Friends and family

Friends and family জীবন একটাই, তাই প্রতিদিন নতুন করে শুরু করি।

এক চা নিয়ে শত শত কাহিনী ❤️❤️সবাইকে শুভ দুপুর ♥️
27/09/2025

এক চা নিয়ে শত শত কাহিনী ❤️❤️
সবাইকে শুভ দুপুর ♥️

সবাইকে জুম্মা মোবারক এবং শুভ দুপুর
26/09/2025

সবাইকে জুম্মা মোবারক এবং শুভ দুপুর

এখন দুপুর  তাই প্রথমত সবাইকে শুভ দুপুর 🌈অনেকেই এখন দুপুরবেলায় রং চায়ের কাপটি দেখে বলবে যে দুপুরবেলা ও চা খাও!! আমি বলব...
25/09/2025

এখন দুপুর তাই প্রথমত সবাইকে শুভ দুপুর 🌈
অনেকেই এখন দুপুরবেলায় রং চায়ের কাপটি দেখে বলবে যে দুপুরবেলা ও চা খাও!! আমি বলব হ্যাঁ দুপুরেও চা খাই যখন মন চায় তখন চা খায় আসলে চা খাওয়ার কোন সময় তো নেই
অসময়ই সময় চা খাওয়ার

23/09/2025

ভাবলে মনে হয় যে আব্বু আসলে চলে যায়নি আমাদের ছেড়ে আছে আমাদের মাঝেই,
কোনভাবেই মনে হচ্ছে না যে একটি মানুষ আর আমাদের মাঝে নেই সুন্দর একটা পরিবার রেখে গেছে কিভাবে হাসতে হয়, কিভাবে কি মজা করতে হয়, কিভাবে পথ চলতে হয়, সবকিছু শিখিয়ে গেছে আব্বু।
নারায়ণগঞ্জে প্রত্যেকটা পথে যেন তার পায়ের ছাপ বসে আছে।
এই মানুষটিকে ভোলা কি কোনভাবে সম্ভব!
এমন ভাবে কি কেউ মনের মধ্যে জায়গা করে নিতে পারে যেভাবে আমার আব্বু নিয়েছে।

জীবনে পরবর্তী পথ চলাটা তেমন একটা কঠিন হবে না কারণ আব্বু তো ভালোভাবে শিখিয়ে গেছে কিভাবে বাচাতে হয়, কিন্তু শুধু একটা শূন্যতা রয়ে যাবে।
আর হয়তো কিছু মানুষ চিনব যাদের থেকে আড়ালে রেখেছিল এতদিন,
নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুরতা দেখব,চেয়ে রবো আর ভাববো কিভাবে এতদিন সামলে রেখেছিলে!

শুভ দুপুর, ছবিতে যা হাতেটিকে দেখছেন সেটাকে কিভাবে বানালে আরো রিয়েলিস্টিক এবং আরো সুন্দর লাগতো সেটা কমেন্টে জানান,,!    ...
22/09/2025

শুভ দুপুর,

ছবিতে যা হাতেটিকে দেখছেন সেটাকে কিভাবে বানালে আরো রিয়েলিস্টিক এবং আরো সুন্দর লাগতো সেটা কমেন্টে জানান,,!

22/09/2025

বদ নজর সম্পর্কে হাদিস

1. রাসূলুল্লাহ ﷺ বলেন:

> “বদ নজর (চোখ লাগা) সত্য।”
— সহিহ বুখারি (হাদিস 5740), সহিহ মুসলিম (হাদিস 2187)

2. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ ﷺ বলেন,

> “আমার উম্মতের অধিকাংশ মৃত্যু ঘটবে আল্লাহর তাকদীরের পর বদ নজরের কারণে।”
— আল-মুজাম আল-কবীর, তাবারানী

3. আয়েশা (রা.) বলেন:

> “রাসূলুল্লাহ ﷺ আমাকে নির্দেশ দিতেন বদ নজরের কারণে রোগী হলে রুকইয়া (দোয়া পড়ে ঝাড়ফুঁক) করতে।”
— সহিহ মুসলিম (হাদিস 2195)

4. রাসূল ﷺ বলেন:

> “যখন তোমাদের কেউ এমন কিছু দেখবে যা তাকে ভালো লাগে, তখন যেন সে তার জন্য বরকতের দোয়া করে। কারণ বদ নজর সত্য।”
— ইবন মাজাহ (হাদিস 3509), নাসায়ী

21/09/2025

বড় হয়ে গেলেও অনেকেরই এখন বাচ্চাদের মতো এগুলো তো চড়তে মন চায়,আমার নিজেরই মন চায় ইচ্ছে করে ইচ্ছা মত লাফালাফি করি এগুলোতে
কিন্তু এখন বয়স পার হয়ে গেছে মেলাতে এভাবে মজা করা সম্ভব নয়, কিন্তু বড়দের জন্য আছে toogi fun world.But the main point is we will never get our once we loose it so stay youthful even if you are getting old...even if you are alone....

❤️

20/09/2025

এখানে রাস্তার পাশে যে হলুদ ফুলগুলো দেখছেন এগুলোর নাম কি আপনারা কি বলতে পারেন?
নারায়ণগঞ্জের রাস্তাগুলোর আরো সৌন্দর্য বর্ধন করতে সবুজের মাঝে খানিক হলুদের ছিটা যেন অমায়িক সৌন্দর্য বহন করে।

19/09/2025

পড়ন্ত বিকেলে আকাশের রং যেমন করে বদলায় ঠিক তেমনি মানুষের জীবনের রঙ্গ প্রতিনিয়তই বদলায়
স্থির হয়ে রয়ে যায় আকাশের চাঁদ এবং নক্ষত্রপুঞ্জগুলো যা জীবনচক্রে মানুষের কাছে অপ্রয়োজনীয় হলেও রয়ে যাচ্ছে।
আমাদের জীবনে প্রয়োজনীয় মানুষ এবং মুহূর্তগুলোর সাক্ষী হয়ে থেকে যাচ্ছে সে বিশাল আকাশে।

19/09/2025

সবাইকে জুম্মা মোবারক

اَللّٰهُمَّ اجْعَلْ يَوْمَ الْجُمُعَةِ بَرَكَةً وَخَيْرًا وَمَغْفِرَةً لَنَا وَلِوَالِدَيْنَا وَلِلْمُسْلِمِينَ

উচ্চারণ:
আল্লাহুম্মাজ‘আল ইয়াওমাল জুমু‘আতি বারাকাতান ওয়া খাইরান ওয়া মাগফিরাতান লানা ওয়া লি-ওয়ালিদাইনা ওয়া লিল-মুসলিমীন।

অর্থ:
হে আল্লাহ! আমাদের জন্য এই শুক্রবারকে বরকত, কল্যাণ ও ক্ষমার দিন বানিয়ে দাও—আমাদের, আমাদের পিতা-মাতা এবং সকল মুসলমানের জন্য।

18/09/2025

আসসালামু আলাইকুম, এই পেজের মূল নিয়ন্ত্রক আমাদের আব্বু আর নেই কিন্তু আমরা তার তিন সন্তান এবং আমাদের পুরো পরিবার আমরা চাইনা আব্বুর স্মৃতি নষ্ট হয়ে যাক, আব্বুর সব ছবি ভিডিও এবং আমাদের স্মৃতি জড়িত এই মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলতে চাই না তাই আমরা সবাই মিলে এই পেজটাকে সক্রিয় রাখতে চাই আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন ।
আগে যেমন আপনারা আপন করে নিয়েছিলেন ভালোবেসে এবারও ঠিক তাই করবেন আশা করছি।

আর আমার আব্বুর আত্মার মাগফের মাগফিরাত কামনা করে দোয়া করবেন সবাই, যেন আমার আব্বু জান্নাতবাসি হয়।

18/09/2025

আর এই পেজের দায়িত্ব আমাদের পরিবারের সবার

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Friends and family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share