Hindus.news com

18/09/2025

চট্রাগামের হালিশহরে হিন্দু বাড়িতে বিশ্বকর্মা পুজোতে ভাঙচুর লুটপাট করা হয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিও তে।।
Hindus.news com

17/09/2025

বাংলাদেশে কত সরকার এলো আর গেলো সংখ্যালঘু মোর্চার ৮ দফা দাবি নিয়ে প্রতিক্রিয়ার ফল শ্বরুপ কিছুই মেলেনি।

17/09/2025

ব্রেকিং নিউজ...
সংখ্যালঘু হিন্দু বাড়িতে হা*মলার ঘটনায় পুলিশ আসামিকে ধরে ছেড়ে দিয়েছে।।
পুলিশ অপরাধীকে ধরে ছেড়ে দিয়েছে, কারন অপরাধী অসুস্থ। হিন্দু মন্দিরে প্রতিমা ভাংচুর করলে ,রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তাকে পাগল বানিয়ে ছেড়ে দেয়, এবার নতুন ট্রেন্ড চালু হচ্ছে, হিন্দুদের বাড়িঘরে ও হিন্দু লোকজনের উপর হামলাকারী ব্যক্তি সে নাকি অসুস্থ,তাই পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে 👇
বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন 🙏
১৭ সেপ্টেম্বর ২৫ রাত ১ টায় দক্ষিণ কট্রলী বাস স্ট্যান্ড, হলিশহর মাষ্টারবাড়ি, চট্টগ্রাম।

16/09/2025

বাংলাদেশের হিন্দু পরিবারটিকে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে..
#উল্লেখ্য বরিশাল জেলার বানরীপাড়া থানার 2 নং ইলুহার ইউনিয়নের মৌলুহার (৫ নং ওয়ার্ড) গ্রামের সংখ্যালঘু সুনীল মাঝির পরিবারকে দেশ ত্যাগের হুমকি ও নারী সদস্য সহ কয়েকজনকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মোঃ জামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে!

আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য স্থানীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।

#ভিডিওটি শেয়ার করুন এবং সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি দেখুন....
Hindus.news com

16/09/2025

রংপুরের গঙ্গাচড়া মিথ্যা অভিযোগ দিয়ে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘড়ে হামলা সহ লুটপাট নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
Hindus.news com

12/09/2025

খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের স্থায়ী জায়গা বরাদ্দ নির্ধারণ, করলেন রেল মন্ত্রণালয়।।



Hindus.news com

11/09/2025

নেপালের তরুণ প্রজন্ম Narendra Modi জীর মত একজন শক্তিশালী সৎ আদর্শবান প্রধানমন্ত্রী চাইছে।
NDTV,WOULD

10/09/2025

প্যালেস্তাইন আপন, বাংলাদেশ পর

প্যালেস্টাইনের জন্য কাঁদতে হবে, আর বাংলাদেশের হিন্দুদের জন্য? মালাউন কাপের নাস্তিক,, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কাঁদলে কি আর পুরস্কার জুটবে। ফিলিস্তিন একটা গ্লোবাল ম্যাটার আর বাংলাদেশ? ৮০ বছর ধরে ঘটে চলা হিন্দু নির্যাতনের একটা পুরোনো ধর্মীয় ইস্যু। ডিপ স্টেটের হয়ে কাজ করে ভারত বিরোধীতা করে, নোবেল বা অন্যান্য পুরস্কার পাওয়া যায়, আমরা দেখেছি কতবার, ইউনূস, সেন, বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের হয়ে বললে কি আর পুরস্কার পাওয়া যায়?? চিন্ময় কৃষ্ণ মহারাজ নিয়ে বললে হয়ত ওই মঞ্চেই পুরস্কার কেড়ে নিত।

কি বললেন হঠাৎ বিখ্যাত অন্নপূর্ণা রায়, "Every child deserves peace, freedom, liberation, and Palestinians are no exception… I might upset my country, but it doesn’t matter to me anymore.” আমার দেশের কাছেও তুমি কোন ম্যাটার কর না মামনি। জনগণ তোমায় বুঝে গেছে। না বুঝলে, আমরা বুঝিয়ে দেব।

৩৪ বছরের শাসনের পর, বাঙালি শব্দটা থাকলেই একটা দ্বিচারিতা, মেকি ধর্ম নিরপেক্ষতা আসবেই। যেমন ১৫ বছরের শাসনের পর, বাংলা শব্দের সঙ্গে চুরি দূর্নীতি দেশবিরোধী শব্দগুলো আসবেই। হায় রে বাংলাদেশের হিন্দু, কেউ পাত্তা দেয় না, বিশ্ব মঞ্চে কেউ সত্য বলার সাহস দেখায় না। আজও কাঁটাতার টপকে পালানোটাই বাংলাদেশের হিন্দুদের একমাত্র ভবিশত্য। ঠিক সময়ে না লড়লে এটাই হয়, খুব স্বাভাবিক।

আর কটা দিন, তারপরে আমেরিকার বসানো 'পাপ্পু' ইউনূসের জেল থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের মৃত শরীর বেরিয়ে আসবে, তখনও কারোর চৈতন্য হবে না। আমরা তখনও লাল জমানার ভুল ন্যারেটিভসে ফিলিস্তিন নিয়েই ব্যস্ত থাকব। বাংলাদেশ ছাড়ুন, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর আমাদের ঘুম ভাঙাতে পারছে না। নিজে পুড়ে রবি ঠাকুর আমাদের ঘুম ভাঙাতে পারেনি, তো কোন সাধারণ মানুষ কি করে পারবে.....?????

09/09/2025

নেপালের পার্লামেন্ট এখন জন-জি বিক্ষোভকারীদের দখলে,
সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া বন্ধ করার ঘোষনা দিতেই আন্দোলনে জড়িয়ে পড়েছে জনতা।।

09/09/2025

বাংলাদেশে চলছে নির্যাতন হলে হিন্দু শূন্য হতে বেশি দিন লাগবে না। খুব শিগ্রই এদেশ হিন্দুশূণ্য হয়ে যাবে।

09/09/2025

দূর্গা পূজাতে খারাপ ভাবে শাড়ি পরলেই বিপদ ?? তাই নারীরা সাবধান | গোপীনাথ দাস ব্রহ্মচারী | গীতা পাঠ,,

09/09/2025

একজন সরকারী উপদেষ্টা হয়ে কিভাবে বলতে পারে এমন কথা,
পূজায় গাঁ-জা-র আসর বন্ধের ঘোষণায় উপদেষ্টার প্রতি ক্ষোভপ্রকাশ সংখ্যালঘুদের।
এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Address

Narayanganj
1460

Alerts

Be the first to know and let us send you an email when Hindus.news com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindus.news com:

Share