Keya's life style

Keya's life style digital content creator guideline

11/10/2024

মরিচের কেজি কিছু মাস আগেও ১২০০ ছিলো, ডিমের দামও বাড়তি ছিলো। আলু পেঁয়াজের দামও বাড়তি ছিলো।

কিন্তু তখন কোনো সমস্যা ছিলো না সমস্যা সব এখন শুরু হয়ছে। মানে সব দাম একবারে ২ মাসেই বাড়ছে।

দেশের মধ্যে বন্যা হয়ে সব ডুবে আছে ফসল সব নষ্ট হয়েছে সেক্ষেত্রে দাম বাড়াটাও অস্বাভাবিক কিছু না এমনটা আগেও হয়েছে।

ভুলে গিয়েছেন হয়তো কাঁচা মরিচ স্টোর করে রেখে পানি দিয়ে ভিজিয়ে খাওয়ার কথা বলা হয়েছিলো।

ডিম ডিপ ফ্রিজে রেখে খাওয়ার কথা বলা হয়েছিলো।

মাংসের বদলে কাঁঠাল খাওয়ার কথা বলা হয়েছিলো। মাছের কাটাটাও খাওয়ার কথা বলা হয়েছিলো।

ভাতের বদলে আলু খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিলো। পেঁয়াজ ছাড়া রান্নার কথা বলা হয়েছিলো সে সব ভুলে গেলে কি করে হবে এতো দ্রুত।

ভক্ত হওয়া ভালো কিন্তু অ_ন্ধ ভক্ত হওয়া ঠিক না যেখানে নিজের বিবেকহীন হতে হয়।

11/10/2024

এমনই কোনো এক শুক্রবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর দোষ চাপিয়ে শুধু খেজুর দিয়ে বিবাহ সম্পন্ন করে ফেলবো।🤭😁

10/10/2024

_একটু ভালোবাসার খোঁজ করতে গিয়ে নিজেকে কতোই না অপমান করলাম!💔😅

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Keya's life style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share