SPA Television

SPA Television news, Agrecultur, religion, invitation, clothing, sell, comedy, short film, video, advice.

03/05/2025
➡️দীর্ঘ সময় পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। হাসু আপা এন্ড গং কর্তৃক পাচার হওয়া টাকা দেশে ফেরত আনা...
28/03/2025

➡️দীর্ঘ সময় পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। হাসু আপা এন্ড গং কর্তৃক পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার তোড়জোড় চলছে। জাতিসংঘের মহাসচিবকে এনে রোহিঙ্গাদের সাথে ইফতারে বসিয়ে দিলেন, ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়ে গেল। রমজান পাড় হয়ে গেলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে, বরং অনেক ক্ষেত্রে আগের চেয়ে কমেছে। আজই চীনের সাথে বাংলাদেশের (শোনা যাচ্ছে তিস্তা চুক্তি ও ঢাকার আশেপাশের নদীর পানি ব্যবস্থাপনা সহ) ২.১ বিলিয়ন ডলারের বিনিময় ও অর্থ সহায়তার নয়টি চুক্তি সাক্ষর হয়েছে।
প্লেন পাঠিয়ে লাল গালিচায় অভ্যর্থনা দিয়ে মানুষটাকে নিয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি। এদিকে গত ২৬ মার্চ তাঁকে ও তাঁর দেশের জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে পল্লা দিয়ে পুতিন কম যান না, তাড়াতাড়ি তার ডেপুটি প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছেন তার সাথে দেখা করতে। পরিস্থিতি দেখে এতদিন মুখ ফুলিয়ে বসে থাকা প্রতিবেশী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। বিষয়টা এমন যে একটা ক্ষুদ্র, অবহেলিত, দারিদ্র্য ও দুর্নীতি পীড়িত তৃতীয় বিশ্বের দেশকে তুষ্ট করতে রাঘব বোয়ালদের টানাটানি শুরু হয়ে গেছে।
কত ষড়যন্ত্রই না চললো, ওপারে বসে আপা গৃহযুদ্ধ লাগানোর প্লান করলেন, হঠাৎ বাঁধ ছেড়ে বন্যায় ভাসিয়ে দিল আপার অভিভাবক দেশ, আপা এতদিন যাদের ভয় দেখিয়ে রাখতেন সেই উগ্র, অবিবেচক সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠলো দেশের মধ্যেই। সবকিছু সামলে নিলেন মহারাজ। কত বছর পর গার্মেন্ট মালিকদের গাড়ি বাড়ি বিক্রি করে হলেও ঈদের আগে শ্রমিকদের বেতন দেওয়ার আদেশ দেওয়া হলো। শেষমেষ আবার ধর্ম নিয়ে খেলার প্লান করলেন হাসু আপা। গুজব ছড়ালেন, মজলুম ফিলি*স্তিনিদের রক্তে নাকি তার হাত রাঙ্গা। অথচ জাতিসংঘের সাধারণ পরিষদে উঠে লোকটা দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা দিলেন, ফিলি*স্তিনের জনগণের কষ্ট প্রত্যেকটা মানবিক মানুষের কষ্ট, বাংলাদেশ এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সাজা চায়, বাংলাদেশ যুদ্ধবিরতি চায়।
কেজিএফ সিনেমার একটা ডায়লগ ছিল, "Powerful people make places powerful!" ৮৪ বছরের একজন যুবক। তাঁর পাওয়ার হলো সততা, ইনোসেন্স, প্রজ্ঞা, দৃঢ়তা।
না জানি কত যুগ পর বাংলার মানুষ একজন প্রকৃত নেতা পেল।
মহারাজ, তোমায় সেলাম। ❤️❤️❤️ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন উনাকে নেক হায়াত দান করেন আমিন।

27/03/2025

যতটুকু বুঝা যায়, নির্বাচন নিয়ে দেশের মানুষের আগ্রহ কম। ড. ইউনুস সারের প্রতি মানুষ সন্তষ্ট । জনগণ তাঁকে আরও সময় দিতে চায়।

26/03/2025
চোখের সান্তি।
26/03/2025

চোখের সান্তি।

➡️শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবী ও মানবতাকে রক্ষা করতে সক্ষম একটি নতুন অর্থনীতির স্বপ্নকে তুলে ধর...
25/03/2025

➡️শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথিবী ও মানবতাকে রক্ষা করতে সক্ষম একটি নতুন অর্থনীতির স্বপ্নকে তুলে ধরেছেন।
ক্ষুদ্র ঋণের জনক মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার উদ্ভাবন এবং দারিদ্রদ্র্য নিরসনে সারা বিশ্বে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন। তিনি প্রথমবারের মত বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং-এর অধিকার ও অশীদারিত্ব দিয়েছেন। বর্তমান বিশ্বব্যবস্থার একজন তীক্ষ্ম সমালোচক মুহাম্মদ ইউনূস বলেন, এটা মেনে নেওয়ার সময় এসে গেছে যে পুঁজিবাদের ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে। পুঁজিবাদের কাঠামোটি চোখের সামনেই ভেঙে পড়ছে। এই পুঁজিবাদ আমাদেরকে ব্যাপক বৈষম্য, ব্যাপক বেকারত্ব এবং পরিবেশগত বিপর্যয়ে পৌঁছে দিয়েছে। এখন আমাদের একটি নতুন অর্থনীতির প্রয়োজন, যা মানবিক গুণাবলীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে। যে শক্তিকে ব্যবহার করে মানুষ কেবল ব্যক্তিস্বার্থ উদ্ধার করবে না, বরং ব্যক্তিস্বার্থের মত শক্তিশালী তাড়না থেকেই সে সমাজের সামগ্রিক স্বার্থ উদ্ধার করবে।

তিন শূন্যের পৃথিবী
ড. মুহাম্মদ ইউনস স্যারের এই বইটি প্রত্যেকটি মানুষের পরা উচিৎ। ❤️❤️❤️

Address

Shashongoun
Narayanganj
441114

Alerts

Be the first to know and let us send you an email when SPA Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SPA Television:

Share