Hindus.news com

চকরিয়ায় দুর্জয় চৌধুরী হ*ত্যা: খু*নি রাবেয়ার ফাঁ*সির দাবিতে মহাসড়ক অবরোধ!!
22/08/2025

চকরিয়ায় দুর্জয় চৌধুরী হ*ত্যা: খু*নি রাবেয়ার ফাঁ*সির দাবিতে মহাসড়ক অবরোধ!!

চকরিয়ায় দুর্জয় চৌধুরী হ*ত্যা: খু*নি রাবেয়ার ফাঁ*সির দাবিতে মহাসড়ক অবরোধ!!সংগীত ছবি কক্সবাজারের চকরিয়া থানার হাজত .....

পুলিশ হেফাজতে হিন্দু যুবকের মৃত্যু, চকরিয়া থানা ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ,বিস্তারিত জানতে লিল্কে যান,
22/08/2025

পুলিশ হেফাজতে হিন্দু যুবকের মৃত্যু, চকরিয়া থানা ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ,বিস্তারিত জানতে লিল্কে যান,

পুলিশ হেফাজতে হিন্দু যুবকের মৃত্যু, চকরিয়া থানা ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভসংগীত ছবিচকরিয়া থানা হাজতে রহস্যজ...

মেঘনা নদীতে মিলল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশhttps://hinduism45.blogspot.com/2025/08/blog-post_22.html
22/08/2025

মেঘনা নদীতে মিলল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ
https://hinduism45.blogspot.com/2025/08/blog-post_22.html

মেঘনা নদীতে মিলল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশএক দিন আগে নিখোঁজ হওয়া সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ.....

ব্রেকিং নিউজ: চট্টগ্রামে প্রধান শিক্ষক শ্যামল কান্দি দে এর উপর হামলাউল্লেখ্য, আজ সকাল ১০টায় চট্টগ্রাম পটিয়া উপজেলা হাইদগ...
21/08/2025

ব্রেকিং নিউজ:
চট্টগ্রামে প্রধান শিক্ষক শ্যামল কান্দি দে এর উপর হামলা

উল্লেখ্য, আজ সকাল ১০টায় চট্টগ্রাম পটিয়া উপজেলা হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক #শ্যামল_কান্তি দে-এর উপর একদল দুস্কৃতিকারী মব সৃষ্টি করে নৃশংস হামলা চালিয়েছে।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি!
২১ আগস্ট ২০২৫ ইং

21/08/2025

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রশাসনের ভুমি কেমন।
রূপলাল-প্রদীপকে হত্যায় অংশ নেয় যারা, কী বলছে পরিবার
বিস্তারিত দেখুন,, প্রথম আলো
https://www.facebook.com/share/v/1Cqkq6T9A8/

20/08/2025

ধর্ম ত্যাগ,ওরফে লাভ জিহাদের শিকার হলে শেষ পরিনতি এটাই হয়। হিন্দু মেয়েদের??
বাবা মায়ের অবাধ্য হলে/কষ্ট দিলে/বাবা মায়ের পরিচয় অস্বীকার করলে/সামাজিকভাবে মান সম্মান নষ্ট করলে তার ফলাফল ভোগ করতেই হবে.........

কোন বাবা-মা সন্তানকে অভিশাপ দেয় না। তারা জীবনের সর্বস্ব দিয়ে একটু একটু করে একটা সন্তানকে বড় করে তোলে। বড় হয়ে সেই সন্তান যখন তাদের সমস্ত স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দেয় তখন তারা কষ্ট পেয়ে যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এটাই একটা সন্তানের জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়! আর কয়েক বছর পর দেখা যায় তার জীবন চরম দুর্বিষহ হয়ে ওঠে!

অনেকের নির্যাতনের শিকার হয়ে করুন মৃত্যু হয়, অনেকে আত্মহত্যা করে, অনেকে ডিভোর্সের শিকার হয়ে পথে ঘাটে মানবতার জীবন যাপন করে। অর্থাৎ একুল ওকুল দুকূল হারিয়ে অথৈ সমুদ্রে পড়ে! এই মেয়েটা এখন কতটা সুখে আছে তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এসব দেখেও যেসব মেয়েরা এখনও সচেতন হয় না তাদের জন্যও একই ফল অপেক্ষা করছে..…..

বিস্তারিত ভিডিও বক্তব্যে শুনুন........

20/08/2025

#ব্রেকিং নিউজ,,
বামনায় সন্তোষ চন্দ্র বাড়িক এর ভাসমান লাশ উদ্ধার! উল্লেখ্য, বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের রামনা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় শরিফ বাড়ির সামনে নদীতে ভাসসমান অবস্থায় লাশটি পাওয়া যায়!

উল্লেখ্য, ভিকটিমের নাম সন্তোষ চন্দ্র বাড়িক (৭৮)। তিনি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের মৃত সুরেন চন্দ্র বাড়িক এর পুত্র। সে গত তিনদিন ধরে নিখোঁজ ছিল।

20/08/2025

#ব্রেকিং নিউজ
বাংলাদেশের নড়াইলের এই হিন্দু রা কতটা অসহায় দেখুন.....

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সৌগত বিশ্বাস নামের এই ছেলেটি লাইভে এসে তার অসহায়ত্বের চিত্র তুলে ধরলেন.....

সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার ন্যায় বিচার কামনা করছি। যদি কেউ এখানে অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

20/08/2025

#ব্রেকিং নিউজ‼
শরীয়তপুরে বিনা কারণে হিন্দু পরিবারকে মারধর ও বাড়িঘর দেশ ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে মোঃ রুবেল হাওলাদার ও মোঃ স্বপন মিয়ার বিরুদ্ধে.....

উল্লেখ্য, জেলার ঘোষেরহাট পৌরসভার দাসের জঙ্গল এলাকার বাসিন্দা পানের দোকানি গৌরনিতাই পাল সরকারি জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁর বাড়ির সামনে রাস্তার পাশের সরকারি জায়গার দুটো গাছ কেটে নিয়ে যায় মোঃ রুবেল ও মোঃ স্বপন মিয়ার লোকজন! এই ঘটনা জানতে পেরে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা এসে বাধা দেয়।

কিন্তু অভিযুক্তদের ধারণা গৌরনিতাই পাল ভূমি অফিসের কর্মকর্তাদের খবর দিয়েছেন! এই ভ্রান্ত ধারণা থেকে গৌড় নিতাই পালের পরিবারের উপর হামলা হয়, তাঁর বাড়ির সামনের টিনের বেড়া ভাঙচুর করা হয়, তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং এলাকা ছাড়া হুমকি দেয়া হয়! ভুক্তভোগী গৌড়নিতাই পাল বলেছেন, আমরা সংখ্যালঘু সব সময় যেকোন ধরনের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করি, আমি কাউকে খবর দেইনি এবং এ বিষয়ে কারো সাথে কিছু বলিনি।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি।

20/08/2025

নওগার বদলগাছিতে ৫০ টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে প্রাণ নাশের হুমকি, এবং দেশ ছাড়ার হুমকি দিচ্ছে। এলাকার মৌলবাদী রা,,

 #বেকিং নিউজ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন ও লুটপাটের...
19/08/2025

#বেকিং নিউজ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর দোকানে ঢুকে তাকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের থাকবাড়ি বাজারে গত ১৮ জুলাই রাতের এই বর্বরোচিত ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, থাকবাড়ি বাজারের ব্যবসায়ী প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতে তার দোকানে হামলা চালায়। তারা দোকানের মালিককে হাত-পা বেঁধে ফেলে এবং তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। এরপর দুর্বৃত্তরা দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

ঘটনার পর থেকে ভুক্তভোগী ব্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এই লুটপাটের কারণে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন হামলা ও লুটপাট দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন তুলেছে। এলাকাবাসী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Hindus.news com


#সংখ্যালঘু

19/08/2025

বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘুরা বহুবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
কিন্তু সেসব ঘটনার সঠিক তদন্ত বা ন্যায়বিচার হয়নি।
৫৪ বছরের নির্যাতনের ইতিহাস এবার জানবে সারাবিশ্ব |
এইবার সেই সত্য প্রকাশ করতে বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে—
জাতীয় সংখ্যালঘু সম্মেলন ২০২৫

📅 তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: KIB অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকা
👉 এখানে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক গণমাধ্যম।
👉 সম্মেলনে দেখানো হবে গত ৫৪ বছরের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্যচিত্র।

এ সম্মেলন শুধু একটি আয়োজন নয়, এটি ন্যায়বিচারের ডাক ✊
আসুন, দাঁড়াই সত্য ও মানবাধিকারের পক্ষে।

#সংখ্যালঘু #মানবাধিকার
Hindus.news com

Address

Narayanganj
1460

Alerts

Be the first to know and let us send you an email when Hindus.news com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hindus.news com:

Share