31/10/2015
★ ট্রল পোস্ট ★
সিরিজ শেষে #ধোনি আর
#ডু_প্লেসিস এর কথোপকথনঃ
।
#ধোন-ইঃ ভাই তুমি আর আমার মান
সন্মান একটুও বাকি রাখলা না। সব
মাইরা দিলা?
#প্লেসিসঃ ফহিন্নি আমি আবার
তোর মান সন্মান মারলাম কিভাবে?
ধোন-ইঃ ভাই আমি ফহিন্নি না
ধোনি।
#প্লেসিসঃ ওই একি কথা। ফহিন্নি
তোর নাম ধনি রাখছে কোন আলগার
ঘরের আলগা? আর সেদিন আমার পা
ধইরা হাও মাও কইরা কাঁদলি কেন?
মাঠের ভিতর, হাজার হাজার দর্শকের
সামনে?
।
ধোন-ইঃ পা ধইরা না কাঁদলে আপনি
ব্যাট ছাড়তেন না? আর আপনি ব্যাট
না ছাড়ালে রান ১০০০ হইয়া যাইতো।
আর ভাড়তের দর্শকরা আমারে জুতা
পিডা করতো।
#প্লেসিসঃ তাই বলে পা ধরা
লাগবে? তুই ফহিন্নি হলেও তোর একটা
প্রেস্টিজ আছেনা!?? এমন ভাবে পা
ধরলি যেন আমি ভাবলাম তুইকি
আমাদের ব্যাট না কইরাই তোদের
জিতিয়ে দেওয়ার কথা বলবি!!!??
এমনিতেই বলতি পা ধইরা।
।
ধোন-ইঃ কি আর করবো ভাই, আমাদের
আলিম দার কাক্কু তো আম্পায়ার নাই
যে চুরি কইরা জিতমু।।
#প্লেসিসঃ ও ও ও!!!! তোরা তো
আবার চুরি কইরা ছাড়া জিততে
পারিসনা। বিশ্বকাপে তুই আর আলিম
দার মিলে #বাংলাদেশের সাথে
যে চুরিডাই না করলি?!!
ধোন-ইঃ কি কোরবো ভাই?
বাংলাদেশ বিশ্বকাপে
ইংল্যান্ডকে যে বাশ দিলো? আমরা
খুভ ভয় পাইছিলাম। ওদিকে
রোবিচোনদন আশ্বিন তো সাকিবের
ভয়ে মুইত্তা ঘর ভাসাইয়া দিছিলো।
চুরি না কইরা উপায় আছে???!!¡
ভাগ্যিস শ্রিনিবাসন কাক্কু চুরির
বুদ্ধিডা দিছিলো নাইলে
বাংলাদেশ আমাদের বাংলা বাশ
দিয়া বিশ্বকাপ থেকে বিদায়
করতো।
।
প্লেসিসঃ ও ও!! তার মানে আসলেই
তোরা চোর।।
ধোন-ইঃ আপনি যা বলেন আরকি। আর
একটা কথা শোনেন আমাদের
শ্রিনিবাসন কাক্কু কিন্তু আপনাদের
এবিডি ভিলিয়ারসের ব্যাটিং
স্টাইল অবৈধ করার চিন্তাভাবনা
চালাচ্ছে। উনারে বইলেন যেন টেস্ট
সিরিজে একটু স্লো খেলে, নাইলে
উনারে অবৈধ ব্যাটিং একশনের জন্য
নিষিদ্ধ করা হবে।।
#প্লেসিসঃ আইচ্চা কমুনে। আর শোন
তোরা চুরি করার অভ্যাস বাদ দিয়া
বাংলাদেশের মত লিগাল ক্রিকেট
খেলা শুরু কর, নাইলে তোদের লোকে
ইন্ডিয়া না কইয়া #চোরডিয়া বলবে।
ধোন-ইঃ আইচ্চা।
প্লেসিসঃ ওকে ভালো থাকিস
ফহিন্নি।
ধোন-ইঃ ভাই আমি ফহিন্নি না
আমি ধোনি ……………