্রয়োজনীয়তা কতটুকু? প্রিয় পাঠক! এ বইটিতে এমন ৫টি বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে প্রত্যেক মুসলমানের এ বইটি পড়া ও সংগ্রহে রাখা আবশ্যক।

১. রাসুলুল্লাহ (সা.)-এর প্রোডাক্টিভ রুটিন এবং সুন্নাহ লাইফস্টাইলকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে। যাতে করে বুঝতে ও আমল করতে সহজ হয়।

২. প্রোডাক্টিভ লাইফস্টাইল মেইন্টেন করে জীবনে সফল হওয়ার জন্য রাসুলুল্লাহ (সা.)-এর রুটিন ও লাইফস্টাইল-ই যে সর্বোত্তম অনুকরনীয় আদর্শ এবং তিনি-ই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্টিভ মানুষ—তা প্রমাণ করা হয়েছে।

৩. দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক প্রোডাক্টিভ রুটিন এবং সুন্নাহ লাইফস্টাইল তুলে ধরার পাশাপাশি এগুলোর আদায়পদ্ধতি এবং বিধান তুলে ধরা হয়েছে।

৪. গ্রাফ, ইনফোগ্রাফিক ডিজাইন ও ছক আকারে বিভিন্ন বিষয়াবলি উপস্থাপন করা হয়েছে।

৫. সুপ্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থসহ বিশুদ্ধ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে প্রায় দেড় হাজার বিশুদ্ধ বর্ণনা বা রেওয়ায়েতের আলোকে গ্রন্থটি রচিত হয়েছে।

সুতরাং রাসুলুল্লাহ (সা.)-এর দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক প্রোডাক্টিভ রুটিন ও সুন্নাহ লাইফস্টাইল সম্পর্কে জানা ও তা আমল করার জন্য এটি হবে সর্বোত্তম বই।

৩৮৪ পৃষ্ঠার বইটিতে মোট ১২টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে রাসুলুল্লাহ (সা.)-এর রাতের শেষ প্রহরের সুন্নত ও আমল। দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে সুবহে সাদিক থেকে ফজরের নামাজ পর্যন্ত সুন্নত ও আমল। তৃতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে ফজরের নামাজের পরের সুন্নত ও আমল। চতুর্থ অধ্যায়ে তুলে ধরা হয়েছে দিনের প্রথম ভাগের সুন্নত ও আমল। পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে দিনের মধ্য ভাগের সুন্ত ও আমল। ষষ্ঠ অধ্যায়ে তুলে ধরা হয়েছে দিনের শেষ ভাগের সুন্নত ও আমল। সপ্তম অধ্যায়ে আলোচিত হয়েছে রাতের প্রথম ভাগের সুন্নত ও আমল। অষ্টম অধ্যায়ে আলোচিত হয়েছে রাতের মধ্য ভাগের সুন্নত ও আমল। নবম অধ্যায়ে তুলে ধরা হয়েছে রাসুলুল্লাহ (সা.)-এর দৈনন্দিন গুরুত্বপূর্ণ কিছু আমল। দশম অধ্যায়ে আলোচিত হয়েছে রাসুলুল্লাহ [সা.]-এর সাপ্তাহিক কিছু গুরুত্বপূর্ণ আমল। একাদশ অধ্যায়ে তুলে ধরা হয়েছে আরবি ১২ মাসের প্রতি মাসে কখন, কীভাবে কি কি আমল রাসুলুল্লাহ (সা.) করতেন। দ্বাদশ অধ্যায়ে আলোচিত হয়েছে রাসুলুল্লাহ [সা.]-এর জীবনঘনিষ্ঠ কিছু আমল। এ ছাড়া বইটির শেষ যুক্ত করা হয়েছে মূল্যায়ন ফরম নামে ব্যতিক্রমধর্মী
Buy now see comments
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

মাহে রমযানের ২৭ আমলশায়খ আহমাদুল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন রমযান বছরের সবচেয়ে ফযিলতপূর্ণ মাস। এ মাস ইবাদত-বন্দেগির বসন্তক...
07/04/2025

মাহে রমযানের ২৭ আমল
শায়খ আহমাদুল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন
রমযান বছরের সবচেয়ে ফযিলতপূর্ণ মাস। এ মাস ইবাদত-বন্দেগির বসন্তকাল। এ মাসেই মানবতার মুক্তির সনদ কুরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল হয়। এ মাসেই হেরা গুহায় প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ওহি নাযিলের ধারা শুরু হয়। এ মাসেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম রজনী লাইলাতুল কদর। কুরআনুল কারীমে একমাত্র যে মাসের নাম ও মর্যাদা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তা হলো রমযান। এ মাসে রহমতের দুয়ার উন্মুক্ত করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। রমযান শুরু হলে একজন ফেরেশতা ঘোষণা করেন-‘হে কল্যাণ-প্রত্যাশী, কল্যাণের পথে অগ্রসর হও। হে মন্দ পথের যাত্রী, থামো।’ একটি মাসকে ঘিরে এতসব ঐশী আয়োজনের মূল লক্ষ্য হলো-যেন প্রত্যেক মুমিন এ মাসে ইবাদত-বন্দেগিতে অধিক মগ্ন হয় এবং নেক আমলের মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করে।

ব্যবসায়ীদের ব্যবসার যেমন বিশেষ বিশেষ মৌসুম থাকে, সারা বছরের ঘাটতি তারা মৌসুম এলে পুষিয়ে নেয়, ঈমানদারেরও তেমন আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার মৌসুম আছে। সেই মৌসুমে তারা সারা বছরের আমলের ঘাটতি পুষিয়ে নেয়। সেই মৌসুম হলো রমযান। এজন্য রমযানকে ইবাদতের ভরা বসন্ত বলা হয়।

রমযানের ইবাদত-সাধনাকে সফল ও সার্থক করার পূর্বশর্ত হলো রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ও নির্দেশিত আমলের পূর্ণ অনুকরণ। ‘মাহে রমযানের ২৭ আমল’ বইটির মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ এমন কিছু আমল তুলে ধরছেন, যা রমযানের বিশেষ আমল হিসেবে কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এসব আমলের যথাযথ চর্চা সবার রমযান-সাধনাকে সার্থক ও মহিমান্বিত করবে
Buy now see comments
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

উমরাহ সফরের গল্পআরিফ আজাদ, সুকুন পাবলিশিং একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের...
07/04/2025

উমরাহ সফরের গল্প
আরিফ আজাদ, সুকুন পাবলিশিং
একটি প্রাচীন এবং পবিত্র স্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম বান্দাদের হাতে নির্মিত একটি আদিম গৃহ যেখানে পৌঁছুবার জন্য প্রতিটি বিশ্বাসী হৃদয়ে রয়েছে সুপ্ত আকুলতা। নিবিষ্ট চিত্তে, শুভ্র সফেদ বসনে আবৃত হয়ে আল্লাহর বান্দাগণ চক্রাকারে ঘুরছে সেই গৃহটিকে ঘিরে—যেন তারা কোনো মানুষ নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতাদের দল।

মরুভূমির পর মরুভূমি। তার মাঝে পাথুরে পাহাড়। গা ঝলসানো রোদ সেখানে। সেই পাথুরে পাহাড়ের উপত্যকায় আসলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা—মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আপন করল আরেকটি নান্দনিক শহর—মদিনা।

মক্কা এবং মদিনা—বিশ্বাসী মনে এই দুটো শহর যেন কল্পলোকের কোনো নগরীর মতো যার পরতে পরতে আঁকা আছে স্মৃতি আর স্বপ্ন। যার বাতাসে আছে চিত্তহারী ঘ্রাণ। যার আলোতে আছে দৃষ্টিকে ছাপিয়ে যাওয়ার শক্তি। এই দুটো শহরজুড়ে নবিজির এত স্মৃতি ছড়িয়ে আছে যে—একবার সেখানে যে পৌঁছায়, সেই মায়া জীবনেও তার পিছু ছাড়ে না।

এমন আকুল হৃদয় এবং ব্যাকুল অপেক্ষা নিয়ে লেখক আরিফ আজাদ একদিন পৌঁছে গিয়েছিলেন এই স্বাপ্নিক শহর দুটোতে। মক্কার অলিগলি পথ আর মদিনার আলো-হাওয়া-জল—এই দুইয়ে লেখক খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন সেই আদিম ঘ্রাণ, যে ঘ্রাণ হৃদয়কে মাতোয়ারা করে তোলে। ‘উমরাহ সফরের গল্প’ বইটিতে লেখক লিপিবদ্ধ করেছেন তার সেই স্মৃতিময় ভ্রমণের গল্পগুলোই। তিনি শুধু স্মৃতিই রোমন্থন করেন নি, যেন সময়ের ভেলায় ভেসে পাঠককে টেনে নিয়ে গেছেন সাড়ে চৌদ্দ’শ বছর আগের দুনিয়ায়। ‘উমরাহ সফরের গল্প’ বইটি পড়ে পাঠকের মনে এই অনুভূতিটাই প্রবল হবে।
Buy now see comments

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

ডু হোয়াট ইউ আরপল ডি. টিগার, রিডার্স পাবলিশার্স  এই বই কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে"ডু হোয়াট ইউ আর" বইটি ক্যারিয়ার সি...
07/04/2025

ডু হোয়াট ইউ আর
পল ডি. টিগার, রিডার্স পাবলিশার্স
এই বই কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে
"ডু হোয়াট ইউ আর" বইটি ক্যারিয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য যেকোনো বই থেকে আলাদা। এটি কখনোই সবার জন্য একরকম পরামর্শ দেয় না—কারণ আমরা প্রত্যেকেই আলাদা। আর একজনের জন্য সঠিক পরামর্শ অন্যজনের জন্য তা পুরোপুরি অপ্রাসঙ্গিক হতে পারে। বইটি "পার্সোনালিটি টাইপ" নামক বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি পদ্ধতির ওপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব ও প্রতিভার সঙ্গে মানানসই ক্যারিয়ার খুঁজতে সাহায্য করে। এটি সিভি লেখার নিয়ম বা ইন্টারভিউয়ের পোশাকের মতো সাধারণ কোনো বিষয় নিয়ে নয়, যেগুলো আপনি অন্য কোথাও সহজেই পেতে পারেন। বরং আপনার সম্পর্কে অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে এবং আপনাকে এমন একটি কর্মজীবন খুঁজে পেতে সাহায্য করে, যা আপনার অন্তর্নিহিত প্রতিভার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।

আপনার ব্যক্তিত্বের ধরণ (পার্সোনালিটি টাইপ) এবং আপনার কাজের সক্ষমতার মধ্যে সম্পর্ক বুঝতে পারলে, আপনার নিজের ক্ষমতা এবং পছন্দগুলোকে আরও পরিষ্কার ভাবে চিনতে পারবেন। আর তা আপনাকে এমন একটি কাজ খুঁজে পেতে সাহায্য করবে, যেখানে আপনি সঠিকতার সুখ এবং সফলতা খুঁজে পাবেন।

বইটি পড়তে শুরু করার পর আপনি বুঝবেন, ব্যক্তিত্বের ধরণ শুধু আপনার ক্যারিয়ার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের ধরণ এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্বের শীর্ষস্থানীয় ৫০০ কোম্পানির বেশিরভাগই এটি প্রতিদিন ব্যবহার করে।

"ডু হোয়াট ইউ আর" বইটি কেন আপনি পড়বেন:

✔ আপনি হয়তো একজন শিক্ষার্থী। প্রকৃত অর্থে আপনি বুঝতে পারছেন না, কোন ক্যারিয়ারটি বাছাই করা আপনার জন্য উপযুক্ত হবে?

✔ আপনি হয়তো নিজের জন্য উপযুক্ত ক্যারিয়ার খুঁজে পাচ্ছেন না এবং এমন একটি কাজ করতে চান যেই কাজ তাদের আগ্রহের সঙ্গে মানানসই, পাশাপাশি আপনার দক্ষতা ও ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায়।

✔ কিংবা আপনি হয়তো বর্তমান চাকরিতে ক্লান্ত বা অসন্তুষ্ট এবং নতুন সুযোগ খুঁজছেন, যা আপনাকে সত্যিকার অর্থে তাদের আনন্দ ও সন্তুষ্টি দেবে।

✔ হয়তো আপনি কর্মজীবনে আরও ভালো ফলাফল পেতে চান এবং এমন একটি পরিকল্পনা খুঁজছেন যা আপনার কর্মদক্ষতা বাড়িয়ে সফল একটি চাকরি/ ব্যবসায়ীক জীবন উপহার দিবে।

✔ অথবা আপনি একজন পিতা-মাতা/অভিভাবক হিসেবে সন্তানের ব্যক্তিত্ব বুঝে তাকে সঠিকভাবে গাইড করতে চাচ্ছেন।

✔শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের গাইডলাইনের ক্ষেত্রে আরও অগ্রগতি আনতে চান।

✔ নতুবা আপনি একজন কাউন্সেলর/পরামর্শদাতা হিসেবে ক্লায়েন্টদের জন্য সঠিক দিকনির্দেশনা দিতে চান।

✔ আপনি একজন টিম ম্যানেজার হিসেবে দলের সদস্যদের শক্তি ও দক্ষতা সঠিকভাবে কাজে লাগিয়ে ফলাফল উন্নত করতে চান।

✔ MBTI (Myers-Briggs Type Indicator) ব্যবহার করে নিজের ব্যক্তিত্বের গভীরতা, শক্তি এবং দুর্বলতা আবিষ্কার করতে চাচ্ছেন।

"ডু হোয়াট ইউ আর" বইটি আপনার জন্য সঠিক সমাধান হতে পারে।

এটি ধাপে ধাপে আপনাকে নিজের ব্যক্তিত্ব ও শক্তি বুঝতে সাহায্য করবে, সঠিক ক্যারিয়ার বেছে নিতে সহায়তা করবে এবং জীবনে সফল ও সন্তুষ্ট হতে সাহায্য করবে। একইসঙ্গে এটি আপনাকে এমন দক্ষতা দেবে যার মাধ্যমে আপনি অন্যদেরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন।

ইন্টারনেটে এত তথ্য পাওয়া যায়, সেখানে কেন একটি বই পড়বেন?

এটাই সত্য: এমন অসংখ্য সাইট রয়েছে, যেগুলো আপনাকে আপনার ব্যক্তিত্বের ধরন(Personality Type) আবিষ্কার করতে বা নিজেকে বোঝার জন্য নানা টুলস সরবরাহ করতে পারে। কিন্তু এই সাইটগুলোতে যত গভীর বিশ্লেষণ পাওয়া যায়, তার তুলনায় আপনার হাতে থাকা এই বইটি অনেক বেশি গভীরতা এবং মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

তাই অবশ্যই অনলাইনে যান, আপনার ব্যক্তিত্বের ধরন যাচাই করুন এবং দেখুন সেখানে কী ধরনের তথ্য আছে (অনেক ভালো কিছু রয়েছে!)। তবে এখানে ফিরে আসুন, যদি আপনি জানতে চান আপনার জন্য মানানসই ও সন্তুষ্টির একটি ক্যারিয়ার/চাকরি কীভাবে খুঁজে পাবেন!

“ডু হোয়াট ইউ আর“ নিয়ে সোহাগ ভাইয়ের প্রতিক্রিয়া
“একটা বই আমি পড়ি “ডু হোয়াট ইউ আর” এবং এটা তোমাদের জন্য Must Read, Must মানে Must Read.

বইটা পড়লে তুমি জানতে পারবা সারা পৃথিবীতে ১৬ টাইপের মানুষ আছে। আমরা সবাই ১৬টা টাইপের কোন এক টাইপের মধ্যে পরি এবং মজার বিষয় হলো ১৬ টা টাইপের মধ্যে এমন নাই যে, এই টাইপের মানুষ গুলো ভালো, এই টাইপের মানুষগুলো খারাপ, এরকম না। প্রত্যেকটা টাইপেরই Strength এর জায়গা আছে আবার প্রত্যেকটা টাইপের ঐ Weakness আছে।

'ডু হোয়াট ইউ আর' বইটা কেন করবা সেটা বলি আমি যে টাইপের আমার জন্য কোন ধরনের প্রফেশনে গেলে Naturally ভালো করব এবং আমি যা করব Enjoy করব।

আমি যখন বইটা করি পড়ি, পড়ার ফলে তখন থেকে আমি বুঝতে শুরু করলাম যে, কার কি প্রোফাইল, কার মনোজগত কীভাবে কাজ করে এবং আমার এক্সপেক্টেশনও চেঞ্জ হয়ে যায়।

I highly recommend অবশ্যই অবশ্যই বইটা পড়বা। “

মাহমুদুল হাসান সোহাগ

সিইও ও সহ-প্রতিষ্ঠাতা: অন্যরকম গ্রুপ,

রকমারি.কম, উদ্ভাস এবং উন্মেষ কোচিং সেন্টার ।
Buy now see comments
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

বিক্রয় ম্যাজিকমিজানুর রহমান সোহেল, শব্দাবলি প্রকাশন বিক্রয় ম্যাজিকবইটি কেন পড়বেন?সুই থেকে বিমান যে কোনো কিছু যে কোনো ...
07/04/2025

বিক্রয় ম্যাজিক
মিজানুর রহমান সোহেল, শব্দাবলি প্রকাশন
বিক্রয় ম্যাজিক

বইটি কেন পড়বেন?

সুই থেকে বিমান যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন।

ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে আপনার পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা জানতে পারবেন।

ছোট বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস বা পিআর মার্কেটিং কৌশল রপ্ত করতে পারবেন।

ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল জানতে পারবেন।

নতুন উদ্যোক্তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাবেন।

বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানতে পারবেন।

পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাবেন ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।

আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি হঠাৎ করেই এমন কিছু কিনে ফেলেন, যা আপনার প্রাথমিকভাবে কেনার কোনো পরিকল্পনাই ছিল না? এমন পরিস্থিতি প্রায়ই ঘটে, যখন একজন আন্তরিক বিক্রয়কর্মী আপনাকে হাসিমুখে স্বাগত জানায় এবং আলাপচারিতা শুরু করে। এক মুহূর্তে আপনি আবিষ্কার করেন, আপনি এমন একটি পণ্য কিনতে প্রস্তুত, যা সম্পর্কে আগে হয়তো আপনার কোনো ধারণাই ছিল না। এই আচরণের পেছনে এক শক্তিশালী মনোবিজ্ঞানের ভূমিকা কাজ করে। বিক্রয় কেবল একটি পণ্যের বৈশিষ্ট্য বা উপকারিতা তুলে ধরা নয়; এটি হলো ক্রেতার মানসিকতা, আবেগ ও উপলব্ধির গভীরে প্রবেশ করার একটি শিল্প। আমরা মানুষ হিসেবে আমাদের অভ্যাস, আকাঙ্ক্ষা ও আবেগ দ্বারা পরিচালিত হই। বিক্রয় মূলত সেই মনস্তাত্ত্বিক উপাদানগুলোকে কাজে লাগানোর প্রক্রিয়া, যা একজন গ্রাহককে একটি নির্দিষ্ট পণ্য কিনতে উদ্বুদ্ধ করে।
Buy now see comments
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Address

Narayangonj
Narayanganj
1400

Alerts

Be the first to know and let us send you an email when ayat alam rafsa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ayat alam rafsa:

Share