25/06/2025
আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত ভালোবাসা:
উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবী (সঃ) গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা কম। তাদের একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবী (সঃ)। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হটাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবী (সঃ) এর কাছে। নবী (সঃ) তাকে চিনলেন না। -মহিলা বললেন; ইয়া রাসুলুল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবী (সঃ) বলেন; হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। -মহিলা বললেন; ইয়া রাসুলুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিলেন আর মধ্যরাতে আমার স্বামী উহুদের যুদ্ধের জন্য বের হয়েছে। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাবার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। মহিলা বললেন ইয়া রাসলুুল্লাহ যাবার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবী (সঃ) কাঁদছিলেন মহিলার কথা শুনে। মহিলা বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিবেন? নবী (সঃ) সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) হানজালা কে পাওয়া গেছে। সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবী (সঃ) মাথায় হাত দিলেন। জিবরাঈল (আঃ) এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করেছেন, তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করানোর জন্য। তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতরের ঘ্রাণ । আমরাই উনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি।
সুবহানআল্লাহ !!! আল্লাহ্ তাঁর প্রিয় মানুষকে কি পরিমাণ ভালবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই, "হে আল্লাহ্ _ আপনি আমাদেরকে সফল মানুষদের পথের পথিক হওয়ার তওফিক দান করুন, আমিন"।