
09/05/2025
"মীর জাফর" তোরা ততটুকুই করতে পারবি যতটুকু আল্লাহ লিখে রাখছেন, তবে কারো রিযিকে সম্মানে আঘাত করা আল্লাহ তা'আলা ও বরদাস্ত করেন না । আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তিলে তিলে সবই বুঝতে পারবি, না পারবি কাউকে বলতে না পারবি সহ্য করতে । মাফ চাওয়ার মত সুযোগ খোঁজে পাবি না, শুধু সময়ের অপেক্ষা । কোনদিনই ক্ষমা করবো না । বিচার দিলাম আসমান জমীনের মালিক আল্লাহর কাছে । কাউকে হেয়-পতিপন্ন, অপমানিত ও অবহেলিত অবস্থার সম্মুখীন করা সম্ভব নয়, যদি না আল্লাহ চায় । অতএব, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য । Facebook