জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখা।

  • Home
  • Bangladesh
  • Narayanganj
  • জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখা।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখা।, Media, Narayanganj.

19/08/2025

আলহামদুলিল্লাহ
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াই হাজার থানা শাখার বার্ষিক ইসলামি মহাসম্মেলন আগামী ৯ ই অক্টোবর - বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত

বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক, মুফত...
26/07/2025

বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত জাতীয় কনফারেন্সে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক, মুফতি রেজাউল কারীম আবরার।

নোয়াখালি, সোনাইমুড়ি থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মু...
25/07/2025

নোয়াখালি, সোনাইমুড়ি থানা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মুফতি রেজাউল কারীম আবরার।

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছ...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

গর্দান মোর নত হয়েছে খোদার পদতলে তাবৎ জাহান নত হয়েছে আমার পদতলে।/: জি*হা*দের জন্য রওনা করা পা-হীন পঙ্গু মু*জা*হিদ।
19/07/2025

গর্দান মোর নত হয়েছে
খোদার পদতলে
তাবৎ জাহান নত হয়েছে
আমার পদতলে।

/: জি*হা*দের জন্য রওনা করা পা-হীন পঙ্গু মু*জা*হিদ।

19/07/2025
আড়াইহাজার উপজেলার পাঁচানী গ্রামের নিবাসী, হাফেজ্জী হুজুর রঃ এর সাগরীদ, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, হাফেজ মাওলানা বেলা...
16/07/2025

আড়াইহাজার উপজেলার পাঁচানী গ্রামের নিবাসী, হাফেজ্জী হুজুর রঃ এর সাগরীদ, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, হাফেজ মাওলানা বেলায়েত হুসাইন রহিঃ বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার পরিবার, মরহুমের জন্নাতে উঁচু মাকাম কামনা করছি এবং শোকার্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

নাহিদ-সার্জিস-হাসনাতসহ অবরুদ্ধ নেতৃবৃন্দকে দ্রুত উদ্ধারে জরুরী পদক্ষেপ নিনগোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের...
16/07/2025

নাহিদ-সার্জিস-হাসনাতসহ অবরুদ্ধ নেতৃবৃন্দকে দ্রুত উদ্ধারে জরুরী পদক্ষেপ নিন

গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের ওপরে হামলায় অংশ নেয়া স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ১৬ জুলাই এক বিবৃতিতে বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌম কর্তৃত্বের অধিনে থাকা একটি জেলা। সারা বাংলাদেশ যখন একযোগে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে তখন গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্য অবস্থান নিয়ে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের ওপরে হামলা করবে এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখবে তা মেনে নেয়া যায় না। দ্রুততার সাথে অবরুদ্ধ নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের উদ্ধার করতে জরুরী পদক্ষেপ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতৃবৃন্দের রাজনৈতিক সংগঠন এনসিপি জুলাই জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। সর্বত্র তারা জনগনের উষ্ণ অভিনন্দন ও ভালোবাসা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে গিয়েছে। তাদের সাথে আজকে গোপালগঞ্জে যা হয়েছে তা লজ্জাজনক। একই সাথে প্রশাসনের ব্যর্থতাও বটে। অভ্যুত্থানের নেতৃবৃন্দ গোপালগঞ্জে আসলে সেখানে পতিত ফ্যাসিবাদের দোসররা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এটা তাদের অনুধাবন করে কার্যকর ব্যবস্থা নেয়া উচিৎ ছিলো। কিন্তু আজকের ঘটনায় পরিস্কার যে, প্রশাসন ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জের পুলিস সুপারসহ দায়িত্বে নিয়োজিতদের ব্যাপারে তদন্ত করতে হবে। তারা ইচ্ছাকৃতভাবে এমন সহিংসতার সুযোগ করে দিলো কিনা তা খতিয়ে দেখতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, কোন কোন মিডিয়া হামলাকারী ফ্যাসিবাদের দোসরদের “গ্রামবাসী, এলাকাবাসী”অভিহিত করেছে। এর পেছনের কারণ সুস্পষ্ট। তারা বিশ্বকে বোঝাতে চায় যে, হাসিনার উৎখাতের আন্দোলন কোন গণঅভ্যুত্থান ছিলো না। গ্রামবাসী এখনো হাসিনার জন্য রাস্তায় নামে। আদতে পুরোটা মিথ্যা বয়ান। যারা এনসিপির ওপরে হামলা করেছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এদেরকে আওয়ামী লীগের পান্ডা হিসেবেই প্রচার করতে হবে। এবং যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলো তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের পক্ষ হয়ে এখনো কেউ জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপরে হামলা করবে তা মেনে নেয়া যায় না।

পীর সাহেব চরমোনাই সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অভ্যুত্থানের বর্ষপুর্তির এই সময়েও স্বৈরাচারের দোসররা যে দুঃসাহস দেখিয়েছে তা সরকারের সামগ্রিক ব্যর্থতার বড় একটি দৃষ্টান্ত। পতিত ফ্যাসিবাদের বিচার এবং এর সাথে জড়িতদের বিচারের ধীরগতির কারণেই এরা আজকে এই সাহস করেছে। তাই বলবো, কেবল ঢাকায় গুটিকয়েকজনকে বিচারের আওতায় আনলে হবে না্ বরং সারা দেশে স্বৈরতন্ত্রের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনুন। এই ধরণের দুঃসাহস জাতী আর দেখতে চায় না।

16/07/2025

Hasnat Abdullah
আমাদের কিং, ✊💪

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কাইয়ুম বুধবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান...
16/07/2025

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কাইয়ুম বুধবার (১৬ জুলাই) বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান..

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আড়াইহাজার থানা শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category