28/03/2025
➡️দীর্ঘ সময় পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। হাসু আপা এন্ড গং কর্তৃক পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার তোড়জোড় চলছে। জাতিসংঘের মহাসচিবকে এনে রোহিঙ্গাদের সাথে ইফতারে বসিয়ে দিলেন, ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়ে গেল। রমজান পাড় হয়ে গেলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে, বরং অনেক ক্ষেত্রে আগের চেয়ে কমেছে। আজই চীনের সাথে বাংলাদেশের (শোনা যাচ্ছে তিস্তা চুক্তি ও ঢাকার আশেপাশের নদীর পানি ব্যবস্থাপনা সহ) ২.১ বিলিয়ন ডলারের বিনিময় ও অর্থ সহায়তার নয়টি চুক্তি সাক্ষর হয়েছে।
প্লেন পাঠিয়ে লাল গালিচায় অভ্যর্থনা দিয়ে মানুষটাকে নিয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি। এদিকে গত ২৬ মার্চ তাঁকে ও তাঁর দেশের জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে পল্লা দিয়ে পুতিন কম যান না, তাড়াতাড়ি তার ডেপুটি প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছেন তার সাথে দেখা করতে। পরিস্থিতি দেখে এতদিন মুখ ফুলিয়ে বসে থাকা প্রতিবেশী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। বিষয়টা এমন যে একটা ক্ষুদ্র, অবহেলিত, দারিদ্র্য ও দুর্নীতি পীড়িত তৃতীয় বিশ্বের দেশকে তুষ্ট করতে রাঘব বোয়ালদের টানাটানি শুরু হয়ে গেছে।
কত ষড়যন্ত্রই না চললো, ওপারে বসে আপা গৃহযুদ্ধ লাগানোর প্লান করলেন, হঠাৎ বাঁধ ছেড়ে বন্যায় ভাসিয়ে দিল আপার অভিভাবক দেশ, আপা এতদিন যাদের ভয় দেখিয়ে রাখতেন সেই উগ্র, অবিবেচক সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠলো দেশের মধ্যেই। সবকিছু সামলে নিলেন মহারাজ। কত বছর পর গার্মেন্ট মালিকদের গাড়ি বাড়ি বিক্রি করে হলেও ঈদের আগে শ্রমিকদের বেতন দেওয়ার আদেশ দেওয়া হলো। শেষমেষ আবার ধর্ম নিয়ে খেলার প্লান করলেন হাসু আপা। গুজব ছড়ালেন, মজলুম ফিলি*স্তিনিদের রক্তে নাকি তার হাত রাঙ্গা। অথচ জাতিসংঘের সাধারণ পরিষদে উঠে লোকটা দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা দিলেন, ফিলি*স্তিনের জনগণের কষ্ট প্রত্যেকটা মানবিক মানুষের কষ্ট, বাংলাদেশ এই মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সাজা চায়, বাংলাদেশ যুদ্ধবিরতি চায়।
কেজিএফ সিনেমার একটা ডায়লগ ছিল, "Powerful people make places powerful!" ৮৪ বছরের একজন যুবক। তাঁর পাওয়ার হলো সততা, ইনোসেন্স, প্রজ্ঞা, দৃঢ়তা।
না জানি কত যুগ পর বাংলার মানুষ একজন প্রকৃত নেতা পেল।
মহারাজ, তোমায় সেলাম। ❤️❤️❤️ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন উনাকে নেক হায়াত দান করেন আমিন।