
08/03/2025
🪶 শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম তোমার ওই হাত, আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে-আমি পরে যাবো জ্বলন্ত অগ্নিগিরিতে নিঃস্ব হয়ে যাবো আমি।🙂
আজ এতো দিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম, সেটা ছিল প্রচণ্ড ঝড় হওয়ার পূর্বে শীতল বাতাস;
আর এখন সেই ঝড় বইছে।... হয়ত সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি,
তাই আজ ঝড়টাও আমার ভেতরেই কেবল বইছে।,🙃
যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম, সে হাতগুলো আমাকে অজানা এক শহরের দিকে নিয়ে গেছে-যেখানে কেবল হাহাকার শূন্যতা-শূন্যতা।
এই শূন্য শহরে শুধু আমিই প্রবেশ করেছি, যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টি বদ্ধ হাত।
এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি, একবুক হাহাকার নিয়ে শূন্যতার শহরে😊