Tamanna Aktar Mariyam

Tamanna Aktar Mariyam Be proud of your progress ✨

17/03/2024

✍️জীবনে তিনটা (C) 'সি' ভীষণ গুরুত্বপূর্ণ...

১। Choise (চয়েজ)
২। Chance (চান্স)
৩। Change (চেইঞ্জ)

✍️মনে রাখবেন,
ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনার আছে। আজকে নেয়া আপনার একটা পজেটিভ সিদ্ধান্ত, কাল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এটি হল (Choice) চয়েস।

✍️শুনে রাখুন,
আপনি যা করছেন তা করতে থাকলে, যা পাচ্ছেন তা পেতেই থাকবেন। যদি এর চেয়ে ভালো কিছু পেতে চান তবে ভালোকিছু খুঁজুন ও শুরু করে দিন। এটি হল (Chance) চান্স / সুযোগ।

✍️এবং,,
" অতীতকে আপনি বদলাতে পারবেন না,কিন্তু আপনি চাইলেই বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারেন" আর এটাই হল পরিবর্তন (Change)।

👉বড় স্বপ্ন দেখুন,
👉নিজেকে বিশ্বাস করুন।
👉লক্ষ্য নির্ধারণ করুন,
👉পরিকল্পনা গ্রহণ করুন,
👉সেই অনুযায়ী কাজ করুন।

✍️নিজের লক্ষ ঠিক করুন
সময়ের সঠিক ব্যবহার করুন 🕗
কঠোর পরিশ্রম করুন 💪
সামনের দিকে এগিয়ে যান 🏃‍♂️
ধৈর্য্য সহকারে লেগে থাকুন, সাফল্য আসবেই 🤲💪

ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,“যত Learn তত  Earn"💰তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে তো ফ্রিতে ...
03/03/2024

ফ্রিল্যান্সিং এর ভাষায় একটা কথা আছে,
“যত Learn তত Earn"💰
তবে অধিকাংশই Learn করার আগেই Earn করতে চায়।আবার অনেকে তো ফ্রিতে Learn করতে চায়।🥱

কিন্তু নিজের উপর নিজের ইনভেস্ট করে আমরা ক'জন দক্ষ হতে চাই।চলেছেই তো দিন চলুক।এরকম মন নিয়ে বসে থাকি।
কিংবা খুব আগ্রহ নিয়ে শুরু করেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌছাতে পারিনা।
কারণ আমরা ধৈর্য হারিয়ে ফেলি,বেশি পরিশ্রম করতে চাই না।
ডজনখানেক বাচ্চা পালবো,জামাই পালবো,নিয়মিত ক্লাস করবো না,সব কাজ করবো কিন্তু বাপু প্র‍্যাক্টিস করবো না তাহলে সফলতা কি আকাশ থেকে পড়বে!আর এরকম ব্যক্তিরাই বলবে ফ্রিল্যান্সিং এ এখন কাজ নাই। নিজে তো নিজের দোষে ব্যর্থ হবে এবং আরেকজনকে পেছন থেকে টেনে ধরবে।

আমরা সকলে সফল হওয়া দেখি,সফল হওয়ার পেছনের গল্পটা দেখি না,পরিশ্রম,কষ্টটা দেখিনা।

ফ্রিল্যান্সিং করতে [আত্মবিশ্বাস,ধৈর্য,পরিশ্রম] অনেক বেশি জরুরী।

এই ৩ টি গুণকে আপনি একই সুতোয় বাধতে পারলে তবেই আপনি ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটিং সেক্টর থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি স্বপ্ন পুরণের দিকে,
যেখানে গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে নিজেও শূন্য জ্ঞানের ছিলাম!

সেখানে কাজ শেখার সম্পূর্ণ করে ঘরে বসে লোকাল ও ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসেও কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ।

অথচ শুরু করা আগে ও এখনো অনেকে অনেক কথাই বলে। আপনারা আপনাদের মতো বলতে থাকুন আর আমি স্বপ্ন ছোয়ার জন্য একটু একটু করে আকাশে উড়তে থাকি।

মেন্টরের কথা অনুযায়ী বলতে চাই-আমি যা জানি তুমি তা জানো না।

-Sadia Siddique.🫶🏻

# Tamanna Ayana

17/10/2023

Assalamualaikum everyone,
welcome to my official page. Keep supporting me❤️🥰

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna Aktar Mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamanna Aktar Mariyam:

Share