09/05/2025
ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কার কি মতা মত আমি যানিনা বা কে কি ভাবছে এই যুদ্ধ নিয়ে,,🤔তবে আমি একটা কথা বলতে চাই ভারত মুখে মুখে যত যা-ই বলুক না কেন তারা পুরোপুরি যুদ্ধে জরাবে না কখনো ই এটা আমি ১০০% শিওর 🙄 কারণ ভারত যদি সত্যি যুদ্ধে জরিয়ে পরে তবে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষয়ক্ষতিই বেশি হবে সেটা ভারত ভালো করেই যানে আর ওই দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সে নিজেও একটা খেলোয়ার ইমরান খানকে কিভাবে ক্ষমতা থেকে নামিয়েছে সেটা ও যানা সবই ক্ষমতায় টিকে থাকার খেলা চলছে,,🙄🙄 আর এই দিকে এই তথ্য সংগ্রহ যুদ্ধ যুদ্ধ খেলা মোদীজি ও নিজের লাভের জন্যই খেলছে ক্ষমতায় টিকে থাকার জন্য গুজব ছড়াছে, মুসলিমবিদসি কথা বলে হিন্দুদের মন জয় করে যাচ্ছে অথচ ভারতের প্রতিটি নাগরিক যে যেই ধর্মেরই হোক না কেন তাদের কিন্তু একটাই পরিচয় যে তারা ভারতীয় অথচ মোদী দেশের হিন্দুের মুসলিম বিরুদ্ধি বানাচ্ছে মানুষের সাথে মানুষের বেদাবেদ সৃষ্টি করেই যাচ্ছে অথচ দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার উচিত ছিলো দেশের সকল হিন্দু মুসলিম খ্রিস্টান যে যেই ধর্মের হোক সব নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করা মুসলিম হিন্দুের ভাই ভাবলে কি হবে মোদীর কারণে সেটা ছেড়ে তারাও ভুল পথে এগিয়ে যাচ্ছে মুসলিমদের শত্রু মনে করছে মোদীর সাথে তালে তাল মিলিয়ে চলছে,,
সব হিন্দু ভাই বোনেরা আবার এমন না অল্প কিছু সংখ্যা তবে যাই হোক যুদ্ধ হলে একটা দেশ যে কেমন হতে পারে সেটা যুদ্ধ হলেই টের পাওয়া যায়😔😔 সব শেষে একটা কথাই বলবো শুনতে খারাপ লাগলে ও বলি ভারত শুধু মুভিতেই হিরো মুভিতেই যুদ্ধে সব ফাটিয়ে দিতে পারে বাস্তবে শুধু গুজব ছড়াতে পারে এটা আগে দেখেছি আর এখনো দেখছি কিছু সাংবাদিক নামের সাংগাতিক আছে যারা এই গুজব ছড়ানোর কাজ করে যাচ্ছে এই রাজনৈতিক খেলা থেকে আল্লাহ হিন্দু মুসলিম সব ধর্মের সাধারণ মানুষ গুলোকে হেফাজতে রাখুন আমিন। 😔😔