দৃষ্টিপাত

দৃষ্টিপাত “দৃষ্টিপাত – সত্য | বিশ্লেষণ | তথ্য” ফোকাস।

25/07/2025

"জ্ঞান অর্জনের জন্য কখনোই বয়স বাধা নয়, ইচ্ছাই আসল শক্তি।"
#কোটবাড়ি
#কোটবাড়িকুমিল্লা



#কুমিল্লাভ্রমণ

#কুমিল্লারইতিহাস
#কোটবাড়িমিউজিয়াম


#ময়নামতিশাল


#কুমিল্লারপ্রাচীনইতিহাস

📢 জাপায় বড় ধাক্কা! চুন্নু বাদ, নতুন মহাসচিব শামীম!⚠️ “মহাসচিব পদে নাটকীয় পরিবর্তন—ঘরে ঘরে আলোচনা!”🔴 জাতীয় পার্টির মহাসচি...
08/07/2025

📢 জাপায় বড় ধাক্কা! চুন্নু বাদ, নতুন মহাসচিব শামীম!

⚠️ “মহাসচিব পদে নাটকীয় পরিবর্তন—ঘরে ঘরে আলোচনা!”

🔴 জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেওয়া হলো!
✅ নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

📄 আজ (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টির দপ্তর।

📌 দলের গঠনতন্ত্র অনুযায়ী এই রদবদল করেছেন চেয়ারম্যান জিএম কাদের।

❗ রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনার ঝড়—
👉 হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে কী কারণ?

👇 কমেন্টে লিখুন—আপনার মতামত কি এই পরিবর্তন সঠিক ছিল?

#জাতীয়_পার্টি #জাপা #রাজনীতি #শামীম_হায়দার_পাটোয়ারী #মুজিবুল_হক_চুন্নু #বাংলাদেশ #দৃষ্টিপাত

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ্যপানে আওয়ামী লীগের নেতার অকাল মৃত্যু ।
06/07/2025

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ্যপানে আওয়ামী লীগের নেতার অকাল মৃত্যু ।

🔩 একটি লোহার বারের মূল্য শুধু তার ওজন দিয়ে নয়, তার ব্যবহারের মাধ্যমে নির্ধারিত হয়।📦 ১,০০০ গ্রাম লোহার দাম মাত্র ১১,৫০০ ট...
06/07/2025

🔩 একটি লোহার বারের মূল্য শুধু তার ওজন দিয়ে নয়, তার ব্যবহারের মাধ্যমে নির্ধারিত হয়।

📦 ১,০০০ গ্রাম লোহার দাম মাত্র ১১,৫০০ টাকা।
🐎 যদি তা দিয়ে ঘোড়ার খুর তৈরি হয়, দাম দাঁড়ায় ২৮,৭৫০ টাকা।
🪡 সেলাইয়ের সূঁচ বানালে মূল্য হয়ে যায় প্রায় ৮,০৫,০০০ টাকা।
⌚ ঘড়ির স্প্রিং ও গিয়ার বানালে দাম হয় প্রায় ৬,৯০,০০,০০০ টাকা!
💻 আর যদি তা ব্যবহার হয় লেজার চিপ তৈরিতে, তখন মূল্য দাঁড়ায় ১৭,২৫,০০,০০০ টাকা!

👉 এই এক টুকরো লোহার প্রকৃত মূল্য নির্ভর করে—তা কীভাবে গড়া হয় এবং কোন কাজে লাগানো হয় তার উপর।

ঠিক তেমনি, আপনারও প্রকৃত মূল্য নির্ধারিত হয় আপনি কী দিয়ে শুরু করেছেন তা দিয়ে নয়, বরং আপনি নিজের ভিতরের সামর্থ্যকে কীভাবে গড়ে তোলেন, সেটা দিয়েই।

💡 নিজেকে গড়ুন, নিজের মূল্য নিজেই বাড়ান।

#অনুপ্রেরণা #জীবনেরপাঠ

05/07/2025

🔥 “আর কোনো স্থানীয় নেতা জন্মাবে না!” — পিআর পদ্ধতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রিজভীর!

📌 বাংলাদেশের প্রেক্ষাপটে কেন পিআর পদ্ধতি দরকার?
05/07/2025

📌 বাংলাদেশের প্রেক্ষাপটে কেন পিআর পদ্ধতি দরকার?

Udemy হল একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ...
23/03/2024

Udemy হল একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার ।যার মধ্যে প্রায় সব বিষয়েরই কোর্স রয়েছে। যেমন, পদার্থ, গণিত, রসায়ন, স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, মিউজিক, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মোটর ড্রাইভিং, গেমস, গিটার, ড্রাম, বেহালা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানে কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন।
ইউডেমি এবং ইউটিউব এর মধ্যে পার্থক্য কি
ইউডেমি এবং ইউটিউব দুটি আলাদা ওয়েবসাইট। তবে দুটি সাইটের ভিডিও লেসন বা টিউটোরিয়ালরয়েছে।তবে ইউটিউবে টিউটোরিয়াল গুলো ফ্রিতে পাওয়া যায়। আর ইউডেমি হলো প্রিমিয়াম সাইট। এখানে আপনাকে ডেমো কোর্স দেখে মূল কোর্সটি কিনে শিখতে হবে। মানে চার্জ দিতে হবে।ইউটিউবে আপনি সব বিষয়ে সবসময় ভাল এবং মানসম্মত কন্টেন্ট পাবেন না, কারণ সস্তায় তো সব সময় যে ভাল কিছু পাওয়া যাবে এমন তো নয়! তাই ইউডেমির কোর্সগুলো বেশি মানসম্ম।
পরিশেষে বলব,যত ভালো কোর্সই করেন না কেন কোন লাভ নেই যদি আপনার মধ্যে নিজের ইচ্ছে শক্তি না থাকে। মূলত শেখাটা হলো বড় কথা । ইন্টারনেটে অনেক রিসোর্স আছে যা আমরা খুঁজতে চাই না। নিজের মনোবল কে তৈরি করুন । শেখার জন্য যে কোর্স যেখান থেকে করেন না কেন, আপনি বিভিন্ন ব্লগসাইট ভিজিট না করে কোন কিছুর সমাধান পাবেন না। যেখান থেকে শিখেন না কেন ইউটিউব এবং বিভিন্ন ব্লগসাইট কে যদি কাজে না লাগাতে পারেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। ইউটিউব এবং ইউডেমি কে কাজে লাগিয়ে নিজের স্কিল দক্ষ করে তুলুন।

Assalamuyalikum Name:Md KamruzzamanStudent id:Kamruzzaman942Class:Content creating Assignment : 1.canva temple design 2....
18/03/2024

Assalamuyalikum
Name:Md Kamruzzaman
Student id:Kamruzzaman942
Class:Content creating
Assignment :
1.canva temple design
2.Digital marketing content create
-----------------------------------------------
ডিজিটাল মার্কেটিং কি
ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং প্রক্রিয়া যেখানে ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে পণ্য বা সেবা নির্দিষ্ট কোনো ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছানো যায়। ডিজিটাল মাধ্যম গুলো ব্যবহার করার মাধ্যমে ব্যবসার প্রসার ও প্রচার করা করাই হলো ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং কোথায় শিখবেন ? কিভাবে শিখবন?
ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার দরকার মনোবল ও মার্কেটিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানা। ডিজিটাল মার্কেটিং শেখার দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে নিজে থেকে বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে থাকা টিউটোরিয়াল দেখে এবং অপরটি হচ্ছে যেকোনো একটি ডিজিটাল মার্কেটিং কোর্স করে শেখা। আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি কোন পদ্ধতিতে মার্কেটিং শিখতে চাচ্ছেন। ডিজিটাল মার্কেটিং শেখার অনেক পদ্ধতি রয়েছে।যেমন: কোর্স করে শেখা, ইউটিউব ভিডিও দেখে শেখা, ব্লগ পড়ে শেখা, বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্ন করে ইত্যাদি।
ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি লাগে: ডিজিটাল মার্কেটিং সেক্টরে নিজের ক্যারিয়ার গড়ার জন্য কিছু বিষয় জানা থাকতে হবে যেমন : প্রযুক্তিগত দক্ষতা, মার্কেটিং ও ব্যবসা সম্পর্কে জ্ঞান, সৃজনশীলতা, নিয়মিত অনুশীলন ইত্যাদী।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম গুলো কি কি??
যেসব মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের পণ্যের ব্যাপক প্রসার ও প্রচার করতে পারি তা হলো:১। Search Engine Optimization (SEO): SEO এর মাধ্যমে, ওয়েবসাইট বা অন্যান্য অনলাইন সামগ্রী সাধারণত সার্চ ইঞ্জিনের (যেমন Google, Bing, Yahoo ইত্যাদি) মাধ্যমে আপনাদের পণ্য বা প্রতিষ্ঠানকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা হয়। কোন পণ্য বা আপনার দেওয়া সেবা সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার জন্য SEO করতে হয়। সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকলে বেশি ভিজিটর পাওয়া যায় আর বেশি ভিজিটর মানে বেশি পরিচিতি।
২। Website Marketing:বর্তমানে প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন কারণে তৈরি করা হচ্ছে। কেউ নিজের ব্যবসার জন্য তৈরি করছে আবার কেউ পরিচিতি বাড়ানোর জন্য তৈরি করছে। ডিজিটাল মার্কেটিং এ ওয়েবসাইট অনেক গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পণ্যের ব্যাপক প্রচারণা চালাতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার পর অবশ্যই SEO করতে হবে কারণ এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখাবে।
৩। Content Marketing: ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ। যার যতো ভালো কন্টেন্ট থাকবে সে ততো বেশ এগিয়ে থাকবে। কন্টেন্ট আপনার পণ্য বা সেবা সম্পর্কে বর্ণনা করবে। আপনার কন্টেন্ট গুলোকে সবসময় আপডেট রাখতে হবে। আপনি নিজে না লিখতে পারলে এমন একজনকে দিয়ে লেখাতে হবে যে আপনার জন্য ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারে কারণ কন্টেন্ট আপনার মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সহায়তা করবে। কাস্টমার কোন কিছু কেনার আগে পণ্য সম্পর্কে জানতে চায় সেক্ষেত্রে কন্টেন্ট আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করবে। কন্টেন্ট আপনার ক্রেতাকে আপনার পণ্য কিনতে আগ্রহী করে তুলবে।
৪। Social Media Marketing:Facebook, Twitter, Instagram সহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে এ নিজের পণ্য, ব্রান্ড প্রমোট করাকে Social Media Marketing বলে। এখানে অনেক গ্রাহক পাওয়া যায় কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর তাদের কাছে নিজের পণ্যকে ভালো ভাবে তুলে ধরতে পারলে ব্যাপক পরিচিতি পাওয়া যায়।
৫।E-mail Marketing:এখানে নিজের পণ্য বা ব্রান্ড সম্পর্কে Message আকারে লিখে একটি E-mail এর মাধ্যমে হাজার হাজার মানুষকে পাঠানো হয়। এর জন্য প্রচুর E-mail সংগ্রহ করে রাখতে হয়। এর মাধ্যমে নিয়মিত কাস্টমার তৈরি করা সম্ভব।
৬। Video Marketing:বর্তমানে ভিডিও মার্কেটিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিও মার্কেটিং এর অন্যতম সেরা প্লাটফর্ম হলো YouTube। আপনার পণ্য নিয়ে ভিডিও তৈরি করে তা আপনি YouTube এ প্রচার করতে পারেন এতে আপনার বিক্রি যেমন বাড়বে আপনার পণ্যের পরিচিতি তেমন বাড়বে।
শেষ কথা:
আজকের এই পোস্টে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং কিভাবে করা যায়, শেখার উপায় এবং সহজে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গড়ার পদ্ধতি সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করেছি। আপনি চাইলে ইউটিউব এবং গুগল থেকে ফ্রি টিউটোরিয়াল দেখেও ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। অথবা কোন কোর্স করতে পারেন। আর শেখা হলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে বা লোকাল ক্লায়েন্টের হয়ে ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারেন।ডিজিটাল মার্কেটিং পারলে আপনি নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারেন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এজন্য, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বেঁছে নিতে পারেন অথবা একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।

18/03/2024

মানবজাতির জন্য পবিত্র কোরআনের ১০০টি উপদেশ। একটুখানি মিলিয়ে দেখুন আপনার জীবনে তা পালন করছেন কী?? #কোরআন #ইসলামিক

Photography is the story that I fail to express in words. – Destin Sparks
06/03/2024

Photography is the story that I fail to express in words. – Destin Sparks

21/05/2023

Address

Narayanganj

Telephone

+8801980080942

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৃষ্টিপাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৃষ্টিপাত:

Share