Abdullahr Maa - আবদুল্লাহর মা

Abdullahr Maa - আবদুল্লাহর মা আমি নতুন আমাকে সাপট করবেন ইনশাআল্লাহ এগিয়ে যাব সবার জন্য ভালোবাসা রইলো
(35)

13/07/2025

আমার ছেলে অনেক জর সবার কাছে দোয়া চাইছি আমার ছেলে টা জন্য দোয়া চাই আমার ছেলে খাওয়া দাওয়া কিছু করতে পারছে না অনেক জর দোয়া করবেন সবাই ।

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ সজিব আহাম্মেদ, Md Jahid Hasan
10/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ সজিব আহাম্মেদ, Md Jahid Hasan

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ০৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জ...
02/07/2025

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ০৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। আজ বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ০৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘণ্টা সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো—টেংরা, বাহিরটেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারী, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনিরআখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিকপাড়া ও কাউন্সিল এলাকা।

এছাড়া, উক্ত এলাকার আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Taher, Samir Bag, MD Pintu, Mohammad Jakir Miah
29/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Taher, Samir Bag, MD Pintu, Mohammad Jakir Miah

Big shout out to my newest top fans! 💎 Mikul Ferog M***aDrop a comment to welcome them to our community,
29/06/2025

Big shout out to my newest top fans! 💎 Mikul Ferog M***a

Drop a comment to welcome them to our community,

বন্দরের নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন  বন্দর  প্রতিনিধিঃনারায়ণগঞ্জ বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিমপিয়...
18/06/2025

বন্দরের নবীগঞ্জে
স্বামীর হাতে স্ত্রী খুন

বন্দর প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিমপিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭), তার ঘাতক স্বামীর নাম সিফাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাষণ্ড স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে রাত ৮টার দিকে তার চাচি বাড়িতে আসেন।দরজায় ভিতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে স্মৃতির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত স্মৃতির দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো পরে গত ৩ মাস আগে সিফাতের সঙ্গে বিয়ে হয়। এলাকাবাসীর ধারণা,দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

゚ ゚

14/06/2025

Collected

🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Abdullahr Maa - আবদুল্লাহর মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullahr Maa - আবদুল্লাহর মা:

Share