19/06/2025
মেয়েটির নাম রূপা । রূপার মতোই চকচকে তার রূপ । গুলশান দুই এ ইউথক্লাবের পাশে ১০৭ নং রোডে তার বসবাস । রূপা যে এলাকায় থাকে সেটা এলিট শ্রেনীর লোকদের বসবাস এটা সবাই জানে । কিন্তু রূপা নামের মেয়েটি যে কোথা থেকে কোথায় বসবাস করতে শুরু করেছে সেটা কি সবাই জানে ?
রূপা সেদিন টলতে টলতে বাড়িতে ঢুকলো ! সিকিওরিটি গার্ড কেয়ার টেকার সবাই রূপার আগমন দেখে কিন্তু কেউ টু শব্দটি করার সাহস পায় না । বাড়ির একমাত্র কন্যা , কন্যা মানে রাজকন্যা , তার সাথে কথা বলতে বাড়ির সাহায্যকারীদের তিনগ্লাস জল খেতে হয় । এমনিতে রূপা ব্ড্ড শান্ত স্বভাবের বাড়ির সাহায্যকারীদের সাথে কখনো জোরে কথা বলেনি । তবুও তারা রূপাকে ভয় পায় ।
বাড়ির তিন সদস্যের চারটা গাড়ী থাকতেও রূপা হেটে বাড়ি থেকে বেরিয়ে যায় । ফিরে আসে রিক্সা নিয়ে বা পায়ে হেঁটে! এমন পাগলামীটা সে যে কেনো করে এটা বুঝে ওঠতে পারে না তার বাবা আফজাল সাহেব ।
টলতে টলতে ড্রয়িংরুম পেড়িয়ে দুতলায় উঠার জন্য সিড়িতে পা রাখে রূপা । তার মা শায়লা মেয়েকে নাম ধরে ডাকে "রূপা "।
সে অনেক্ষণ মেয়ের জন্য অপেক্ষা করছিলো ।
আজকাল সে মেয়েকে নিয়ে অনেক অস্থিরতায় ভোগে । অনেক দুশ্চিন্তায় সময় কাটে তার । নানা শংসয় তার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে । কিন্তু কাউকে সে মনের অবস্থা বুঝতে দেয় না ।
আগেরদিন সকালে বেরিয়েছিলো রূপা , ফিরে আসলো পরের দিন রাত নয়টায় । মেয়ের এমন বেপরোয়া চলাফেরায় মায়ের মন শংসয়ে ভরে ওঠবে এটাই স্বাভাবিক । কিন্তু রূপার তো এমনটা আগে ছিলো না । মাত্র কয়েক মাসের ব্যবধানে রূপার রূপটা সবার দৃষ্টিতে ধরা পড়লো । কেন এমন মায়াবী স্নীগ্ধ ফুলে মতো একটি মেয়ে দিনে দিনে নষ্ট পাতার মতো মুষড়ে পড়ছে ⁉️
গল্পের নাম : হৃদয়ে একটি মেয়ে । পর্ব (১)।
লেখিকা : সানজিদা আফরিন ।
( গল্পটি ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে )। সাথে থাকুন ।