19/08/2025
বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘুরা বহুবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
কিন্তু সেসব ঘটনার সঠিক তদন্ত বা ন্যায়বিচার হয়নি।
৫৪ বছরের নির্যাতনের ইতিহাস এবার জানবে সারাবিশ্ব |
এইবার সেই সত্য প্রকাশ করতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে—
জাতীয় সংখ্যালঘু সম্মেলন ২০২৫
📅 তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: KIB অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকা
👉 এখানে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক গণমাধ্যম।
👉 সম্মেলনে দেখানো হবে গত ৫৪ বছরের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্যচিত্র।
এ সম্মেলন শুধু একটি আয়োজন নয়, এটি ন্যায়বিচারের ডাক ✊
আসুন, দাঁড়াই সত্য ও মানবাধিকারের পক্ষে।
#সংখ্যালঘু #মানবাধিকার
Hindus.news com