21/08/2025
কিছু কথার কাঁটা অন্তরে এমনভাবে আঘাত করেছিল,
যে ব্যথা আজো বয়ে বেড়াই নিরবে, নিঃশব্দে।
ভুলে যেতে চাইলেও ভুলতে দেয় না সেই দগ্ধ স্মৃতি,
মনের গভীরে রয়ে গেছে এক অজানা কষ্টের দাগ।
সময় গড়িয়ে যায়, মানুষ বদলে যায়,
কিন্তু সেই আঘাত রয়ে যায় একই তীব্রতায়।
হয়তো হাসিমুখের আড়ালে লুকিয়ে রেখেছি,
কিন্তু ভিতরে– এখনো র*ক্ত ঝরে নীরবে, অগোচরে।
এমন ক্ষত সময়ের ওষুধেও সারে না,
শুধু দু'আর অশ্রুতে ধুয়ে যায় কিছুটা ব্যথা।
সবর করছি সেই দিনের—
যেদিন আল্লাহর আদালতে সবকিছুর হিসাব হবে,
আর ন্যায়বিচারে মুছে যাবে প্রতিটি অশ্রু, প্রতিটি দুঃখের দাগ।