Sanjida Afrin's world

Sanjida Afrin's world লে‌খিকা : শেষ মিল‌নের শুভবার্তা (উপন‌্যাস)
বির‌হের সুখ (উপন‌্যাস), নানার বা‌ড়ি (ছড়ার বই)
(1)

এক দুপু‌রে এক‌টি কি‌শোর তার কি‌শোরীর চো‌খে কী দে‌খে‌ছে ?  সেই দুপু‌রে সেই কি‌শোর এক পৃ‌থিবী স্বপ্ন একে‌ঁছে  ।
03/07/2025

এক দুপু‌রে এক‌টি কি‌শোর তার কি‌শোরীর চো‌খে কী দে‌খে‌ছে ?
সেই দুপু‌রে সেই কি‌শোর এক পৃ‌থিবী স্বপ্ন একে‌ঁছে ।

শুভ সকাল হে পৃ‌থিবী ।
23/06/2025

শুভ সকাল হে পৃ‌থিবী ।

আমি কাব‌্য খুঁজ‌তে নদীর তী‌রে ব‌সি , আকা‌শে তাকাই , সবুজ দে‌খি ।  কাব‌্য খু‌ঁজে পাই না । কাব‌্য যে ললনার গলার কাঁকন , চে...
22/06/2025

আমি কাব‌্য খুঁজ‌তে নদীর তী‌রে ব‌সি , আকা‌শে তাকাই , সবুজ দে‌খি । কাব‌্য খু‌ঁজে পাই না । কাব‌্য যে ললনার গলার কাঁকন , চোখ ফেরা‌নো যায় না ।
#কাব‌্য

মে‌য়ে‌টির নাম রূপা । রূপার ম‌তোই চকচ‌কে তার রূপ । গুলশান দুই এ ইউথক্লা‌বের পা‌শে ১০৭ নং রো‌ডে তার বসবাস । রূপা যে এলাক...
19/06/2025

মে‌য়ে‌টির নাম রূপা । রূপার ম‌তোই চকচ‌কে তার রূপ । গুলশান দুই এ ইউথক্লা‌বের পা‌শে ১০৭ নং রো‌ডে তার বসবাস । রূপা যে এলাকায় থা‌কে সেটা এলিট শ্রেনীর লোক‌দের বসবাস এটা সবাই জা‌নে । কিন্তু রূপা না‌মের মে‌য়ে‌টি যে কোথা থে‌কে কোথায় বসবাস কর‌তে শুরু ক‌রে‌ছে সেটা কি সবাই জা‌নে ?
রূপা সে‌দিন টল‌তে টল‌তে বা‌ড়ি‌তে ঢুক‌লো ! সি‌কিও‌রি‌টি গার্ড কেয়ার টেকার সবাই রূপার আগমন দে‌খে কিন্তু কেউ টু শব্দ‌টি করার সাহস পায় না । বা‌ড়ির একমাত্র কন‌্যা , কন‌্যা মা‌নে রাজকন‌্যা , তার সা‌থে কথা বলতে বা‌ড়ির সাহায‌্যকারী‌দের তিনগ্লাস জল খে‌তে হয় । এম‌নি‌তে রূপা ব্ড্ড শান্ত স্বভা‌বের বা‌ড়ির সাহায‌্যকারী‌দের সা‌থে কখ‌নো জো‌রে কথা ব‌লে‌নি । তবুও তারা রূপা‌কে ভয় পায় ।
বা‌ড়ির তিন সদ‌স্যের চারটা গাড়ী থাক‌তেও রূপা হে‌টে বা‌ড়ি থে‌কে বে‌রি‌য়ে যায় । ফি‌রে আসে রিক্সা নি‌য়ে বা পা‌য়ে হে‌ঁটে! এমন পাগলামীটা সে যে কে‌নো ক‌রে এটা বু‌ঝে ওঠ‌তে পা‌রে না তার বাবা আফজাল সা‌হেব ।
টল‌তে টল‌তে ড্র‌য়িংরু‌ম পে‌ড়ি‌য়ে দুতলায় উঠার জন‌্য সি‌ড়ি‌তে পা রা‌খে রূপা । তার মা শায়লা মে‌য়ে‌কে নাম ধ‌রে ডা‌কে "রূপা "।
সে অ‌নেক্ষণ মে‌য়ের জন‌্য অ‌পেক্ষা কর‌ছি‌লো ।
আজকাল সে মে‌য়ে‌কে নি‌য়ে অ‌নেক অ‌স্থিরতায় ভো‌গে । অ‌নেক দু‌শ্চিন্তায় সময় কা‌টে তার । নানা শংসয় তার বু‌কের ভেতরটা হাহাকার ক‌রে ও‌ঠে । কিন্তু কাউকে সে ম‌নের অবস্থা বুঝ‌তে দেয় না ।
আগের‌দিন সকা‌লে বে‌রি‌য়েছি‌লো রূপা , ফিরে আস‌লো প‌রের দিন রাত নয়টায় । মে‌য়ের এমন বেপ‌রোয়া চলা‌ফেরায় মা‌য়ের মন শংস‌য়ে ভ‌রে ওঠ‌বে এটাই স্বাভা‌বিক । কিন্তু রূপার তো এমনটা আগে ছি‌লো না । মাত্র ক‌য়েক মা‌সের ব‌্যবধা‌নে রূপার রূপটা সবার দৃ‌ষ্টি‌তে ধরা পড়‌লো । কেন এমন মায়াবী স্নীগ্ধ ফু‌লে ম‌তো এক‌টি মে‌য়ে দি‌নে দি‌নে নষ্ট পাতার ম‌তো মুষ‌ড়ে পড়‌ছে ⁉️

গ‌ল্পের নাম : হৃদ‌য়ে এক‌টি মে‌য়ে । পর্ব (১)।
লে‌খিকা : সান‌জিদা আফ‌রিন ।
( গল্প‌টি ধারাবা‌হিক ভা‌বে প্রকাশ করা হ‌বে )। সা‌থে থাকুন ।

রা‌তের আকাশে মে‌ঘের মিতালী ,আমা‌রে দি‌য়ে‌ছে সু‌রের গিতালী ।
17/06/2025

রা‌তের আকাশে মে‌ঘের মিতালী ,
আমা‌রে দি‌য়ে‌ছে সু‌রের গিতালী ।

14/06/2025

ক‌তো‌দিন লেখা‌লে‌খি ক‌রি না। ‌লেখা‌লে‌খিটা ম‌নের বিষয় , মন থে‌কে বে‌রি‌য়ে না আস‌লে , হয় না ।

শুভ্র , আমার ম‌তো শান্ত‌শিষ্ট একটা মে‌য়ে‌কে পটা‌তে তু‌মি কম পন্থা অবলম্বন ক‌রো‌নি । অথচ তু‌মি যে ছি‌লে সাতঘ‌টের জল খাও...
29/05/2025

শুভ্র , আমার ম‌তো শান্ত‌শিষ্ট একটা মে‌য়ে‌কে পটা‌তে তু‌মি কম পন্থা অবলম্বন ক‌রো‌নি । অথচ তু‌মি যে ছি‌লে সাতঘ‌টের জল খাওয়া । সে কথা কী আমি আর জানত‌াম ?

এত্ত মায়াবী ওরা ।
28/05/2025

এত্ত মায়াবী ওরা ।

যে কথা কা‌রো জানা নেই ।
24/05/2025

যে কথা কা‌রো জানা নেই ।

11/02/2025

পু‌রো ভি‌ডিওটা দেখ‌লে বুঝ‌তে পার‌বে্ , জিবনটা কত সুন্দর ছি‌লো ।
's world

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Afrin's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sanjida Afrin's world:

Share