MONA Cooking &Vlog

MONA Cooking &Vlog আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সবাইকে সাপোর্ট করবো।
(3)

25/06/2025

আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত ভালোবাসা:

উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে! সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবী (সঃ) গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা কম। তাদের একজন তাঁর চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ)। অস্থির হয়ে পড়েছেন নবী (সঃ)। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হটাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবী (সঃ) এর কাছে। নবী (সঃ) তাকে চিনলেন না। -মহিলা বললেন; ইয়া রাসুলুল্লাহ কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে? নবী (সঃ) বলেন; হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। -মহিলা বললেন; ইয়া রাসুলুল্লাহ! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিলেন আর মধ্যরাতে আমার স্বামী উহুদের যুদ্ধের জন্য বের হয়েছে। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাবার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"। মহিলা বললেন ইয়া রাসলুুল্লাহ যাবার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবী (সঃ) কাঁদছিলেন মহিলার কথা শুনে। মহিলা বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিবেন? নবী (সঃ) সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) হানজালা কে পাওয়া গেছে। সবাই গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবী (সঃ) মাথায় হাত দিলেন। জিবরাঈল (আঃ) এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ) হানজালার কোরবানিতে আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করেছেন, তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করানোর জন্য। তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ্ পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতরের ঘ্রাণ । আমরাই উনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি।
সুবহানআল্লাহ !!! আল্লাহ্ তাঁর প্রিয় মানুষকে কি পরিমাণ ভালবাসেন, কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়।
পরিশেষে বলতে চাই, "হে আল্লাহ্ _ আপনি আমাদেরকে সফল মানুষদের পথের পথিক হওয়ার তওফিক দান করুন, আমিন"।

24/06/2025

🍁কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।
মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।
সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ।( কালেক্টেড)

আসসালামু আলাইকুম। শুভ রাত্রি।
21/06/2025

আসসালামু আলাইকুম। শুভ রাত্রি।

10/05/2025

আসসালামুআলাইকুম

Good night
11/11/2024

Good night

05/08/2024

আলহামদুলিল্লাহ

26/07/2024

আসসালামু আলাইকুম জুম্মা মোবারক।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
18/07/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই?
18/07/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই?

14/07/2024

আসসালামু আলাইকুম
শুভ সকাল।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when MONA Cooking &Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MONA Cooking &Vlog:

Share

Category