Mahi's Collection

Mahi's Collection Mahi'Collection is the best trusted online shopping where you can get all kinds of dresses for girl's That's how you look extraordinary."

– Vivienne Westwood

"If you love something, wear it all the time... Find things that suit you.

Hurrem ring 🫶
16/07/2025

Hurrem ring 🫶

🌾 “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল” – এই পংক্তির মতোই জীবনেরও আছে দুইটি দিক।এই কথার একটি দিক যদি ব্যবসার দৃষ্টিকোণ থেক...
15/07/2025

🌾 “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল” – এই পংক্তির মতোই জীবনেরও আছে দুইটি দিক।
এই কথার একটি দিক যদি ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় —
অসৎ উপায়ে একটু একটু করে আগানোও একসময় ভেঙে পড়ে।
যখন ঠকানো মানুষগুলোর অভিশাপ জমে যায়, তখন তা মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারে।

অন্যদিকে, যদি আপনি সততার সাথে, ধীরে ধীরে, হালাল পথে এগিয়ে যান, তাহলে হয়তো প্রথমদিকে হোঁচট খাবেন, ধাক্কাও খেতে হবে —
কিন্তু আপনি শিখবেন কীভাবে উঠে দাঁড়াতে হয়, কীভাবে সবকিছুর মধ্যে থেকেও সোজা পথ চলতে হয়।
এই রকম পথেই থাকে আল্লাহর রহমত।

আমাদের পেজটা একেবারেই অর্গানিকভাবে তৈরি হচ্ছে।
কাউকে ঠকিয়ে বা কৃত্রিমভাবে রিচ বাড়ানো আমাদের উদ্দেশ্য নয়।
যারা আমাদের ক্রেতা, তাদের অনেকেরই প্রথমে কিছুটা বিশ্বাসের সংকট থাকে — যা খুব স্বাভাবিক।
তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা আর সুবিধা দিয়ে চেষ্টা করি তাদের সন্তুষ্ট রাখতে।

আমরা লাভ করি — তবে বুঝে শুনে ইনভেস্ট করে, যথার্থ দামে পণ্য বিক্রি করি।
অতিরিক্ত লাভের আশায় কখনোই পণ্যের দাম বাড়িয়ে দিই না।

যেহেতু আমাদের পেজটা সম্পূর্ণ অর্গানিক গ্রোথে তৈরি, তাই হয়তো কাস্টমার সংখ্যা তুলনামূলকভাবে কম —
কিন্তু আজ পর্যন্ত আমাদের পণ্য নিয়ে একটাও খারাপ রিভিউ কেউ দেয়নি।
বরং অনেকেই বারবার আমাদের কাছ থেকেই অর্ডার করে — এবং ভালোবাসা দিয়ে পাশে থাকে।

🌱 ধৈর্য, সততা আর আন্তরিকতায় বিশ্বাস রাখলে — একদিন না একদিন ফল ঠিকই আসে।
আমরা সেই পথেই আছি, থাকবো ইনশাআল্লাহ।

Aei ring gulo niye bolar kichui nei . Tobuo jodi kono question thake ask korte paro...Cash on delivery
14/07/2025

Aei ring gulo niye bolar kichui nei . Tobuo jodi kono question thake ask korte paro...

Cash on delivery

হিজাব কুইন আপুরা তোমরা কোথায়? 💫  এত্তো সুন্দর সুন্দর ব্রোচগুলো মিস করে ফেলবা? স্টক কিন্তু Limited!  একদম পানির দামে দিচ...
13/07/2025

হিজাব কুইন আপুরা তোমরা কোথায়? 💫
এত্তো সুন্দর সুন্দর ব্রোচগুলো মিস করে ফেলবা? স্টক কিন্তু Limited!
একদম পানির দামে দিচ্ছি — Regular হিজাবের সাথে এই ব্রোচগুলো পরলে যে লুকটা আসবে, সেটা কি আর বলে বোঝানো যায়? 😍

তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলো! 💌🧕✨

নতুন ফ্যাশনে তৈরি হ্যান্ড হ্যারনেস / পাম কাফ রিং, যা আপনাকে আলাদা করে তুলবে সবার মাঝে।পার্টি হোক বা কেজুয়াল লুক – সব জায়...
13/07/2025

নতুন ফ্যাশনে তৈরি হ্যান্ড হ্যারনেস / পাম কাফ রিং, যা আপনাকে আলাদা করে তুলবে সবার মাঝে।
পার্টি হোক বা কেজুয়াল লুক – সব জায়গায় জমবে দারুণ!

🌟 গর্জিয়াস ডিজাইন | লাইটওয়েট | ইউনিক লুক
💎 স্টক সীমিত – আজই অর্ডার করুন!
📩 ইনবক্স করুন এখনই!

05/06/2025
সবসময় ভাবতাম, মানুষ চিনতে খুব কঠিন কিছু না। হাসিমুখ, ভালো ব্যবহার — এগুলোই বুঝি সত্যিকারের চেহারা।  কিন্তু সময়, পরিস্থিত...
04/06/2025

সবসময় ভাবতাম, মানুষ চিনতে খুব কঠিন কিছু না। হাসিমুখ, ভালো ব্যবহার — এগুলোই বুঝি সত্যিকারের চেহারা।

কিন্তু সময়, পরিস্থিতি আর নীরবতা একসময় চোখ খুলে দেয়।
এক সময় যাদের নির্ভরতার জায়গা ভেবেছিলাম, তারাই একেকটা মোড়ে অন্য চেহারায় ধরা দিল।
হতবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বাস, ভালোবাসা—সব কিছু মুহূর্তে ভেঙে পড়েছিল।

তখনই বুঝলাম, *মানুষ চেনা মানে শুধু আচরণ দেখা নয়, সময়ের সঙ্গে কেমন বদলায়, সেটা দেখা।*

আজ আর কারও মুখের কথা বা সাময়িক ভালোবাসায় ভেসে যাই না।
শিখে গেছি—সবাইকে বিশ্বাস করতে নেই, আর সত্যিকারের চালাক তখনই হওয়া যায়,
*যেদিন থেকে মানুষ চিনে ফেলার চোখটা তৈরি হয়।*

এই শেখাটাই হয়তো কষ্টের, কিন্তু সেটাই সবচেয়ে দরকারি।

---

Diy body scrub
20/05/2025

Diy body scrub

💄💖💅💆‍♀️
20/05/2025

💄💖💅💆‍♀️

13/05/2025

Glowup tips for 10-15 year old

Address

Madaninagar
Narayanganj

Telephone

+8801790792592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahi's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share